" একটি গ্রামীণ দৃশ্যের রঙিন " চিত্রাঙ্কন।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা


কেমন আছেন?


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে প্রতিনিয়ত আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করি।সেই হিসাবে আজ ও আপনাদের মাঝে একটি নতুন চিত্রাঙ্কন নিয়ে হাজির হয়েছি।চিত্রঙ্কনটি হলো একটি গ্রামীণ দৃশ্যের রঙিন চিত্রাঙ্কন । আশাকরি, এই চিত্রাঙ্কনটিও আপনাদের ভালো লাগবে।



PXL_20230521_150714433.jpg

PXL_20230521_142650034~2.jpg

PXL_20230521_140508709.jpg

PXL_20230521_141408334.jpg

PXL_20230521_145308632.jpg


প্রয়োজনীয় উপকরণ


সাদা কাগজ
পেন্সিল
কলম
কার্টার
রাবার
পেন্সিল রং
মম রং
স্কেল


PXL_20230521_150535750.jpg


চিত্রাঙ্কনটির ধাপসমূহ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


Picsart_23-05-21_17-04-07-600.jpg


প্রথমে একটি সাদা কাগজ নিয়ে এর চারদিকে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিবো।

দ্বিতীয় ধাপ


PXL_20230521_103611164.jpg



এরপর একটি ঘর একেঁ নিবো।

তৃতীয় ধাপ


PXL_20230521_103802568.jpg



এরপর ঘরের দরজা একেঁ নিবো।

চতুর্থ ধাপ


PXL_20230521_104330431.jpg



এরপর আরেকটি ঘর একেঁ নিবো।

পঞ্চম ধাপ


PXL_20230521_104554796.jpg



এরপর এই ঘরেরও দরজা ও জানালা একেঁ নিবো।

ষষ্ঠ ধাপ


PXL_20230521_104902471.jpg


এরপর একটি প্রথম ঘরের পেছনে একটি বড় গাছ একেঁ নিবো।

সপ্তম ধাপ


PXL_20230521_105254800.jpg



এরপর দ্বিতীয় ঘরের পেছনে একটি কলাগাছ একেঁ নিবো।

অষ্টম ধাপ


PXL_20230521_105607395.jpg

PXL_20230521_110033275.jpg



এরপর আরও একটি গাছ ও ঘর একেঁ নিবো।

নবম ধাপ


PXL_20230521_110722992.jpg



এরপর ঘরের পেছনে কিছু ঘাস একেঁ নিবো।

দশম ধাপ


PXL_20230521_110844948.jpg



এরপর ঘরের সামনের গাছটিতে পাতা একেঁ নিবো।

একাদশ ধাপ


PXL_20230521_111312012.jpg



এরপর গাছটির নিচে আরও কিছু ঘাস একেঁ নিবো।

দ্বাদশ ধাপ


PXL_20230521_114109581.jpg



এরপর সম্পূর্ণ চিত্রটি কলমের সাহায্যে গাঢ়ো করে নিবো।

ত্রেয়দশ ধাপ


PXL_20230521_114434436.jpg


এরপর উপরে আকাশে জন্য মম রঙের সাহায্যে রং করে নিবো।

চর্তুদশ ধাপ


PXL_20230521_115000426.jpg



এরপর টিস্যুর সাহায্যে ঘষে নিবো।

পঞ্চদশ ধাপ


PXL_20230521_115444902.jpg

PXL_20230521_120306840.jpg


এরপর ডানপাশের গাছটির পাতায় পেন্সিল রং এর সাহায্যে রং করে নিবো।

ষষ্ঠদশ ধাপ


PXL_20230521_120702090.jpg

PXL_20230521_121445882.jpg



এরপর বামপাশের গাছটির পাতায় রং করে নিবো।

সপ্তদশ ধাপ


PXL_20230521_121609028.jpg

PXL_20230521_121911194.jpg



এরপর কলাগাছটিকেও রং করে নিবো।

অষ্টাদশ ধাপ


PXL_20230521_122425039.jpg



এরপর ঘরের পেছনের ঘাসগুলো রং করে নিবো।

উনিশতম ধাপ


PXL_20230521_124554133.jpg



এরপর ঘরের চালে রং করে নিবো।

বিশতম ধাপ


PXL_20230521_131435670.jpg



এরপর আরও একটি ঘরের চালে রং করে নিবো।

একুশতম ধাপ


PXL_20230521_131725965.jpg



এরপর শেষের ঘরের চালে রং করে নিবো।

বাইশতম ধাপ


PXL_20230521_132621084.jpg



এরপর গাছটিকে রং করে নিবো।

তেইশতম ধাপ



PXL_20230521_133330106.jpg



এরপর বামপাশের ঘরের সামনে ও পেছনে রং করে নিবো।

চব্বিশতম ধাপ


PXL_20230521_133710371.jpg



এরপর ডানপাশের ঘরের সামনে রং করে নিবো।

পঁচিশতম ধাপ


PXL_20230521_133952475.jpg

PXL_20230521_134918416.jpg


এরপর ছোট ছোট ঘাস ও বড় গাছের নিচের ঘাসে রং করে নিবো।

ছাব্বিশতম ধাপ


PXL_20230521_135616939.jpg



এরপর রাস্তাটিকে রং করে নিবো।

সাতাইশতম ধাপ


PXL_20230521_140011368.jpg

PXL_20230521_140508709.jpg



এরপর ঘরের পিড়া এবং দরজা ও জানালা রং করে নিবো।

আঠাইশতম ধাপ


PXL_20230521_141408334.jpg



এরপর ঘরে রং করে নিবো।

