।। এবিবি স্কুলে লেভেল ০২ এর পাঠদান থেকে আমার অর্জন।। ৫% @abb-school এবং ১০% বেনিফিশিয়ারি @shyfox এর জন্য।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা
সকলের প্রতি রইল আমার বসন্তের বাহারি ফুলের শুভেচ্ছা। আশাকরি সকলে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কুশলে আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। "আমার বাংলা ব্লগের" শিয়াল পন্ডিতের পাঠশালার লেভেল ০২ এর লেকচার শিট ও এবিবি স্কুল এর ক্লাস করে যা শিখেছি তা নিম্নে সংক্ষিপ্ত আকারে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি।

IMG_20220317_175416202_AI~3.jpg

১। Posting key দিয়ে কি কি কাজ করা যায় ?

উত্তরঃ-posting key দিয়ে নিম্নলিখিত কাজগুলো করা যায়-যেমনঃ-
(ক)-পোস্ট ও কমেন্ট করা।
(খ)-পোস্ট কমেন্ট এডিট করা।
(গ)-পোস্ট রিস্টিম করা।
(ঘ)-আপভোট ও ডাউনভোট দেয়া।
(ঙ)-ফলো এবং আনফলো করা।
(চ)-যে কোন অনাকাঙ্খিত একাউন্ট মিউট করা।

২। Active key দিয়ে কি কি কাজ করা যায় ?

উত্তরঃ--Active key দিয়ে নিম্নলিখিত কাজগুলো করা যায় যেমনঃ-
(ক)-পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করা।
(খ)-প্রোফাইলের তথ্য বিভাজন ও সংযোজন করা।
(গ)-ট্রানস্ফার জনিত কাজ করা।
(ঘ)-এসবিডি কনভার্সন করা। ও
(ঙ)-উইটনেস এর কাজ করা।

৩। Owner key দিয়ে কি কি কাজ করা হয় ?

উত্তরঃ--Owner key দিয়ে নিম্নলিখিত কাজগুলো করা হয়। যেমনঃ-
(ক)-একাউন্ট রিকভারি করা।
(খ)-একাউন্ট অ্যাক্টিভ ও পোস্টিং কি রিসেট করা । এবং
(গ)-অধিকার প্রত্যাখ্যান করা ।

৪। Memo key দ্বারা কি কি কাজ করা যায় ?

উত্তরঃ-- Memo key নিম্ন লিখিত কাজ গুলি করা যায়। যেমন-
(ক)-এনক্রিপ্ট মেসেজ পাঠানো। ও
(খ)-এনক্রিপ্ট মেসেজ দেখ।

৫। Master password key দিয়ে কি কি কাজ করা যায় ?

উত্তরঃ--Master password হচ্ছে মুলত সকল key এর Mother key. এর উপর ভিত্তি করে সকল কি জেনারেট করা হয়েছে। এই key অন্য কেউ জানলে আপনি আপানার একাউন্টের মালিকানা হারাতে পারেন। এ জন্য Master password অত্যান্ত গোপনীয়তা ও নিরাপত্তার সাথে সংরক্ষণ করতে হবে।

৬।Master Password কি কি ভাবে সংরক্ষণ করা যায় ?

উত্তরঃ-Master Password নিম্নলিখিত পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। যেমনঃ-
(ক)-গুগল ড্রাইভে আপলোড করে।
(খ)-ডায়েরীতে লিখে।
(গ)- Master Password এর কপি প্রিন্ট করে। এবং
(ঘ)-ব্যাক্তিগত পেনড্রাইভে সংরক্ষণ করে।

৭। Power up কেন করবেন এবং কি ভাবে করবেন ?

উত্তরঃ-যে এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করবেন, সেহেতু অধিক মুনাফার জন্য পাওয়ার আপ করা অত্যান্ত জরুরী। তাছাড়া তাছাড়া পাওয়ার অফ করলে একাউন্টের নিরাপত্তা থাকবে। পাওয়ার আপ নিম্নলিখিত পদ্ধতিতে করা যায়। যেমনঃ-
(ক)-মার্কেট থেকে স্টিম কিনে । এবং
(খ)-নিজের ওয়ালেটের আয় থেকে কিছু অংশ পাওয়ার আপ করা।
স্টিম পাওয়ার বেশি থাকলে ভোট কিউরেশন রিওয়ার্ড বেশি পাওয়া যায়।

৮। Power up কি ভাবে করা যায় ?

উত্তরঃ-Power up নিম্নলিখিত পদ্ধতিতে করা যায়। যেমনঃ-
(ক)-প্রথমে ওয়ালেট কি দিয়ে লগ ইন করতে হবে । তারপর
(খ)-স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপডাউন অপশনে ক্লিক করে পাওয়ার আপ অপশন নির্বাচন করতে হবে। এরপর ইউজারনেম এর জায়গায় নিজের নাম দেখার পর অ্যামাউন্টের জায়গায় স্টিম পাওয়ার আপ এর পরিমান লিখে ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে।

৯। সেভিংস এ থাকা স্টিম অথবা এসবিডি উইথড্রো দেওয়ার কতদিন পর ট্রন্সফারেবল ব্যালেন্স যোগ হয় ?

