" একটি গ্রামীণ দৃশ্যের রঙিন " চিত্রাঙ্কন।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
কলম
কার্টার
রাবার
পেন্সিল রং
মম রং
স্কেল
চিত্রাঙ্কনটির ধাপসমূহ নিচে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ
দ্বিতীয় ধাপ
এরপর একটি ঘর একেঁ নিবো।
তৃতীয় ধাপ
এরপর ঘরের দরজা একেঁ নিবো।
চতুর্থ ধাপ
এরপর আরেকটি ঘর একেঁ নিবো।
পঞ্চম ধাপ
এরপর এই ঘরেরও দরজা ও জানালা একেঁ নিবো।
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
এরপর দ্বিতীয় ঘরের পেছনে একটি কলাগাছ একেঁ নিবো।
অষ্টম ধাপ
এরপর আরও একটি গাছ ও ঘর একেঁ নিবো।
নবম ধাপ
এরপর ঘরের পেছনে কিছু ঘাস একেঁ নিবো।
দশম ধাপ
এরপর ঘরের সামনের গাছটিতে পাতা একেঁ নিবো।
একাদশ ধাপ
এরপর গাছটির নিচে আরও কিছু ঘাস একেঁ নিবো।
দ্বাদশ ধাপ
এরপর সম্পূর্ণ চিত্রটি কলমের সাহায্যে গাঢ়ো করে নিবো।
ত্রেয়দশ ধাপ
চর্তুদশ ধাপ
এরপর টিস্যুর সাহায্যে ঘষে নিবো।
পঞ্চদশ ধাপ
ষষ্ঠদশ ধাপ
এরপর বামপাশের গাছটির পাতায় রং করে নিবো।
সপ্তদশ ধাপ
এরপর কলাগাছটিকেও রং করে নিবো।
অষ্টাদশ ধাপ
এরপর ঘরের পেছনের ঘাসগুলো রং করে নিবো।
উনিশতম ধাপ
এরপর ঘরের চালে রং করে নিবো।
বিশতম ধাপ
এরপর আরও একটি ঘরের চালে রং করে নিবো।
একুশতম ধাপ
এরপর শেষের ঘরের চালে রং করে নিবো।
বাইশতম ধাপ
এরপর গাছটিকে রং করে নিবো।
তেইশতম ধাপ
এরপর বামপাশের ঘরের সামনে ও পেছনে রং করে নিবো।
চব্বিশতম ধাপ
এরপর ডানপাশের ঘরের সামনে রং করে নিবো।
পঁচিশতম ধাপ
ছাব্বিশতম ধাপ
এরপর রাস্তাটিকে রং করে নিবো।
সাতাইশতম ধাপ
এরপর ঘরের পিড়া এবং দরজা ও জানালা রং করে নিবো।
আঠাইশতম ধাপ
এরপর ঘরে রং করে নিবো।
শেষধাপ
পরিবেশন
ফটোগ্রাফির বিবরণ
Photographer | @anisshamim |
---|---|
Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
VOTE @bangla.witness as witness
OR
ছোটবেলায় এ ধরনের গ্রামীণ দৃশ্যের ছবি আঁকতাম অনেক ভালো লাগতো। আপনি খুবই সুন্দর ভাবে গ্রামীন দৃশ্যের ছবি অংকন করেছেন এবং খুবই সুন্দরভাবে আমাদের সাথে বর্ণনা করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার দৃশ্যটা দেখতে সত্যিই মনমুগ্ধকর হয়েছে। প্রথমে তো ছবি দেখে ভেবেছিলাম এটা কোনো ড্রয়িং বইয়ের ছবি। পরে ভালোভাবে পোষ্টের ভিতরে ঢুকে দেখলাম যে এটা আপনি অঙ্কন করেছেন। আপনার কাছ থেকে এরপরে আরো ভালো কিছু দেখতে পারবো আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা চিত্রাংকন সাথে শেয়ার করার জন্য।
খুব চমৎকার চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার আঁকা গ্রামীণ দৃশ্যের আর্ট খুবই চমৎকার হয়েছে। চিত্র অংকন এর মাধ্যমে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। এত চমৎকার গ্রামীণ পরিবেশের চিত্র অঙ্কন দেখে সত্যি খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চিত্র অঙ্কন শেয়ার করার জন্য।
বাহ্ ভাইয়া আপনি গ্রামীন পরিবেশে সুন্দর একটি চিত্রাংকন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
গ্রামের দৃশ্যের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। গ্রামের দৃশ্যের চিত্রাংকন করতে আমারও খুব ভালো লাগে। তবে আপনার অংকন সত্যিই খুব ভালো হয়েছে। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। খুব ভালো লাগলো চিত্রাংকনটি দেখে। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর চিত্রাংকন দেখতে পাবো আপনার কাছ থেকে। আপনার জন্য শুভকামনা রইল।
গ্রামীণ দৃশ্যের খুব সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রামীণ দৃশ্য গুলো দেখতে খুব সুন্দর দেখায়। আপনি ধাপে ধাপে চিত্র অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফাইনাল আউটলুক খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।
গ্রামীণ পরিবেশের অসাধারণ একটি দৃশ্য প্রস্তুত করেছেন সত্যি দেখে খুবই ভালো লাগছে।।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশনটা অসাধারণ ভাবে ফুটেছে।।
আপনার চিত্রের দিকে তাকালে যেন আমি হারিয়ে যাচ্ছি গ্রাম বাংলার সবুজ শ্যামল দৃশ্যের মাঝে।।
চিত্রাঙ্কনটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাই।
গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। গ্রামীণ প্রকৃতি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি আপনার অঙ্কনের মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ভাইয়া আপনার অঙ্কন চিত্রটি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
গ্রামীন পরিবেশের দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অংকন করা এই চিত্রর মধ্য দিয়ে গ্রামীণ পরিবেশের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। গ্রামীন মেঠো পথ কাঁচা বাড়ি সত্যি মনোমুগ্ধকর ছিল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।