।। লেভেল ০৩ হতে আমার অর্জন ।। ১০% @shy-fox এবং ৫% বেনিফিশিয়ারি @abb-school এর জন্য। ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

২৯/০৩/২০২২ইং।

নমস্কার বন্ধুরা

সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আশাকরি সকলে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কুশলে আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। "আমার বাংলা ব্লগের" শিয়াল পন্ডিতের পাঠশালার লেভেল ০৩ এর লেকচার শিট ও এবিবি স্কুল এর ক্লাস করে যা শিখেছি তা নিম্নে সংক্ষিপ্ত আকারে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি।

IMG_20220329_142006827_AI~2.jpg

লেভেল ০৩ অর্জন সমূহ

১। প্রশ্ন-মার্কডাউন কি?

উত্তরঃ- পোস্টের লেখাকে আকর্ষণীয় করে তোলার জন্য যে সকল কোড ব্যবহার করা হয় সেগুলোকেই মার্কডাউন বলা হয়।

২। প্রশ্নঃ-মার্কডাউন কেন গুরুত্বপূর্ণ?

উত্তরঃ-মার্কডাউন কোড এর ব্যবহার ছাড়া লেখার শ্রীবৃদ্ধি অথবা আকর্ষণীয় করা সম্ভব নয়। যেকোনো লেখা পাঠকের কাছে আকর্ষণীয় করে তুলতে হলে অবশ্যই মার্কডাউন কোড ব্যবহার করতে হবে। মার্কডাউন কোড ব্যবহার করে আমরা নিম্নলিখিত পরিবর্তন আনতে পারি। যেমনঃ-
(ক) হেডলাইন মোটা, ছোট, বড় এবং মাঝারি করণ।
(খ) ছবি ডানে, বামে, উপরে এবং নিচে সরানোর কাজ ।
(গ) সোর্স উল্লেখ করার কাজ।
(ঘ) টেবিল তৈরি এবং লেখা ইতালিক করন। এবং
(ঙ) পোস্টের কমেন্ট কোট করা সহ পাঠকদের নিকট লেখার গুরুত্ব বাড়ানোর জন্য মার্কডাইন কোড অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

৩। প্রশ্নঃ-লেখার মধ্যে মার্কডাউনের কোট গুলোর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করা যায়?

উত্তরঃ-লেখার শুরুতে ৪টি স্পেস দিলেই মার্কডাইন কোডগুলোর দৃশ্যমান ঘটানো যায়। যেমনঃ-

< h3> মার্কডাউন কোডগুলো দৃশ্যমান < /h3>

৪। প্রশ্নঃ-নিম্নের টেবিলটি কিভাবে তৈরি হয়েছে? এর মার্কডাউন কোড গুলো উল্লেখ করুন।

উপকরনপরিমানধরন
আম২টিকাঁচা
জাম৫০০গ্রামপাকা

উত্তরঃ-মার্কডাউন কোডগুলো নিম্নরূপঃ-

|উপকরন|পরিমান|ধরন|
|------|-----|-----|------|
|আম|২টি|কাঁচা|
|জাম|৫০০গ্রাম|পাকা|

৫। সোর্স উল্লেখ করার নিয়ম কি?

উত্তরঃ-সোর্স উল্লেখ করার নিয়ম নিম্নরূপঃ- যেমন-
[তৃতীয় বন্ধনী ভিতর লিখতে চাই অথবা সোর্স লিখতে হবে। ] এবং ( প্রথম বন্ধনের মধ্যে পেজ অথবা ওয়েবসাইটের লিংক পেস্ট করতে হবে।) যেমনঃ- সোর্স

৬। প্রশ্নঃ-১ থেকে ৬ পর্যন্ত বৃহৎ ও ক্ষুদ্র হেডারের কোড গুলো লিখুন।

উত্তরঃ-নিম্নলিখিত নিয়মে লেখা ক্ষুদ্র ও বৃহৎ করা যায়। যেমনঃ-লেখার শুরুতে হ্যাশ ব্যবহার করে লেখা ছোট-বড়-মাঝারি করা যায়।

১টি হ্যাশ দিলে অনেক বড় আকার হয়।
২টি হ্যাশ দিলে বড় আকার হয়।
৩টি হ্যাশ দিলে মাঝারি আকার হয়।
৪টি হ্যাশ দিলে ছোট আকার হয়।
৫টি হ্যাশ দিলে অনেক ছোট হয়।
৬টি হ্যাশ দিলে টিনি আকার হয়।
যেমনঃ-
#h1
##2
###h3
####h4
#####h5
######h6

৭। টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড লিখুন।

উত্তরঃ- লেখার প্যারাগ্রাফ গুলোকে গুছিয়ে উপস্থাপন করার জন্য টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড ব্যবহার করা হয়। যেমন-

<div class="text-jutify>প্যারাগ্রাফ গুলো প্যারাগ্রাফ গুলোর মাঝে অবশ্যই br দিতে হবেে।

৮। কন্টেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে।

উত্তরঃ- লেখার মধ্য সৃজনশীলতা জ্ঞান অভিজ্ঞতা এই তিনটি দিকের প্রকাশ পেলেই কনটেন্ট হিসেবে ধরে নেয়া হয়। কারণ জ্ঞান অভিজ্ঞতা ও সৃজনশীলতার মাধ্যমেই একটব কোয়ালিটি ফুল পোস্ট এর বহিঃপ্রকাশ ঘটে ।

৯। কোন বিষয়ের উপর ব্লগ লিখতে গেলে সেই বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক কেন?

