সুস্বাদু ও মজাদার "কচুর লতি দিয়ে চিংড়ি মাছের " রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওরা রহমাতুল্লাহি অবারাকাতহু।


হায় বন্ধুরা

কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো।আজ আমি আপনাদের মাঝে সুস্বাদু ও মজাদার 'কচুর লতি দিয়ে চিংড়ি মাছের'রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি।রেসিপিটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল। আশাকরি,'কচুর লতি দিয়ে চিংড়ি মাছের' রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

received_727314011813862.jpeg

received_610339013938055.jpeg

received_775704887129171.jpeg

received_1202985933835572.jpeg

উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
লতি ৫০০ গ্রাম
চিংড়ি মাছ ১০০ গ্রাম
পেঁয়াজ কুঁচি ২ টির
কাঁচা মরিচ ৭ টি
রসুন কুঁচি ১ টির
আদা বাটা ১ চামচ
রসুন বাটা ১ চামচ
মরিচ ফাঁকি ১ চামচ
হলুদ ফাঁকি ১ চামচ
১০ জিরা ফাঁকি ১/২ চামচ
১১ তেজপাতা ১ টি
১১ লবন স্বাদমতো
১২ সয়াবিন তেল ১/৩ কাপ

উপকরণের ছবি



received_522253163027640.jpeg

received_566675404921387.jpeg

received_1018652158796455.jpeg

received_595661301949790.jpeg

received_1411423575988381.jpeg

received_719170909337228.jpeg

received_1120188102207540.jpeg

PXL_20220712_134107515.jpg

PXL_20220702_131633371.jpg

PXL_20220621_141845048.jpg

রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


PXL_20220702_133614949.jpg


চুলাতে একটি করাই বসাবো।


দ্বিতীয় ধাপ


received_3341969769381552.jpeg


এরপর করাইয়ে কাটা কচুর লতিগুলো দিয়ে দিবো।


তৃতীয় ধাপ


received_729095508348387.jpeg


এরপর একটু পানি দিয়ে কচুর লতিগুলো সিদ্ধ করে নিবো।


চতুর্থ ধাপ


received_711478833257994.jpeg

এরপর কচুর লতিগুলো সিদ্ধ হলে স্টেনারে ভালো করে পানি ছেঁকে নিবো।

পঞ্চম ধাপ


PXL_20220702_133614949.jpg


পুনরায় চুলাতে করাই বসাবো।

ষষ্ঠ ধাপ


received_756785312177245.jpeg


করাইয়ে সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিবো।


সপ্তম ধাপ


received_619643329242412.jpeg


এরপর কুঁচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিবো।


অষ্টম ধাপ


received_354333416883028.jpeg


রসুন কুঁচি দিয়ে দিবো।


নবম ধাপ


received_719102665988388.jpeg

পেঁয়াজ ও রসুন কুঁচি একটু ভাজার পর চিংড়ি মাছ দিয়ে দিবো।

দশম ধাপ



received_448066016881533.jpeg

এরপর চিংড়ি মাছের সাথে পেঁয়াজ ও রসুন কুঁচি আরেকটু ভেজে নিবো।

একাদশ ধাপ


received_541094451049333.jpeg

এরপর আদা ও রসুন বাটা, হলুদ ও মরিচ ফাঁকি, জিরা ফাঁকি এবং স্বাদমতো লবন দিয়ে দিবো।



দ্বাদশ ধাপ


received_611203306883284.jpeg


এরপর হালকা একটু পানি দিয়ে দিবো।


ত্রেয়দশ ধাপ


received_596046115282749.jpeg

পানি দেওয়া পর চিংড়ি মাছসহ মসলাগুলো ভালো করে কসিয়ে নিবো।



চর্তুদশ ধাপ


received_790798995416026.jpeg


এরপর সিদ্ধ করা কচুর লতিগুলো দিয়ে দিবো।


পঞ্চদশ ধাপ


received_413849237449319.jpeg


এরপর কচুর লতিগুলো ভালোভাবে মিশিয়ে একটু জাল দিয়ে উপরে কাঁচা মরিচগুলো দিয়ে দিবো।