শেষধাপ


PXL_20230521_142401583.jpg


এরপর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলে আমি আমার সিগনেচার দেওয়ার জন্য প্রস্তুত হবো।

পরিবেশন


PXL_20230521_150714433.jpg

PXL_20230521_142650034~2.jpg

PXL_20230521_140508709.jpg

PXL_20230521_141408334.jpg

PXL_20230521_145308632.jpg


এরপর চিত্রাঙ্কনটির পাশে আমার সিগনেচার ও তারিখ দিয়ে নিবো।এভাবেই একটি গ্রামীণ দৃশ্যের রঙিন চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলো।

পরিশেষে,আমি চেষ্টা করেছি একটি গ্রামীণ দৃশ্যের রঙিন চিত্রাঙ্কনটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।আশাকরি,আপনাদের চিত্রাঙ্কনটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো নতুন নতুন চিত্রাঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এ পযর্ন্তই।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 last year 

ছোটবেলায় এ ধরনের গ্রামীণ দৃশ্যের ছবি আঁকতাম অনেক ভালো লাগতো। আপনি খুবই সুন্দর ভাবে গ্রামীন দৃশ্যের ছবি অংকন করেছেন এবং খুবই সুন্দরভাবে আমাদের সাথে বর্ণনা করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনার দৃশ্যটা দেখতে সত্যিই মনমুগ্ধকর হয়েছে। প্রথমে তো ছবি দেখে ভেবেছিলাম এটা কোনো ড্রয়িং বইয়ের ছবি। পরে ভালোভাবে পোষ্টের ভিতরে ঢুকে দেখলাম যে এটা আপনি অঙ্কন করেছেন। আপনার কাছ থেকে এরপরে আরো ভালো কিছু দেখতে পারবো আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা চিত্রাংকন সাথে শেয়ার করার জন্য।

 last year 

খুব চমৎকার চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার আঁকা গ্রামীণ দৃশ্যের আর্ট খুবই চমৎকার হয়েছে। চিত্র অংকন এর মাধ্যমে গ্রামীণ পরিবেশ খুব সুন্দর করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। এত চমৎকার গ্রামীণ পরিবেশের চিত্র অঙ্কন দেখে সত্যি খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চিত্র অঙ্কন শেয়ার করার জন্য।

 last year 

বাহ্ ভাইয়া আপনি গ্রামীন পরিবেশে সুন্দর একটি চিত্রাংকন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

গ্রামের দৃশ্যের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। গ্রামের দৃশ্যের চিত্রাংকন করতে আমারও খুব ভালো লাগে। তবে আপনার অংকন সত্যিই খুব ভালো হয়েছে। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। খুব ভালো লাগলো চিত্রাংকনটি দেখে। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর চিত্রাংকন দেখতে পাবো আপনার কাছ থেকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

গ্রামীণ দৃশ্যের খুব সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রামীণ দৃশ্য গুলো দেখতে খুব সুন্দর দেখায়। আপনি ধাপে ধাপে চিত্র অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফাইনাল আউটলুক খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

গ্রামীণ পরিবেশের অসাধারণ একটি দৃশ্য প্রস্তুত করেছেন সত্যি দেখে খুবই ভালো লাগছে।।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশনটা অসাধারণ ভাবে ফুটেছে।।
আপনার চিত্রের দিকে তাকালে যেন আমি হারিয়ে যাচ্ছি গ্রাম বাংলার সবুজ শ্যামল দৃশ্যের মাঝে।।

 last year 

চিত্রাঙ্কনটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। গ্রামীণ প্রকৃতি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি আপনার অঙ্কনের মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ভাইয়া আপনার অঙ্কন চিত্রটি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

গ্রামীন পরিবেশের দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অংকন করা এই চিত্রর মধ্য দিয়ে গ্রামীণ পরিবেশের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। গ্রামীন মেঠো পথ কাঁচা বাড়ি সত্যি মনোমুগ্ধকর ছিল।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64