উত্তরঃ-কারণ যে বিষয়ের উপর বলুক লিখবেন সেই বিষয়ে পর্যাপ্ত ধারণা বা সম্যক জ্ঞান না থাকলে, সে লেখার মধ্যে সৃজনশীলতা আসবেনা।

১০। যদি প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 হয় তবে কোন পোস্টে $7 এর ভোট দিলে কত $[USD] কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে?

উত্তরঃ-সে ক্ষেত্রে কিউরেটর হিসেবে $3[USD] কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে।

১১। অধিক কিউরেশন রিওয়ার্ড পাওয়ার উপায় কি?

উত্তরঃ-অধিক কিউ রেশন পেতে হলে হাই কোয়ালিটি ফুল পোস্ট করার ৫মিনিটের মধ্যে ভোট দিতে হবে। সেই পোস্টে যদি বড় ভোট পড়ে সে ক্ষেত্রে অধিক কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে।

১২। নিজে কিউ রেশন করলে বেশি আর্ন হবে না @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তরঃ- @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ আমরা কোয়ালিটিফুল পোস্ট খুঁজে ভোট দিতে পারিনা। কিন্তু @Heroism কোয়ালিটিফুল পোস্ট খুঁজে ভোট দিয়ে থাকেন।

এই ছিল আমার লেভেল ০৩ পাঠশালা থেকে আমার অর্জন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই। শুভ সকাল।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম@amitab
cameraSymphony Mobile phone.
modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।

@alsarzilsiam
#abb-level03

Sort:  
 3 years ago 

আপনার উপস্থাপনা টি ভালো ছিলো, সব গুলো প্রশ্নে সঠিক ভাবে উত্তর দেওয়ার চেস্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনি খুবই সুন্দর করে লেভেল 3 এর পরীক্ষা দিয়েছেন খুবই ভালো লাগছে। আর লেভেল 3 এর বিষয়গুলো আমাদের পোস্টের কোয়ালিটি বাড়াতে অনেক বেশি সাহায্য করে। আপনার পরর্বতী লেবেলের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

Level3 থেকে আপনি অনেক কিছু শিখেছি তা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। সেইসাথে আপনি যে ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছেন তার প্রমাণ পাওয়া গেল আপনি খুব সুন্দর ভাবে level3 সবগুলো প্রশ্নের উত্তর নিখুত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago (edited)

আপনি লেভেল ৩, পরীক্ষা দিয়েছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেও ক্লাসগুলো করে পরীক্ষা দিয়ে আজ ভেরিফাইড হয়েছে। আপনার জন্য অপেক্ষায় রইলাম বাই। আপনার জন্য শুভকামনা রইল।

@amitab
ক্ষমা করবেন ভাইজান

আমার
লেখায় বানানটি ভুল রয়েছে

 3 years ago 

ধন্যবাদ ভাই, ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। পুনরায় সংশোধন করেছি।

 3 years ago 

আপনি level3 থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। পরবর্তী লেভেলের জন্য প্রস্তুতি নিন আপনার জন্য শুভকামনা রইল।

লেভেল ০৩ হতে অনেক সময় শিক্ষা নিতে পেরেছেন ভাই। আমিও এভাবে ভেরিফাই হয়েছে। আবারও বলব সবগুলো ক্লাস নিয়মিত করে তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যা। দোয়া রইল ভাইয়া। 💞💞

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম লেভেল থ্রির ক্লাসগুলো চমৎকার করেছেন এবং সবকিছু ভালোভাবে আয়ত্ত করেছেন। লেভেল থ্রির ক্লাসগুলো তে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের শেখানো হয়। এভাবে পরবর্তী লেভেল গুলোতে উত্তীর্ণ হয়ে একজন ভালো ইউজার হিসেবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার অবস্থান করে নেবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা

 3 years ago 

level3 এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। যেটা আপনার সফলতা দিকে এগিয়ে নিয়ে যাবে ।সেটাই কামনা করি আপনার জন্য শুভকামনা রইল।

আপনি তো দেখছি খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিয়েছে। এইতো আপনি কয়দিন আগে আমার বাংলা ব্লগ কমিউনিটি কমিউনিটি তে জয়েন করলেন আর খুব তাড়াতাড়ি লেভেল 3 তে পৌঁছে গেছেন। সত্যিই অনেক ভালো ব্যাপার। শুভেচ্ছা রইল যেন খুব তাড়াতাড়ি আপনি একজন ভেরিফাইড মেম্বার এ পরিণত হন।

 3 years ago 

লেভেল-৩ এর বিষয় গুলো আমাদের পোস্ট কোয়ালিটি বাড়াতে সাহায্য করে৷ আপনি অনেক সুন্দর ভাবে বিষয়গুলো বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা, এভাবেই এগিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68331.57
ETH 2650.11
USDT 1.00
SBD 2.69