।। শারদীয়া কনটেস্ট-১৪২৯, " শুভ মহা নবমী " ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৭ই আশ্বিন ১৪২৯ বাং।
৪ঠা অক্টোবর/২০২২ইং।
রোজঃ মঙ্গলবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত "শারদীয়া কনটেস্ট ১৪২৯ এর বিষয়বস্তু " শুভ মহা নবমী " এর কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত কাল অনুষ্ঠিত হয়ে গেছে শুভ মহা অষ্টমী পূজা। "মহামায়া, দুর্গতিনাশিনী ও জগত জননী, মা দেবী দুর্গার সংকল্প ও আরাধনা শুরু হয়েছে হিন্দুধর্মবলীদের মাঝে।

আজ শুভ মহা নবমী। মূলত গত করলো সন্ধিপূজো শেষ হওয়ার পরই শুরু হয়ে গেছে শুভ মহা নবমী পূজো। কিন্তু সেই নবমীর তিথি ধরেই আজ *নবমী বিহীত পূজা সম্পন্ন হয়েছে সকালে। আজ মহামায়া মা দুর্গা পুজোর চতুর্থ দিন। পঞ্জিকা মতে মহানবমী তিথি ছিল দিবা ১।৩৪ পর্যন্ত। এর মধ্যেই আমাদের মন্দিরে মহানবমীর কল্পারম্ভ ও মহা নবমী বিহীত পূজা প্রশান্ত প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সম্পূর্ণ হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে নবমীর সন্ধ্যা মহা আরতি।

IMG_20221004_144300241~2.jpg

।। আজ শুভ মহা নবমী।।

দুষ্টের দমন ও সৃষ্টির পালন করতে বছর বছর ধরে চলে আসে মা দুর্গা এই ধরাধামে। মন্দিরে মন্দিরে ঢাকঢোল আর কাঁসার বাদ্যোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয়া উৎসবের মূল আনুষ্ঠানিকতা।
আজ মহা নবমী পুজোতে মা দুর্গার প্রতিমা দর্শনের জন্য অসংখ্য দর্শনার্থীর ভিড় ছিল। দলে দলে দর্শনপ্রিয় ভক্তদের উপচে পড়া ভিড় ছিল মন্দিরে। মার প্রতিমা দর্শনার্থীদের জন্য বেলা ১২ঃ০০ টা থেকে চলছে অনবরত প্রসাদ বিতরণের কাজ। প্রসাদের জন্য ব্যাপক আয়োজন করা ছিল। দর্শনা প্রিয় ভক্তদের বসিয়ে তৃপ্তি সহকারে প্রসাদ সেবন করা হয়েছে। সকাল সাতটা থেকে আকাশের একটু বৈরী আবহাওয়া ছিল আজ। ভাবছিলাম আজ বুঝি শারদীয় উৎসবে বিঘ্ন ঘটে যাবে। কিন্তু না, সকাল আটটা থেকেই "মহামায়া মায়ের কৃপায়" আকাশ নিমিষার মধ্যে পরিষ্কার হয়ে গেল। পরম শান্তি নিয়ে মায়ের মহা নবমী উৎসব উদযাপিত হচ্ছে।
কোন বিষয়ে কোনো ত্রুটি বা বিচ্যুতি ঘটেনি একটুও। আগামীকাল মায়ের বিজয়া দশমী। বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হওয়ার পরেই সন্ধ্যা ছয়টার মধ্যে আমরা মায়ের প্রতিমা বিসর্জন দিব। বিজয়া দশমীতে মা যেন এই ধরাধাম এর সকল সন্তানদের জন্য কল্যাণ বয়ে আনে।

IMG_20221004_112111492~2.jpg

IMG_20221003_233109111~2.jpg

IMG_20221003_233158671~2.jpg

IMG_20221004_111518471~2.jpg

IMG_20221004_143504137~2.jpg

IMG_20221004_153921222~2.jpg

IMG_20221004_153857450~2.jpg

IMG_20221004_153947511.jpg

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার নিজ বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপূজার মাধ্যমে শারদীয় কনটেস্ট-১৪২৯, "শুভ মহা নবমী পুজোর বিবরণ। আজ এ পর্যন্তই। আবার কথা হবে আগামীকাল শুভ মহা বিজয়া দশমী পুজো নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনায় শুভ সন্ধ্যা।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png
বি দ্র-প্রত্যেকটা ছবি আমাদের বাড়ির মন্দিরের। তাই আলাদা কোন লোকেশন দিলাম না। ইতিপূর্বে আলোচনা করেছিলাম এবারে বাড়িতে পুজো। তাই অন্য কোথাও প্রতিমা দর্শনের জন্য যাওয়া সম্ভব হয়নি

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationVendari.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই। শারদীয় কনটেস্ট অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো। পূজাতে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন‌। অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যি খুবই আনন্দিত হলাম‌। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অভিনন্দন রইল।

 2 years ago 

আপনার জন্য শারদীয় শুভেচ্ছা রইল ভাই। চেষ্টা করেছি আমাদের শারদীয় দূর্গা উৎসবের বিশেষ মুহূর্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 61123.62
ETH 2642.27
USDT 1.00
SBD 2.59