।। প্রজাপতির এ লক্ষণ যেন শুভ হয়।।১০% বেনিফিশিয়ারি @shyfox এর জন্য।।
নমস্কার/আদাব বন্ধুরা,
আমি অমিতাব আপনাদের নতুন বন্ধু, " আমার বাংলা ব্লগ " পরিবারের সকলকে জানাই বসন্তের শুভেচ্ছা। আশাকরি সকলে মহান সৃষ্টিকর্তার অশেষ মহিমায় ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভাল আছি।
অদ্য আমি আপনাদের সামনে একটি প্রজাপতির আশ্চর্যজনক আচরন জানাতে এসেছি। আশাকরি আপনাদের কাছেও এটি ভাল লাগবে।
সেদিন ছিল ১৪ মার্চ/২২ইং। আমি প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষ করে, রাত্রি প্রায় দেড়টায় ডায়েরি লিখতে বসেছিলাম। এমন সময় একটি প্রজাপতি আমার ডান হাতের বাহুতে এসে বসে পড়ল।
আমি কিছুক্ষণ লেখা থামিয়ে প্রজাপতিটিকে বাহু থেকে তাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই প্রজাপতিটি যাচ্ছিল না। আমি আপন খেয়ালে পুনরায় ডায়েরি লিখতে শুরু করলাম। আর লিখতে লিখতে ভাবছিলাম, লেখার কারণে যখন আমার বাহুটি অনবরত নড়াচড়া করবে, তখন হয়তোবা প্রজাপতিটি উড়ে চলে যাবে। হ্যা তাই, অনবরত বাহু নড়াচড়ার কারনে বাহু থেকে উড়ে গিয়ে বসলো আবার হাতের কলমের গোড়ায় গিয়ে। আর তখনই আমি ডায়েরি লেখা বন্ধ করে দিলাম।
এবারও পূর্বের ন্যায় কলমটি নাড়াচাড়া করে প্রজাপতিটিকে
তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই সে উড়ে যাচ্ছে না, শুধু বারবার পাখা দুটি নাড়াতে থাকে। আমি কলমটি একটু ভাসিয়ে ধরলাম। তখন আবার প্রজাপতিটি উড়ে গিয়ে কলমের কালি বেরুনোর বল পয়েন্টে গিয়ে বসে পরলো। সেই সাথে ময়ূরীর ন্যায় পাকনা দুটো নাড়াচাড়া করতে লাগলো।
আমি দেখে অভিভূত হলাম, আর ভাবতে লাগলাম, এটি কি ঘটছে প্রজাপতি আর আমার মধ্যে। যুবক বয়সে বয়োজ্যেষ্ঠ ও গুনিজনদের কাছে শুনেছিলাম, প্রজাপতি শুভ লক্ষণের প্রতিক! তারা আরও বলতেন-" প্রজাপতি যদি কোন যুবক/যুবতির শরীরে পড়ে দীর্ঘক্ষন অবস্থান করে, তাহলে বুঝতে হবে বিবাহের ফুল ফুটেছে, আবার ভাত রান্নার করার চাল কুলোয় নেয়ার সময় প্রজাপতি বসলে ঘরে লক্ষির ভান্ডার খোলে, আবার প্রভাতে গোয়াল থেকে গাভী বের করার সময প্রজাপতি বসলে গোধনে বাড়ী ভরে যাবে ইত্যাদি ইত্যাদি। যাহোক আর মুহূর্ত দেরি না করে, মোবাইল ফোনটি বাম হাতে নিয়ে অতি কষ্টে বাম হাত দিয়েই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি করে রাখতে একাধিকবার ক্লিক করলাম। কলমের উপর ক্লিক করতে করতে এক সময় প্রজাপতিটি উড়ে গিয়ে মাটিতে পরল। সেখানেও আবার কয়েকটি ক্লিক করলাম। এরপর প্রজাপতিটি মাটির উপরে প্রায় আধাঘন্টা পর্যন্ত অপেক্ষা করে ময়ূরীর নেয় পাকনা নড়াচড়া করতে থাকে। আমি পরবর্তীতে বসে বসে তা উপভোগ করছিলাম। এরপর হঠাৎ সে উড়ে অন্যত্র চলে যায়। ততক্ষণে ঘড়ির কাটায় চোখ বুলিয়ে দেখি রাত্রি তখন তিনটে। আর কথা না বাড়িয়ে প্রবাদ গুলি যদি সত্যি হয়, তাহলে ঈশ্বরের নিকট প্রার্থনা করি এ কলমের লেখায় "আমার বাংলা ব্লগ " এ সর্বদা যেন শুভ হয়।।
বন্ধুরা আজ এ পর্যন্ত্যই, আবার কথাহবে নতুন কোন বিষয় নিয়ে। সকলের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করছি।
শ্রী ফণিভূষণ রায় অমিতাব।
Photography camera Symphony Z-35
Android phone.
ইউজার আইডি--@amitab
রংপুর-বাংলাদেশ।
১৫।০৩।২০২২ইং।
আমি বইয়ের পাতায় পড়েছিলাম প্রজাপতি নাকি শুভ লক্ষণ। কিন্তু বাস্তবে কতটা সঙ্গতিপূর্ণ তা আমি জানিনা। আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনি আজকে প্রজাপতি নিয়ে কিছু কথা বললেন। আমিও শুনেছি এরকম কথা গুলো বাড়ির বড়দের কাছ থেকে। এত কিছু শুনিনি হালকা কিছু শুনছিলাম আর কি। কিন্তু এগুলা কতটা সত্য তা জানিনা। আমি এসব কিছু ঠিকমতো বিশ্বাস করিনা। আসলে যে বিশ্বাস করে না তার কাছে তা অনেক বেশি মূল্যবান। হয়তো সেরকম ভাবে নিজের সামনে আসেনি বলে বিশ্বাস হচ্ছে না। যাক আপনার পোস্ট অনেক ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এইরকম কথা আমি এর আগেও শুনেছি। তবে তবে জানিনা আসলে এটা সত্য কিনা। প্রজাপতি নিয়ে সুন্দর একটি বাস্তবধর্মী অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার বর্ণনাগুলো।খুব সুন্দর করে সবকিছু তুলে ধরেছেন আমাদের মাঝে। এই রকম সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
এই ঘটনাটা আমার সাথে একদিন ঘটেছিল একটি প্রজাপতি আমার সামনে এসে বসেছিল এবং সে কিছুতেই উড়ে যাচ্ছিল না জানিনা এটা কেন হয় তবে এটা চমৎকার একটা বিষয়। আপনার মুহূর্তগুলো আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!