।। রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ পর্ব-৪।।10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

২৬ই বৈশাখ/১৪২৯ বঙ্গাব্দ।
৯মে/২০২২ইং।
রোজঃ-সোমবার।

ঈদ আনন্দে সোনামতি নদীর পাড়ে ঈদমেলা

ঈদ হল সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব। আর এই ঈদের উৎসবকে ঘিরেই ১৯৩১ ইং সনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্যতম একটি গান রচনা করেছিলেন। গানটি হল " ও মন রমজানের ঐ শেষে এলো খুশির ঈদ "। ধর্ম যার, যার, উৎসব সবার।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০১

IMG_20220504_164000507~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বন্ধুরা ঈদের তৃতীয় দিনে দুপুর পর্যন্ত কাকাতো ভাই কে সঙ্গে নিয়ে ঈদ আনন্দে ছিলাম, রংপুর জেলার মিঠাপুকুর থানার ১৩নং শাল্টি গোপালপুর ইউনিয়নের বিশাল শালবাগান ঈদ মেলায় আর এখন এই বিকেল বেলায় নিয়ে যাচ্ছি, আমার বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে সোনামতি নদীর পাড়ের ঈদ মেলায়।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০২

IMG_20220504_163422302~2.jpg YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg অবশ্য এ বেলায় আমার তেমন কোন আগ্রহ ছিল না। এটি ছিল আমার ছোট মেয়ে **তৃষ্ণা রানী রায় তমা (৯) এর আবদার। আমার মেয়ে আমাকে দুদিন আগে থেকেই বলে রেখেছিল তাকে এ মেলায় নিয়ে যেতে হবে। কি আর করা মেয়ে তো নয় যেন বুড়িমা। মায়ের আদেশ তো পালন করতেই হবে।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০৩

IMG_20220504_163440502~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যেমন কথা তেমনি কাজ, মেয়েকে নিয়ে একটি অটো ভাড়া করে চলে গেলাম সোনামতি নদীর পাড়ের মেলা দেখতে। এই মেলাটিও আমাদের বহুৎ পুরাতন ঐতিহ্য। প্রতি ঈদেই এখানে মেলা বসে। মেলায় বিনোদনের জন্য থাকতো, কুয়ার মধ্যে মোটরসাইকেল খেলা, ঘূর্ণি খেলা, পুতুল নাচ, ম্যাজিক খেলা নাগরদোলা সহ ইত্যাদি। আর হরেক রকম দোকান বসে মেলাত। এই মেলাটি যেহেতু গ্রাম অঞ্চলের মেলা সেহেতু সকাল থেকে সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায়।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০৪

IMG_20220504_163615363~2.jpg YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এই মেলাতেও হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি এই মেলাতে। সকাল থেকে দুপুর পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে ছিল মেলাতে।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০৫

IMG_20220504_163725347~2.jpg YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমরা যখন গিয়ে পৌঁছি তখন ঘড়ির কাটায় বিকেল চারটা। তখনো বেশ ভালোই গ্যাঞ্জাম চলছিল এই মেলায়। যা হোক তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে ঘুরতে শুরু করলাম মেলায়। আমির অনেকেই সেই মেলায়। মেলায় ঘুরতে ঘুরতে মেয়ের পছন্দের কিছু উপকরণ কিনলাম।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০৬

IMG_20220504_163753064~2.jpg YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg তারপর মেয়েকে আমাদের গ্রামের অধীর কাকার সাথে নাগরদোলায় উঠিয়ে দিলাম। এরপর পুতুল নাচ খেলার টিকিট করে পুতুল নাচ দেখলাম । কিছু কসমেটিক্স কিনে দিলাম মেয়েকে। মেলায় ঘুরতে পেয়ে মেয়ে আমার বেজায় খুশি। এ মেলায় আগতরা প্রায় সবাই পরিচিত। কারণ সবাই এই এলাকার।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০৭

IMG_20220504_163827895~2.jpg YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমার যেমন অনেকেই পরিচিত বের হচ্ছেন, তেমনি মেয়েরও স্কুলের বন্ধু ও বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছেন। তাদের সঙ্গে মেয়ে আমার মাঝেমধ্যে খুনসুটি গল্প করছেন। এতে করে মেয়ে আমার আরো খুশি।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০৮

IMG_20220504_163856141~2.jpg YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যাই হোক মেয়েকে নিয়ে মেলায় ঘোরাফেরা ও কেনাকাটা করার পর মেয়ের সহপাঠী ২জন বান্ধবীকে নিয়ে মিষ্টির দোকানে রীতিমতো কিছু মিষ্টান্ন খাইয়ে দিলাম। এরপর মেলা থেকে আমাদের এলাকার ২ কেজি পরিমাণ গুড়ের জিলাপি নিয়ে বাড়িমুখী রওনা দিলাম।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-০৯

