।। শারদীয়া কনটেস্ট-১৪২৯, " শুভ বিজয়া " ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৮ই আশ্বিন ১৪২৯ বাং।
৫ঠা অক্টোবর/২০২২ইং।
রোজঃ বুধবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের বিজয়া দশমীর শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত "শারদীয়া কনটেস্ট ১৪২৯ এর বিষয়বস্তু " শুভ বিজয়া " এর কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত কাল অনুষ্ঠিত হয়ে গেছে শুভ মহা নবমী পূজা। "মহামায়া, দুর্গতিনাশিনী ও জগত জননী, মা দেবী দুর্গার সংকল্প ও আরাধনা শুরু হয়েছিল হিন্দুধর্মবলীদের মাঝে।

শারদীয় দুর্গাপূজায় আজ বিজয়া দশমী। ৫ দিনব্যাপী এই শারদ উৎসব সমাপ্ত হয়ে গেল আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসব।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি কাশিনাথ দুর্গা মন্দিরে সকাল ৯ টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিত পূজা এবং পূজা শেষে দর্পণ বিসর্জন সম্পূর্ণ হয়েছে। দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিন ব্যাপী এই উৎসবে ছোট্ট সোনামণিদের ভক্তি আরতি ও নৃত্যের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকেল চারটায় বিজয়া শোভাযাত্রার মাধ্যমে মায়ের বিসর্জন কৃতিত্ব সম্পন্ন হয়েছে।
আমাদের মন্দিরে বিজয়া দশমীতে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। মা দুর্গার বিসর্জন উপলক্ষে সকলের চোখে মুখে বিদায়ের বিষাদ ও কান্নার রোল পড়ে যায় সকল ভক্তবৃন্দের মাঝে। সকলের মাঝে অন্য রকমের আবেগ ও মন খারাপ করা এখনো উচিত সৃষ্টি হয়েছিল। কারণ দশমী মানেই দুর্গা মায়ের কৈলাসে ফিরে যাওয়া। আবার মাকে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে পুরো একটি বছর।
গতকাল মঙ্গলবার আমাদের মন্ডপে মহানবমীতে দেবীর বন্দনায় ভক্ত কুলে ছিল ভিন্ন রকম এক আবহ। ঢাকঢোল, কাসর ঘন্টা সহ বিভিন্ন বাজারে, ধুপ আরতি ও দেবীর পূজা অর্চনায় ছিল প্রাণ খোলা উচ্ছ্বাস ও মুগ্ধকর পরিবেশ। সেই সাথে বিশ্ব শান্তি কল্পে ছিল বিশেষ প্রার্থনা।

IMG_20221005_110813885~3.jpg (ছবিতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোধা রানী রায় আমাদের মন্দির পরিদর্শনে এসেছেন।)

।। আজ শুভ বিজয়া।।

দুষ্টের দমন ও সৃষ্টির পালন করতে বছর বছর ধরে চলে আসে মা দুর্গা এই ধরাধামে। মন্দিরে মন্দিরে ঢাকঢোল আর কাঁসার বাদ্যোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয়া উৎসবের মূল আনুষ্ঠানিকতা।
প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মন্দিরে প্রস্তুত করা হয়েছিল-মা দুর্গা দেবী সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ ঠাকুরের প্রতিমা। রংবেরঙের আলোকসজ্জা আর নানা রঙের ডিজাইনের কাঠামো দিয়ে সাজানো হয়েছে পুরো পূজাঙ্গন। দর্শনার্থী নারী পুরুষের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
এবারে পঞ্জিকা মতে দেবী দুর্গা ধরাধামে এসেছেন-ঘোড়ায় চেপে। আজ বিজয়া দশমীতে দশভূজা মা কৈলাস গমন করলেন দোলায় চড়ে। ধর্মীয় শাস্ত্র বিশেষজ্ঞদের মতে মা দুর্গা দেবীর আগমন বার্তা মোটেই শুভ কর নয়। অর্থাৎ ঘোড়ায় আগমনের অর্থ ছত্রভঙ্গ। আর দোলায় গমনের অর্থ মড়ক কিংবা মহামারী।

IMG_20221005_104144487~2.jpg

IMG_20221005_104135203~2.jpg

IMG_20221005_102639819~2.jpg

IMG_20221005_102643299~2.jpg

IMG_20221005_103411653~2.jpg

IMG_20221005_102426438~2.jpg

IMG_20221005_102632614~2.jpg

IMG_20221005_102637765~2.jpg

IMG_20221005_102223114~2.jpg

IMG_20221005_102220362~2.jpg

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার নিজ বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপূজার মাধ্যমে শারদীয় কনটেস্ট-১৪২৯, "শুভ মহা বিজয়া দশমী পুজোর বিবরণ। আজ এ পর্যন্তই। আবার কথা হবে আগামীকাল* শুভ মহা বিজয়া দশমী পুজো নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনায় শুভ সন্ধ্যা।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

বি: দ্র:-সমস্ত ছবিগুলো আমাদের বাড়ির মন্দিরের বিজয়া দশমীর তাই আলাদা করে কোন লোকেশন দিলাম না ‌

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationVendari.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

পূজায় খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। দেখে খুব ভালো লাগলো। প্রতিমার আলোকচিত্র গুলো অসাধারণ হয়েছে। পূজা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর শারদীয় কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

জি ভাই আমাদের এটি সবচেয়ে বড় উৎসব। ঈশ্বর কৃপায় সব ভালই ভালই সম্পাদন হয়েছে। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিজয়া দশমীর এই ফটোগুলো। ধর্মীয় অনেক কিছু জানতে পারলাম আপনার এই পোস্টের মাধ্যমে। এছাড়াও আপনাকে কংগ্রাচুলেশন জানাতে হয় কারণ আপনিও একজন শারদীয়া কনটেস্ট বিজেতা।

 2 years ago 

এটি আমাদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব। ভক্তি ও শ্রদ্ধা রেখে চেষ্টা করেছি মাত্র। উৎসাহ উদ্দীপনা দিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60795.60
ETH 2627.31
USDT 1.00
SBD 2.58