ষষ্ঠদশ ধাপ


received_772155543929518~2.jpeg



রেসিপির উপরে তেজপাতা দিয়ে দিবো।

শেষ ধাপ


received_556015609564436.jpeg

এরপর হালকা আঁচে একটু জাল দিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার" কচুর লতি দিয়ে চিংড়ি মাছের"রেসিপি।

পরিবেশন


received_610339013938055.jpeg

received_727314011813862.jpeg

received_775704887129171.jpeg

received_1202985933835572.jpeg

পরিশেষে, সুস্বাদু ও মজাদার"কচুর লতি দিয়ে চিংড়ি মাছের " রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশাকরি আপনাদের ভালো লাগবে।ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভূল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পযন্তই।

Photographer @anisshamim
Device Google Pixel 4a

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

কচুর লতি দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। চিংড়ি মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যাতে আরো সুন্দর ও মজাদার রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 2 years ago 

কচুর লতি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। ‌‌ আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরিতে উৎসাহ যোগাবে। আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

কচুর লতি আমার খুবই প্রিয়। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এছাড়া মাঝে মাঝেই আমার বাসায় কচুর লতি দিয়ে শুটকি মাছ রান্না করা হয়। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে যেমন ভালো লাগে। তেমনি অনেক বেশি সুস্বাদু হয়। মজার এই রেসিপি তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার এত সুন্দর মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে উৎসাহ যোগাবে।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে রান্না করা যেকোনো রেসিপি দেখলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপির কালার কম্বিনেশন দেখে আমার ভীষণ ভালো লাগলো। দেখে তো ভীষণ লোভ লেগে গেছে আমার। ধন্যবাদ আপনাকে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কচির লতি আমার অনেক প্রিয় একটি সবজি। আপনি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি দেখে খুবই খেতে মন চাচ্ছে। আপনাদ জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমার তৈরি করা রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন যাতে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 2 years ago 

কচুর লতি আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে আর এই কচুর লতি দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আমি কয়েকদিন আগে খেয়েছি খুবই সুস্বাদু লেগেছিল। রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া করবেন যাতে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 2 years ago 

কচুর লতি এবং চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন এ ধরনের রেসিপি আমারও খুব ফেভারিট দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে

 2 years ago 

হা ভাইয়া রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর কচুর লতি দিয়ে চিংড়ি মাছের সুস্বাদু রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল চলে এসেছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে দারুন ভাবে উপস্থাপন করেছেন। কচুর লতি আমার খুবই প্রিয়। চিংড়ি মাছ হলে তো কথাই নেই। আপনাকে ধন্যবাদ আমার প্রিয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে উৎসাহ যোগাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা ও ঈদুল আজহার শুভেচ্ছা।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো।তবে আপনার পোস্টের মান উন্নয়নের জন্যে আপনাকে কিছু সাজেশন দিচ্ছি,
১।মার্কডাউন এর ব্যবহার বাড়াবেন।
২।উপকরণ এর ছবি ১,২ টাতে শেষ করার ট্রাই করবেন।অর্থাৎ উপকরণ গুলো পাশাপাশি রেখে একটা/দুইটা ছবি তুলবেন।তাহলে পোস্টটি দেখতেও ভালো লাগে।
এসব নিয়ম নয়,সাজেশন।

 2 years ago 

আপনার উপদেশমূলক মন্তব্যের অসংখ্য ধন্যবাদ আপু। আমার জন্য দোয়া করবেন,যাতে আপনাদের প্রতিটি সাজেশন মেনে পোস্ট করতে পারি।

 2 years ago 

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্নার খুবই চমৎকার একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন । চিংড়ি মাছ আমার খুবই প্রিয় আর কচুর লতি গ্রাম অঞ্চল গুলোতে খুবই বেশি পরিমাণে পাওয়া যায় তাই এই রেসিপিটি আমি খুবই বেশি পছন্দ করি। প্রতিটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটি রেসিপি তৈরি করতে হয়।

 2 years ago 

আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্য আমাকে আরো সুন্দর ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59841.39
ETH 2413.69
USDT 1.00
SBD 2.43