।। ৩ মাস ১২দিন পর পেশাগত দায়িত্ব পালনে প্রেস ক্লাবে।। 10% shy-fox beneficiary।।
১৫ই শ্রাবণ /১৪২৯ বঙ্গাব্দ।
৩০ই জুলাই/২০২২ইং।
রোজঃ-শনিবার।
বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে একরকম আছি। আজ আমি দীর্ঘ ৩ মাস ১২দিন পর সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রেসক্লাবে হাজির হয়েছি। গত ১৮ই এপ্রিল/২০২২ইং তারিখে ব্রেন স্ট্রোক করেছিলাম। তারপর থেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। অসুস্থতার কারণে এ দীর্ঘদিন পেশাগত দায়িত্ব থেকে বিরত ছিলাম।
।। চিত্র-০১।।
এখন আগের থেকে একটু সুস্থ হলেও নিজে এখনো মোটরসাইকেল ড্রাইভ করতে পারি না। ডাক্তারের পরামর্শ কমপক্ষে ৬ মাস রেস্টে থাকতে হবে। আর নিয়মিত ওষুধ সেবন করতে হবে। কিন্তু বাসায় বসে থাকতে থাকতে একদম হাঁপিয়ে উঠেছি। আজ পীরগঞ্জ প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন ছিল। পাশাপাশি রংপুরের বিভাগীয় কমিশনার মহোদয়ের একটি বিশেষ প্রোগ্রাম ছিল। পীরগঞ্জ উপজেলায় অবস্থিত সকল সাংবাদিকদের কে আমন্ত্রণ করা হয়েছে।
।। চিত্র-০২।।
প্রেসক্লাব হল রুম একটি সেলফি।
সহকর্মীদের সকলের অনুরোধ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। যাই হোক সকাল বেলা সহকর্মী "দৈনিক মানবজমিন প্রতিনিধি"আমার বাসায় মোটরসাইকেল নিয়ে হাজির হন। সেই মোটরসাইকেলে চড়েই চলে গেলাম প্রেস ক্লাবে। প্রেস ক্লাবে যাওয়ার পর একটি আবেগপ্রবণ মুহূর্ত পার করি। দীর্ঘদিন পর সকল সহকর্মীদের একসঙ্গে পেয়ে তারাও খুব আবেগপ্রবণ হয়ে ওঠে।
।। চিত্র-০৩।।
একে একে সকল সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে বিশেষ কিছু মুহূর্ত পার করি। তারপর বেলা বারোটার থেকে দুপুর 2 টা পর্যন্ত রংপুরের বিভাগীয় কমিশনারের প্রোগ্রামে অংশগ্রহণ করি। রংপুরের বিভাগীয় কমিশনারের প্রোগ্রাম শেষ করে সকল সাংবাদিক প্রেস ক্লাবে এসে একসঙ্গে দুপুরের প্যাকেট লাঞ্চ করি।
।। চিত্র-০৪।।
তারপর যথারীতি বেলা তিনটায় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলন শেষ করে বেলা পাঁচটার মধ্য প্রেস ক্লাব থেকেই পত্রিকায় নিউজ পাঠিয়ে দিই।
।। চিত্র-০৫।।
নিউজ পাঠিয়ে দেওয়ার পর পুনরায় সকলের সঙ্গে একটু চা চক্রে আড্ডা দিয়ে বাসায় চলে আসি। দীর্ঘদিন পর সকলকে একসঙ্গে পেয়ে এবং আজকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটা হালকা হয়ে হয়েছি।
।। চিত্র-০৬।।
আজকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি একেবারে বাসায় বসে বসে রেস্ট না নিয়ে মাঝেমধ্য পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রেসক্লাবে উপস্থিত হব। অনেক সহকর্মীরা তারা নিজেরাই তাদের মোটরসাইকেলে করে আমাকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।
।। চিত্র-০৭।।
আসলেই আজকে একটি সত্যিকারের অভিজ্ঞতা পেলাম। আমাকে দ্রুত সুস্থ হতে হলে মাঝেমধ্যে একটু বাহিরেও যেতে হবে। তাতে করে মনটাও একটু খোলস মুক্ত অথবা টেনশন ফ্রি হবে।
।। চিত্র-০৮।।
প্রেসক্লাবের বারান্দায় সকল সাংবাদিকদের মোটরসাইকেল।
বন্ধুরা, এই ছিল আজকে আমার দীর্ঘদিন পর পেশাগত দায়িত্ব পালনের গল্প। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
নাম | শ্রী ফণিভূষণ রায় অমিতাব। |
---|---|
User Id | @amitab |
Camera | Symphony Mobile phone. |
Mobile Phone Model | Z-35. |
Photo Location | pirganj press clab. |
My Address | Vendabari Prigonj Rangpur Bangladesh. |
আমরা সবাই আপনার জন্য অনেক অনেক দোয়া করি আপনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি, বেশ অনেকদিন পর এই আপনি আপনার দায়িত্ব পালন করতে আপনার অফিসে গিয়েছেন জেনে খুবই ভালো লাগলো, শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ ভাই, অনেকদিন পর পেশাগত দায়িত্ব পালনে আজকে গিয়েছিলাম। সহকর্মীদের সাথে সাক্ষাতের পর অনেকটা হালকা লেগেছে আজকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।