একটি প্রজাপতির ম্যান্ডেলা চিত্রাঙ্কন।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
রোজ-রবিবার।২১ ই,কার্তিক।১৪২৯,বঙ্গাব্দ।হেমন্তকাল।।
হায় বন্ধুরা
আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজও আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করেছি।আর সেই হিসেবে আজ আমি একটি প্রজাপতির ম্যান্ডেলা চিত্রাঙ্কন করে আপনাদের মাঝে উপস্থাপন করিলাম।আশাকরি,ম্যান্ডেলা চিত্রাঙ্কনটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
মার্কার কলম
চিত্রাঙ্কনটির ধাপগুলি নিচে দেওয়া হলঃ
প্রথম ধাপ
প্রথমে প্রজাপতির বডি এবংএরপর দুটি পাখার উপরের অংশ এঁকে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপর পাখার নিচের অংশ এঁকে নিবো।
তৃতীয় ধাপ
প্রজাপতির বডিটাকে মার্কার কলমের সাহায্যে কালো করে নিবো।
চতুর্থ ধাপ
একইভাবে মার্কার কলমের সাহায্যে প্রজাপতির পাখার চারপাশে কালো করে নিবো।
পঞ্চম ধাপ
এরপর আমি প্রজাপতির পিছনের পাখার ডিজাইন করে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর সামনে পাখার কিছু অংশ ডিজাইন করে নিবো।
সপ্তম ধাপ
এরপর সামনের পাখার সম্পূর্ণ অংশ এঁকে নিবো।
অষ্টম ধাপ
এরপর নিচের পাখাটাকেও একইভাবে ডিজাইন করে নিবো।
নবম ধাপ
এরপর আমি আমার নিজের সিগনেচার দিয়ে সাথে তারিখ দিয়ে দিলাম।
চুড়ান্ত ধাপ
এভাবেই সম্পন্ন হয়ে গেল প্রজাপতির ম্যান্ডেলা চিত্রাঙ্কনটি।
ফটোগ্রাফির বিবরণ
Photographer | @anisshamim |
---|---|
Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা, মজার মজার রেসিপি তৈরি করা ও চিত্রাঙ্কন করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
প্রজাপতির ম্যান্ডেলা বেশ দারুন হয়েছে। এভাবে ম্যান্ডেলা আর্ট করলে দেখতে আমার খুব ভালো লাগে। বুঝাই যাচ্ছে, আপনি অনেক সময় নিয়ে এই ম্যান্ডেলাটি আর্ট করেছেন।এটা রঙিন কলম দিয়ে আর্ট করলে আরো আর্কষণীয় লাগতো।প্রতিটি ধাপ আপনি খিব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে
হা আপু,এ ধরনের ম্যান্ডেলা আর্টে একটু সময় লাগে। আর যখন আর্ট করি বাসায় রঙিন কলম ছিল না।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
হা ভাই, ঠিক বলেছেন, এ ধরনের ম্যান্ডেলা একটু সময় ও ধৈর্য নিয়ে অঙ্কন করতে হয়।না হলে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় না।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
খুবই সুন্দর প্রজাপতির ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আপনার ম্যান্ডেলা চিত্র অংকনটি আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন দেখে আরো বেশি ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে এমনিতেই অনেক ভালো লাগে, তারপর আবার এত সুন্দর একটি প্রজাপতি দেখতে কার না ভালো লাগে বলুন। এরকম একটি প্রজাপতি ম্যান্ডেলা আর্ট বহুদিন আগে আমিও করেছিলাম আজ আপনারটা দেখে আমারটির কথা মনে পড়ল। আপনার আর্টটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
আমার ম্যান্ডেলা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
পোস্টের সৃজনশীলতা আনা আমাদের খুবই দরকার।আপনি পোস্টের সৃজনশীলতা রক্ষার্থে নতুন নতুন পোস্ট শেয়ার করতেছেন।আপনার পোস্টের ধরণ দেখে আমার খুব ভাল লাগে।আপনি খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করে একটি প্রজাপতি অংকন করেছেন।প্রজাপতিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি প্রজাপতি কিভাবে আর্ট করতে হয় তা আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে তা দেখিয়েছেন।
হা আপু,পোস্টে সৃজনশীলতা হলে পোস্টের মানের পাশাপাশি দেখতও সুন্দর লাগে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনি অনেক সুন্দর করে প্রজাপতির ম্যান্ডলা অংকন করেছেন।ম্যাডলা আর্টটি আমার কাছে অনেক চমৎকার লেগেছে। আপনার উপস্থাপনা অনেক ভালো ছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
খুবই সুন্দর একটি মান্ডালা প্রস্তুত করেছেন একটি প্রজাপতির। আসলে ম্যান্ডেলা চিত্রগুলা প্রস্তুত করতে গেলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় আপনার চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে এটি প্রস্তুত করেছেন।।
একটি চিত্রের মাঝে হাজারো নকশা ফুটিয়ে তুলেছেন এই জন্যই চিত্রটি দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল
আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্য আমাকে আরো সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভাইয়া।
খুবই দক্ষতার সাথে প্রজাপতির ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন।অংকনটি আমার খুবই ভালো লেগেছে। এতো সুন্দরভাবে আপনি অঙ্কন করেছেন। যা আমার খুব ভালো লেগেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।