বিভিন্ন সময়ে তোলা প্রকৃতির কিছু রেনডম ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে বিভিন্ন সময়ে তোলা প্রকৃতির কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।ছবিগুলো আমার খুব ভালো লেগেছে।।আশাকরি,প্রকৃতির রেনডম ফটোগ্রাফিগুলো আপনাদেরও ভালো লাগবে।


এখানে আমি মোট ৭ টি ফটোগ্রাফি শেয়ার করেছি আর এখানে করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ এবং প্রকৃতির । আর আপনাদের মধ্যে কার কোন ফটোগ্রাফিটি বেশি ভালো লাগেছে সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে।

asa.png



পরিবেশ দুষণের অন্যতম এই ইটের ভাটা।যদি এই ইটের ভাটা নিয়ম মনে তৈরি করা হয়, তবে কিছুটা হলেও পরিবেশ রক্ষা পায়।কিন্তু অর্থের লোভে মানুষের সেদিকে কোন খেয়াল নেই। তাই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য ইটের ভাটা।



Device: Google Pixel 4a
Taken on: 5 November 2023

asa.png


প্রকৃতির সৌন্দর্য আমাদের সবসময় মুগ্ধ করে।প্রানের মাঝে যেন শীতলতা অনুভূতির সৃষ্টি করে।তাইতো প্রকৃতি প্রেমি মানুষ প্রকৃতির সৌন্দর্য আহরণের জন্যে দেশ বিদেশে ঘুরছে।মাঝে মধ্যে বাড়ির সামনে সৌন্দর্যও অনেক টাকা-পয়সা ব্যয়ের সৌন্দর্যের চেয়ে দৃষ্টিনন্দন ও স্মৃতিমধুর হয়ে থাকে।হঠাৎ রাস্তার ধারে এই ফুল ও আকাশের দৃশ্যটি দেখে আমার কাছে এমনটা লেগেছে।যার দরুন সাথে সাথে ছবিটি ফটোগ্রাফি করি।



Device: Google Pixel 4a
Taken on: 10 December 2023

asa.png


ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে।যে যেভাবে পারছে সৃষ্টির সৌন্দর্যকে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করছে। আর শীতের মৌসুমের শুরুতে এই আকাশের দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তাই ফটোগ্রাফি করেছিলাম।



Device: Google Pixel 4a
Taken on: 20 November 2023

asa.png


কয়েকদিন আগে নানা বাড়ি যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীতে ফেরি পাড় হওয়া মুহূর্তে কিছু ফটোগ্রাফি।অবশ্য এই ফেরিঘাটটি নতুন হয়েছে।তাই সখ করে ফেরি দিয়ে নদী পাড় হলাম।



Device: Google Pixel 4a
Taken on: 8 December 2023

asa.png



শীতের সকালে সূর্য উঠার মূহুর্তের দৃশ্য কার না ভালো লাগে।আর আমার কাছে তো অসাধারণ লাগে।তাই শীতের সকালে হাঁটার সময় ফটোগ্রাফিগুলো করি ।


Device: Google Pixel 4a
Taken on: 8 December 2023

asa.png


সকালবেলা কুয়াশা আচ্ছন্ন পরিবেশে দেখতে খুবই সুন্দর লাগে।যদিও প্রচন্ড কুয়াশার কারনে সামনে কিছু ও দেখা যায় না। তারপরও ভালো লাগে।ব্রিজের উপর থেকে অতিথি পাখির দৃশ্যটি দেখে তো আমার কাছে ভিষণ ভালো লেগেছে।শীতপ্রধান দেশ থেকে এই অতিথি পাখিগুলো আমাদের দেশে আসে।অনেকদূর থেকে তোলা।তারপরও চেষ্টা করেছি ফটোগ্রাফি সুন্দর করে তোলার জন্য।



Device: Google Pixel 4a
Taken on: 8 December 2023

asa.png


সকালবেলা হাঁটার সময় ব্রিজের উপর থেকে অনেক দূরে বুড়িগঙ্গা শাখা নদীর উপর দীর্ঘ বাঁশের ব্রিজটি দেখতে পেলাম। আসলে এত বড় বাঁশের ব্রিজ এর আগে কখনও দেখা হয়নি। তাই সাথে সাথে ফটোগ্রাফি করেছিলাম



Device: Google Pixel 4a
Taken on: 8 December 2023

asa.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC (1).png

111.png




standard_Discord_Zip.gif



Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

বিভিন্ন সময় তোলা আপনার রেনডম ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে। প্রকৃতির এরকম সৌন্দর্য দেখতে সবাই খুব পছন্দ করে। আর যদি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। কুয়াশার মধ্য দিয়ে সূর্যটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। সকাল বেলার সূর্য দেখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন। এরকম সুন্দর ফটোগ্রাফির প্রশংসা করতে হয়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago (edited)

ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে আমার বরাবরই বেশ ভালো লাগে। কারন এতে অনেক ধরনের ছবি খুজে পাওয়া যায়। তবে আপনার ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে। কি সুন্দর কারেন্টের তারের উপর চাঁদ ওঠার ছবি এবং শীতের কুয়াশা ঘেরা খালের ছবি। দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে । বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফিতে কুয়াশা বিদ্যমান। দেখতে খুবই চমৎকার লাগছে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

অনেক সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো দেখে।
একটি ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারলাম।
বিশেষ করে নদী কেন্দ্রিক ফটোগ্রাফি এবং সূর্যোদয়ের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । দেখে মুগ্ধ হয়ে গেলাম । দেখতে খুবই ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে শীতকালের সূর্য উঠার মুহূর্তে আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 5 months ago 

বেশ অনেকগুলো ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনার এই পোস্ট দেখে। যেখানে চমৎকারভাবে উপস্থাপন করেছেন নদীর বুকের সুন্দর সুন্দর দৃশ্য গুলো। পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন সময়ের দৃশ্য।

 5 months ago 

আপনার তোলা বিভিন্ন সময়ের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে পেরে খুবই ভালো লাগলো। একদম অসাধারণ ভাবে আপনি সবগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷ এখানে আপনি খুবই ভালোভাবে বর্ণনাও দিয়েছেন৷

 5 months ago 

আসলেই প্রকৃতি অনেক বেশি সুন্দর সেজন্য প্রকৃতি সরাসরি দেখিয়ে কিংবা ছবিতে দেখি বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে কুয়াশাচ্ছন্ন চারিপাশ এমন পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63042.11
ETH 3047.49
USDT 1.00
SBD 3.91