উত্তরঃ-৩দিন পর ট্রন্সফারেবল ব্যালেন্স যোগ হয়।

১০। মেমো ফিল্ড এর কাজ কি ?

উত্তরঃ-মেমো ফিল্ডের এর মাধ্যমে গোপনে মেসেজ আদান প্রদান করা হয়। তাছাড়া এর মাধ্যমে ট্রানস্ফার করা এবং সংকেত ও গিফট পাঠানো হয়।

১১। Sp delegation cancel করার কতদিন পর নিজের account এ ফিরত আসে ?

উত্তরঃ-Sp delegation cancel করার ৫দিন পর নিজের account এ ফিরত আসে।

১২। প্রজেক্ট @heroism এ ২০০ এসপি ডেলিগশন করার কিছুদিন পর আরও ১০০ এসপি সেক্ষেত্রে আপনাকে কত এসপি লিখতে হবে ?

উত্তরঃ-পূর্বে ২০০ এসপি ডেলিগেশন করা থাকলে পরে পুনরায় ১০০ এসপি ডেলিগেশন করতে চাইলে ৩০০ এসপি লিখতে হবে। অর্থাৎ আগেরটা সহ ধরতে হবে।
এই ছিল আমার লেভেল ০২ এর পাঠ গ্রহন থেকে এবং লেকচার শিট থেকে অর্জন। সকলের সুস্বাস্থ্যে কামনা করে আজ এ পর্যন্তই।। শুভ সকাল।।

আমার নাম, শ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম-@amitab
পীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।
১৮।০৩।২০২২ইং।

Sort:  
 3 years ago 

আপনি ভালো লিখেছেন।তবে পাওয়ার আপকে পাওয়ার অফ লিখেছেন ঠিক নিবেন।বাকি উওর গুলো ভালোই দিয়েছেন।ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইল।

 3 years ago 

আপনি এবিবি স্কুল থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অর্জন করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল পরবর্তী লেভেল গুলো জন্য। আমি নিজেও কাজ করে আজ ভেরিফাইড মেম্বার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাফল্যের পথে এগিয়ে যান।

 3 years ago 

আপনি abb-school level-2 হয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছেন, যেগুলো আমাদের সবাই জানা উচিত, আপনার পোস্টটি দেখে মনে হচ্ছে খুব সুন্দর করে বিষয় গুলো বুঝেছেন, সামনের লেভেল গুলো পারি দেওয়ার শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনি লেভেল টু এর পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। লেবেলগুলি ক্লাস থেকে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারি। আমি নিজেও ক্লাসগুলো করে আজ ভেরিফাইড হয়েছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বাহ বেশ তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছেন আপনি। এবং আপনার এই এগিয়ে যাওয়া দেখে বেশ ভালো লাগলো। আপনার মধ্যেই আগ্রহ আছে শেখার এভাবেই চালিয়ে যান ভাই শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে লেভেল ২ এর বিষয় গুলো শেয়ার করলেন। এতে বুঝাই যাচ্ছে আপনি খুব ভালো ভাবে বিষয় গুলো বুঝেছেন। আশা করি শিগ্রই এই লেভেল পার হয়ে যাবেন। পরবর্তি লেভেল গুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপনি লেভেল ২ হতে যা শিক্ষা নিয়েছেন তা সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে অনেক সুন্দর লাগল আপনার এই পোস্ট পড়ে। আপনার জন্য শুভকামনা রইল ভাই 💞💞

 3 years ago 

লেভেল টু এর বিষয় গুলো সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে থাকুন আর সামনের দিকে অগ্রসর হতে থাকুন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাহ! খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছেন। খেয়াল রাখবেন মাস্টার পাসওয়ার্ড যেন সবচেয়ে সুরক্ষিত অবস্থায় থাকে।

লেভেলে থাকা ব্লগারদের জন্য @abb-school কে ৫% ও @shy-fox কে ১০% বেনিফিসিয়ারী আবশ্যক করা হয়েছে। আগামী পোস্ট গুলো থেকে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আপনার আজকের পোস্টে যদিও ৫% @abb-schooabb-school লিখেছেন তবে Benificiary Set করার সময় সেটা ভুল করে দেননি। শুধুমাত্র লিখলেই হবেনা সাথে Benificiary দিতেও হবে।

 3 years ago 

দাদা, আমি আসলেই ভুলে দেয়নি।পরবর্তী পোষ্ট গুলোতে আর ভুল হবে না।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 94899.27
ETH 3321.94
USDT 1.00
SBD 3.05