।। টার্গেট ডিসেম্বর সিজন-২ এ আমার অংশগ্রহণ।। 10% shy-fox beneficiary।।
১৪ই অক্টোবর/২০২২ইং।
রোজঃ শুক্রবার।
বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমি "আমার বাংলা ব্লগ আয়োজিত" ডিসেম্বর সিজন-২, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিয়মিত প্রতি সপ্তাহে ১০ স্টিম করে পাওয়ার-আপ করে আসছি। আজ ও আমি প্রতিযোগিতার ৪০তম সপ্তাহে অংশগ্রহণ করে আমার ২০ স্টিম পাওয়ার-আপ করছি।
পাওয়ার-আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। ব্লগ জগতে দীর্ঘদিন টিকে থাকা এবং অর্জিত লক্ষ্যে পৌঁছাতে হলে পাওয়ার-আপ এর বিকল্প নেই। আমি ডিসেম্বরের মধ্যে আমার পাওয়ার আপের টার্গেট করেছি ২০০ স্টিম। আজ আমার পাওয়ার-আপের ১৬তম সপ্তাহ সম্পাদন করছি। আজকের সপ্তাহ পর্যন্ত আমার সর্বমোট ১৭০ স্টিম পাওয়ার আপ সম্পাদন হইল। নিম্নে আমার পাওয়ার আপের প্রক্রিয়াটি উপস্থাপন করলাম।
।। ১০ স্টিম পাওয়ার-আপ প্রক্রিয়া।।
বর্তমানে আমার ওয়ালেটে স্টিম ব্যালেন্স রয়েছে=২৬২.৮৮১ স্টিম এবং স্টিম পাওয়ার ব্যালেন্স রয়েছে=৫১৭.১০৯স্টিম। এবার আমি পাওয়ার আপ করার জন্য স্টিম ব্যালেন্সের তীর চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই পাওয়ার আপের একটি অপশন চলে আসলো।
পাওয়ার-আপ অপশনটিতে ক্লিক করা মাত্রই নিম্নের অপশনটি চলে আসলো।
অপশনটিতে আমার পাওয়ার-আপের ১০স্টিম বসিয়ে দিয়ে পাওয়ার-আপ অপশনটিতে টাচ্ করা মাত্রই নিম্নের অপশনটি চলে আসলো।
এরপর ok অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গেই পাওয়ার আপ করার জন্য পাসওয়ার্ড কি অপশন চলে আসলো। দুঃখের বিষয় মোবাইলের সমস্যা জনিত কারণে পাসওয়ার্ড কি বসানোর স্ক্রিনশটটি নিতে পারিনি আমার পাসওয়ার্ড কি বসিয়ে দিয়ে singing করার সঙ্গে সঙ্গেই আমার পাওয়ার আপ কার্য সম্পাদন হয়ে গেল
পাওয়ার-আপ সম্পাদন করার পর আমার বর্তমান স্টিম ব্যালেন্স অবশিষ্ট রয়েছে=২৫২.৮৮১স্টিম। এবং পাওয়ার আপ ব্যালেন্স দাঁড়িয়েছ=৫২৭.১০৯স্টিম।
বন্ধুরা, এই ছিল আজকে আমার টার্গেট ডিসেম্বর সিজন-২, প্রতিযোগিতা সপ্তাহ-৪০ এ অংশগ্রহণের মাধ্যমে আমার ১০ স্টিম পাওয়ার-আপ এর প্রক্রিয়া সম্পাদন। আজকের মত এখানেই বিদায় সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় শুভ বিকাল।
নাম | শ্রী ফণিভূষণ রায় অমিতাব। |
---|---|
User Id | @amitab |
Camera | Symphony Mobile phone. |
Mobile Phone Model | Z-35. |
Photo Location | Vendari. |
Photo design | Picsart Photo & Video Editor. |
My Address | Vendabari Prigonj Rangpur Bangladesh. |
পাওয়ার আপ করা মানে হচ্ছে নিজের অ্যাকাউন্ট কে শক্তিশালী করা। আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন, তার মানে আপনি আপনার একাউন্টের শক্তি আরও বাড়িয়েছেন। পাওয়ার আপ করলে নিজেরই লাভ হয়, কিউরেশন রিওয়ার্ডের পরিমাণ বেড়ে যায়। আপনার পাওয়ার আপ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি আশা করছি আপনি পরবর্তীতে এই পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখবেন। ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন ভাই, জগতে কাজ করতে হলে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করতে হবে। এটা প্রত্যেকের জন্য আবশ্যক। গঠনমূলক মন্ত্র করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি অর্জন করা।কেউ যদি পাওয়ার আপ করে পোস্ট করেন সেগুলো দেখে অনুপ্রাণিত হয়।এই স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের উচিৎ নিয়মিত পাওয়ার আপ করার। আশা করছি আপনি আপনার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।
জি ভাই, তাইতো নিয়মিত ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। উৎসাহ দিয়ে মন্ত্র করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমিও আপনার কথার সঙ্গে একমত পোষণ করছি ব্লগ জগতে টিকে থাকতে হলে অবশ্যই পাওয়ার বৃদ্ধি করতে হবে। আপনি পাওয়ার বৃদ্ধি করেছেন সেই সাথে নিজের অবস্থান কিছুটা হলেও শক্ত করেছেন। আপনারে ধারাবাহিকতা বজায় রাখবেন আশা করি।
আপনাদের সকলের অনুপ্রেরণা ও উৎসাহে তাই করে যাচ্ছি ভাই। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
একাউন্টঃ @amitab
পাওয়ার বৃদ্ধিঃ =1.93424%
Thanks.