।। বসন্তের নয়নাভিরাম ৫০টি ফুলের ফটোগ্রাফির শেষ পর্ব।। ১০% @shyfox এবং ৫% @abb-school এর জন্য বেনিফিশিয়ারি।

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার/আদাব বন্ধুরা,

আমি অমিতাব "আমার বাংলা ব্লগ " এর এপার বাংলা এবং ওপার বাংলার সকল বাংলা ভাষাভাষীকে জানাই ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা। আশাকরি সকলে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি।
আমি গত ২টি পর্বে আপনাদের জন্য "আমার বাংলা ব্লগে" ঋতুরাজ বসন্তের নয়নাভিরাম ৫০টি ফুলের ফটোগ্রাফির ২টি পর্ব উপস্থাপন করেছিলাম। অদ্য শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি, আশাকরি এটি আরও ভালো লাগবে আপনাদের। গত পর্বের শুরুতে ঋতুরাজ বসন্তের প্রতিক শিমুল ফুল দিয়ে শুরু করেছিলাম। কিন্তু অদ্য বসন্তের অন্যতম প্রতিক বর্তমান সময়ের দুষ্প্রাপ্য এবং বিলুপ্ত প্রায় আশির কাটা ফুল দিয়েই শুরু করছি।

বসন্তের বাহারি ফুলের শেষ পর্ব

আলোকচিত্র-০১

IMG_20220325_165858453_AI~3.jpgউপরের ফুলের গাছটি গ্রাম্য ভাষায় আশির কাটা নামে পরিচিত। কিন্তু এটি বর্তমানে খুজে পাওয়া দুস্কর।

আলোকচিত্র-০২

IMG_20220319_125140348_AI~3.jpg উপরের ফুলের গাছটি গ্রাম্য ভাষায় বেগুনি কড়ি ফুল নামে পরিচিত।

আলোকচিত্র-০৩

IMG_20220309_131950256_AI~3.jpg উপরের ফুলের ছবি গুলো বিভিন্ন প্রকার ডালিয়া ফুলের একটি বাগান।

আলোকচিত্র-০৪

IMG_20220309_131939886_AI~3.jpg উপরের ফুলের ছবি গুলো গার্ডেন কসমস নামে পরিচিত ।

আলোকচিত্র-০৫

IMG_20220309_131842904_AI~3.jpg উপরের ছবিতে লাল ঋষি ফুলের একটি মনোরম বাগান দেখা যাচ্ছে।

আলোকচিত্র-০৬

IMG_20220329_150534133_AI~3.jpg উপরের ছবিটি পথের ধারে নাম না জানা বুনো ফুল।

আলোকচিত্র-০৭

IMG_20220329_150433256_AI~3.jpg উপরের ছবিটি পথের ধারে নাম না জানা বুনো ফুল।

আলোকচিত্র-০৮

IMG_20220329_150210914_AI~3.jpg উপরের ছবিটির ফুলের থোড়াগুলি দেখতে আমের মুকুলের ন্যায় হলেও এটি কিন্তু পথের ধারে নাম না জানা বুনো ফুল।

আলোকচিত্র-০৯

IMG_20220329_152401234_AI~3.jpg উপরের ছবিটিও বুনো সাদা টগর ফুল, এ ফুলেরও সুগন্ধি রয়েছে।

আলোকচিত্র-১০

IMG_20220329_152048091_AI~3.jpg উপরের ছবিটির ফুলসহ গাছটিও একটি পথের ধারে নাম না জানা বুনো ফুল।

আলোকচিত্র-১১

IMG_20220329_152806834_AI~3.jpg উপরের ছবিটি পথের ধারে ফোটা অবহেলিত হাতি শুড় ফুল নামে পরিচিত।

আলোকচিত্র-১২

IMG_20220329_153010474_AI~3.jpg উপরের ছবিটির ফুলসহ গাছটিও একটি পথের ধারে নাম না জানা বুনো ফুল।

আলোকচিত্র-১৩

IMG_20220329_153229485_AI~3.jpg উপরের ছবিটির ফুলটিকে তেলাকুচা বলে। এটিও একটি বুনো ফুল।

আলোকচিত্র-১৪

IMG_20220329_153905169_AI~3.jpg উপরের ছবিটি গ্রাম্য ভাষায় গাছ কালাইয়ের গাছ।

আলোকচিত্র-১৫

IMG_20220329_154020209_AI~2.jpg উপরের ছবিটি জংলী টগর ফুল, এ ফুলের গন্ধ অত্যান্ত সুগন্ধি।

আলোকচিত্র-১৬

IMG_20220325_165945324_AI~2.jpg উপরের ছবিটি পথের ধারে ফোটা অবহেলিত শিয়াল কাটা ফুল।

বন্ধুরা আদ্য ঋতুরাজ বসন্তের বাহারি ফুলের শেষ পর্বের ফটোগ্রাফি এ পর্যন্ত্যই, আবার কথাহবে নতুন কিছু নিয়ে । সকলের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে শুভরাত্রি।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
cameraSymphony Android phone.
modelZ-35
ঠিকানাপীরগঞ্জ, রংপুর-বাংলাদেশ।
locationw3w
Sort:  
 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের সমন্বয়ে এই ফটোগ্রাফি পর্বটি সাজিয়েছে তবে আমার কাছে সবচেয়ে লাল টকটকে রংয়ের ঋষি ফুলের ছবি বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আজকে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বসন্তের কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফিক গুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল আমি যেন একটি ফুল বাগানের মধ্যে প্রবেশ করে গিয়েছি। শিয়ালকাঁটা ফুলটি কাম অঞ্চলগুলোতে অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ধারণ করা বসন্তের প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ লাগছে ভাইয়া। আপনার ফটোগ্রাফির হাত যে আসলেই অনেক ভালো তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আপনার উপস্থাপনা বেশ দারুন হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ৫ নাম্বার ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভিন্ন ভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি দেখলে সত্যিই ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার মন ছুঁয়ে গেছে। অসাধারণ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফুল দেখতে অনেক সুন্দর লাগছে । বসন্তের এই ফুলগুলো সত্যি অনেক সুন্দর দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ‌আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গার্ডেন কসমস ফুলের ফটোগ্রাফিকে আমার কাছে সত্যি অসাধারণ মনে হয়েছে । এছাড়াও আপনি প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ক্যাপচার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। ধন্যবাদ ভাই আপনাকে এমন চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি। আপনার ফুলের ফটোগ্রফি দেখে আমার খুব ভালো লেগেছে। সত্যি আপনার ধৈর্যের প্রশংসা করতে হয় আপনি যে ফুলগুলো ফটোগ্রাফি করেছেন সেই ফুলগুলো সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। বুঝতে পারছি আপনি অনেক কষ্ট করে ফুলের ফটোগ্রাফি করেছেন। সুন্দর সুন্দর ফটোগ্রফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এরকম ফুলের ফটোগ্রাফি দেখলে তো খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফুল দেখতে অসাধারন ছিল ধন্যবাদ আপনাকে।

বসন্তের বাহারী ফুলগুলোকে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রতিটা ফুল দেখতে ভালই লাগতেছে। তবে আরেকটু ব্যাখ্যা করলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62684.33
ETH 2456.60
USDT 1.00
SBD 2.66