কিছু রেনডম ফুল ও অন্যান্ন ফটোগ্রাফি ।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশাকরি,ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।

Polish_20230115_230005010.jpg


এখানে আমি কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি।আর এখানে করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ এবং পরিচিত-অপরিচিত কিছু ফুল ,গাছ ও অন্যান্ন।আর আপনাদের মধ্যে কার কোন ফটোগ্রাফিটি বেশি ভালো লাগেছে সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে।

asa.png

Picsart_23-01-15_22-50-16-329.jpg

IMG-20230114-WA0046.jpg

IMG-20230114-WA0047.jpg

IMG-20230114-WA0049.jpg


গতকাল অনেকদিন পর আমার আমার এক বন্ধুর সাথে একটি হাঁসের খামারে গিয়েছিলাম।আসলে আমারও এক সময় খামার করার সখ ছিল।কিন্তু সময় স্বল্পতার দরুন আর হয়ে উঠেনি।আর এক একটি রাজহাঁসের দাম শুনে তো অবাক হলাম।অবশ্য বর্তমানে অনেক জিনিসের দামই বেড়েছে।খাঁচার মধ্যে রাজহাঁসকে শান্ত দেখাচ্ছে।আর এই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

PXL_20230114_062107613.MP.jpg

রাস্তা দিয়ে যাওয়ার সময় ফুলসহ গাছের দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

WhatsApp Image 2023-01-14 at 22.52.022345.jpg


রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাড়ির গেইটে ফুলের দৃশ্যটি দেখতে পাই।আর তা আমার কাছে খুব ভালো লাগে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

WhatsApp Image 2023-01-14 at 22.52.0212.jpg

WhatsApp Image 2023-01-14 at 22.52.034.jpg

WhatsApp Image 2023-01-14 at 22.52.03.jpg

রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ছোট একটি ফুলের বাগান দেখি।যদিও সেখানে দু’এক প্রজাতির ফুল ছিল।আর কমবেশি সকলেই এই ফুলের সাথে পরিচিত।এক সময় গ্রামের প্রায় বাসায় গাধা ফুল দেখা যেত।অবশ্য এখন খুব একটা চোখে পরে না।যাইহোক গাধা ফুলের দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

WhatsApp Image 2023-01-14 at 22.52.02.jpg

রাস্তা দিয়ে যাওয়ার সময় ফুলের গাছটি লক্ষ্য করলাম যেন অযত্নে পরে আছে।এই ফুলটি আমার কাছে খুব ভালো লাগে। ফুলের গাছটি অযত্নে পরে থাকার পরও যেন খুব সুন্দর লাগছে।ফুলের দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

123.jpg

হাঁসের খামার থেকে বাসায় আসার পথে জমির পাশ দিয়ে হাঁটছি ।এমন সময় সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি চোখে পড়ে এবং আমার কাছে তা খুবই ভালো লাগে।আর সাথে সাথে তা ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

IMG-20230114-WA0010.jpg

বাসায় আসার পথে রাস্তার ধারে এই ফুলের গাছটি দেখতে পাই।আমার কাছে তা খুবই ভালো লাগে।আর সাথে সাথে তা ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

Picsart_23-01-15_22-53-02-194 (1).jpg

Picsart_23-01-15_22-51-20-641.jpg

Picsart_23-01-15_22-51-45-989.jpg

IMG-20230114-WA0001 (1).jpg

এমন সময় মাগরিবের আজান দেওয়া হয়।আমরা দুই বন্ধু সেখানে নামাজ পড়ি।নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হবো তখনই মসজিদের সামনে ছোট এই ফুলের বাগানটি চোখে পড়ল । আর সাথে সাথে তা ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

IMG-20230114-WA0000 (4).jpg

পরিশেষে যখন ট্রলার দিয়ে নদী পাড় হবো তখন নদীর পাড়ে প্রচন্ড ঢেউ লক্ষ্য করলাম।যেন সমুদ্র পাড় হচ্ছি বা সী বীচে আছি।ঢেউয়ের দৃশ্যটিও আমার কাছে খুব ভালো লাগে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি।


Device: iphone 12 pro max
Taken on: 14 January 2023

asa.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC (1).png

111.png

Heroism_3rd.png

আমার পরিচিতি


IMG_1123.JPG

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

এখন শীতের সময় আর এই শীতকালে চারদিকে ফুলের সমরহ।শীতের সময় সব থেকে বেশি ফুল ফুটতে দেখা যায়। আর এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে সব থেকে বেশি ভালো লেগেছে হাসের খামারের আসার সময় যে সূর্যের ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর একটি দৃশ্য এখানে ফুটে উঠেছে।

 2 years ago 

হা ভাইয়া, শীতের মৌসুমে প্রচুর পরিমানে ফুল ফোটে,যা দেখতে খুবই ভালো লাগে।আর গ্রামের নদীর পাড় থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য গ্রামে গেলে আমি প্রায়ই দেখি থাকি।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফুল ও অন্যান্য ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। আপনারা দুই বন্ধু মিলে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন। আর আপনি ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে ট্রলার দিয়ে নদী পার হওয়ার দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি দারুণ দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এর সাথে আবার দেখি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালই লাগলো। আর হ্যাঁ রাজহাঁস খাঁচার ভিতর দেখি বেশ শান্তি ছিল। কিন্তু রাজহাঁস গুলা যদি বাইরে থাকতো তাহলে গলা আগিয়ে দিয়ে কামড়াতে চলে আসতো। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই রাজহাস বড়ই খারাপ জিনিস, কত যে দৌড়ানি খেয়েছি এই রাজ হাসের।যাই হোক আপনার প্রত্যেকটি ফটোগ্রাফই বেশ সুন্দর হয়েছে।বিশেষ করে গাদা ফুলের ফটোগ্রাফ গুলো।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমানে সবকিছুর অনেক দাম বেড়েছে। বিশেষ করে রাজহাঁসের দাম অনেক বেড়েছে। শীতের সময় হাঁসের দাম সত্যি অনেক বেড়ে যায়। আপনার পোস্টে ভিন্নতা আনার জন্য দারুন ভাবে এই ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো। আপনার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

এত বড় বড় রাজহাঁস দেখলে অনেক ভয় লাগে। এই হাঁস মানুষ দেখলেই তাড়া করে। তবে হাঁসগুলো দেখে অনেক ভালো লাগলো। এছাড়া আপনি রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। এরপর মসজিদে সামনে এত সুন্দর গাঁদা ফুলের গাছ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবশেষে এত সুন্দর ভাবে সূর্যাস্তের ফটোগ্রাফি করেছেন যা দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার ভাবে ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে শীতকালীন বিভিন্ন ফুলের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি একটি হাঁসের খামার ও সন্ধ্যাকালীন সূর্য অস্ত্র যাওয়ার দৃশ্য তুলে ধরেছেন। এদিকে নদী পার হওয়ার দৃশ্য ও পাশাপাশি সম্পর্কে তথ্য তুলে ধরেছেন যা পড়ে আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লেগেছে ভাইয়া।সর্বোপরি আপনার উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো সুন্দর ও চমৎকার ফটোগ্রাফি করতে উৎসাহ যোগাবে।

 2 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ।‌ প্রতিটি ফটোগ্রাফি আপনি দারুন ভাবে কেপচার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। চমৎকার এই ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার এত সুন্দর মন্তব্য আমাকে আরো সুন্দর ও চমৎকার ফটোগ্রাফি করতে অনুপ্রেরণা যোগাবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63