IMG_20220504_163912672~2.jpg YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বাড়ির সদস্যরা ও গুড়ের জিলাপি পেয়ে বেজায় খুশি। পরে আবার আমার বড় ছেলে এবারের এসএসসি পরিক্ষার্থী প্রশান্ত বর্মণ পায়েল তারও বায়না সেও যাবে ঈদ মেলায়। কি আর করা তার হাতেও কিছু মেলার খরচা দিয়ে পাঠিয়ে দিলাম মেলায়।

সোনামতি নদীর পাড়ে মেলা চিত্র-১০

IMG_20220504_164133632~2.jpg YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বন্ধুরা, আজ এ পর্যন্ত্যই, ঈদ আনন্দে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের "সোনামতি নদীর পাড়ের ঈদ মেলার পর্ব।" আগামীকাল কথাহবে আবার ঈদ আনন্দে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার "শাল-বাগান ঘেঁষে আশুরা বিলের উপরে নির্মিত কাঠের ব্রিজ ভ্রমন কাহিনী নিয়ে।" সে পর্যন্ত সাথেই থাকুন এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্যে কামনায়, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। "ঈদ মোরারক।"

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile Phone.
Modelz-35
AddressVendabari Pirganj Rangpur Bangladesh.

Rioting Location

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে ঈদের আনন্দ উপভোগ করছেন ‌। দেখে খুব ভালো লাগলো। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। মেলা প্রতিটি মুহূর্ত খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। এবং আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে মেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন। এত অসাধারন পোষ্ট আমাদের মাথায় শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই, ধৈর্য সহকারে ফটোগ্রাফি গুলো দেখার জন্য। আপনার জন্য শুভকামনা কামনা রইল।

 2 years ago 

আপনার বিগত পর্বগুলো দেখেছি আপনি খুব সুন্দর একটি সিরিজে তৈরি করেছেন। আজকেও আপনার পোস্ট এর মাধ্যমে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখা হলো। আপনি সোনামতি নদীর পাড়ের মেলার দৃশ্যগুলো খুব ভালো লাগলো।

 2 years ago 

দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই। সর্বদা ভালো থাকবেন।

 2 years ago 

নিঃসন্দেহে আপনি অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দাদা, আমিও ঈদের তৃতীয় দিন ঘুরতে গিয়েছিলাম, আপনার ঘুরাঘুরির মুহুর্ত গুলো পর্ব আকারের অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন, এভাবেই আপনার জীবনের বাকি সময় টুকু অতিবাহিত করেন এই কামনায় করি, শুভকামনা রইলো প্রিয় দাদা।

 2 years ago 

ধন্যবাদ ভাই। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সময় কাটিয়েছেন মেলায় গিয়ে। মেলায় গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও করেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই পোস্ট। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের ভাল লাগলে, আমার ফটোগ্রাফি গুলো সার্থক। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি দেখছি একেবারে মিশে গেছেন সবার মতো ঈদকে উৎযাপন করছেন। সোনামতি নদীর পাশে ঈদ উপলক্ষে মেলা সত্যি ভাবতেই ভালো লাগছে। আমাদের দিকে ঈদ উপলক্ষে এমন কোনো মেলা হয় না। বিকেল চারটে মেলায় যাওয়ার জন্য একেবার উপযুক্ত সময়। এবং বাড়ির জন্য গুড়ের জিলেপি নিয়ে গিয়ে কাজটা খুব ভালো করেছেন। গুড়ের জিলাপি আমার অনেক পছন্দ। আপনার পোস্টের ফটোগ্রাফি গুলো ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

সব গুলোই স্পটই আমার বাড়ীর আশেপাশে। যার ফলে সম্ভব হয়েছে ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রত্যেকটা পর্ব আমার খুব ভালো লেগেছে, তাই আমি প্রত্যেকটি পর্বকে ভালোভাবেই দেখার চেষ্টা করি। ঠিক তেমনি আজকের পর্ব টা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলাম, বিশেষ করে ফটোগ্রাফি গুলোতো মনমুগ্ধকর।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই, আমার করা পর্বে ও ফটোগ্রাফি গুলো দেখবার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রমজান মাসের রোজা শেষে ঈদের খুশি ও আনন্দে সবাই মেতে ওঠে ।আপনার ঈদ উৎসবের পর্ব ফটো দেখে অনেক ভালো লাগলো । খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পর্ব গুলো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62934.10
ETH 2452.99
USDT 1.00
SBD 2.66