।। ভোররাতে অপরূপ চাঁদের আলো।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০৫ই জ্যৈষ্ঠ /১৪২৯ বঙ্গাব্দ।
১৮মে/২০২২ইং।
রোজঃ-বুধবার

।।ভোররাতে অপরূপ চাঁদের আলো ।।

নমস্কার বন্ধুরা,
আমি @amitab আপনাদের নতুন বন্ধু বাংলাদেশ থেকে। "আমার বাংলা ব্লগ " কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমি বেশি ভালো নেই, গত রাতটি আমার জন্য ভীষণ যন্ত্রণা দায়ক ছিল। সারারাত ধরে ঘুমোতে পারিনি। যাহোক অত্যন্ত উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করেছি গত কালকের ভোর রাত পর্যন্ত। আদ্য আমি আপনাদের সামনে সেই উৎকণ্ঠা আর উদ্দীপনার মধ্যে দিয়ে কাটানো রাতের বর্ণনা সহ ভোর রাতে অপরূপ চাঁদের আলোর বর্ণনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আমার কষ্ট হলেও আপনাদের অত্যন্ত ভাল লাগবে।

ভোররাতের চাঁদ চিত্র-০১

IMG_20220518_045441421~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আপনারা আগে থেকেই অবগত যে, আমি ব্রেস্ট করেছিলাম। যথারীতি ডাক্তারের নিয়মমাফিক চিকিৎসা চলছে। আগে থেকে একটু অভ্যেসে পরিণত আমার, রাত একটা অথবা দুইটা ছাড়া ঘুমাইতে যাই না। কিন্তু অসুস্থ হওয়ার পর বর্তমানে রাত দশটা থেকে টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি। গতকাল রাত্রে ও খাওয়া শেষ করে ওষুধপত্র খাওয়ার পর রাত দশটার মধ্যে ঘুমাতে যাই।

ভোররাতের চাঁদ চিত্র-০২

IMG_20220518_045909446~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg অন্যান্য ওষুধপত্রের সঙ্গে প্রতি রাত্রে নিয়মিত ঘুমের ঔষধ রয়েছে। কিন্তু যথারীতি রাত দশটায় বিছানায় শোয়ার পরেও কিছুতেই ঘুম আসছে না। আমি বারবার চোখ মুঝে থেকে ঘুমানোর চেষ্টা করছি। কিন্তু ঘুম আর আসছে না।

ভোররাতের চাঁদ চিত্র-০৩

IMG_20220518_045916883~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg শরীর-মন দুটোর মধ্যই কেমন জানি একটা উৎকণ্ঠা বিরাজ করছে। কখনো শুয়ে থাকি ,কখনো আবার উঠেবে বাহিরে বের হই। মনের মাঝে নানান অশান্তি ও টেনশন এসে ভর করছে । এরকম কোনোদিন হয়নি, আজ জানিনা কেন হচ্ছে এরকম ? শেষে একসময় ভোররাতের পাখিদের চেঁচামেচি ও আকাশ পরিষ্কার হয়ে আসছে।

ভোররাতের চাঁদ চিত্র-০৪

IMG_20220518_050010647~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমি বেরিয়ে আসলাম ঘরের বাহিরে। তখন বাজে প্রায় ভোর সাত টা। ঘুম যখন আসছিল না, তখন বেরিয়ে পড়লাম রাস্তায় একটু হাঁটাহাঁটি করার জন্য। বেরিয়ে দেখি নীলিমা আকাশে ভোরের চাঁদ স্বচ্ছ আলো সরিয়ে দিচ্ছে। চাঁদ টি দেখতেও অপরূপ লাগছে। আর ভোররাতের চাঁদের আলোতে আমার উৎকণ্ঠার মনটা কিছুটা হলেও তৃপ্তি পাচ্ছে।

ভোররাতের চাঁদ চিত্র-০৫

IMG_20220518_050047569~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর মোবাইলটি বের করে, ভোর রাতের চাঁদের ছবি উঠেছিলাম। আমার জীবনে এই প্রথম ভোররাতের চাঁদের সাথে দেখা। কঠিন ভালো লাগছিল। যাহোক ধীরে ধীরে ফর্সা হয়ে আসলো। চারিদিকে ঘুম থেকে লোকজন বেরিয়ে রাস্তায় আসতে শুরু করল।

ভোররাতের চাঁদ চিত্র-০৬

IMG_20220518_050203852~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমিও ধীরে ধীরে বাড়ির দিকে এসে ব্রাশ করে, হালকা নাস্তা করে, ঘুমানোর জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সবার পরেও ঘুম আসছিল না। যাহোক একসময় টের পেয়ে দেখি বেলা দেড়টা বাজে। অর্থাৎ ভোররাত থেকে সকাল আটটার দিকে বোধ হয় ঘুম এসেছিল।

ভোররাতের চাঁদ চিত্র-০৭

IMG_20220518_045649197~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বেলা দেড়টায় ঘুম থেকে উঠে ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম, কেন এমন কি হয়েছিল ? যাহোক ডাক্তার বললেন, আমাকে যে ধরনের ওষুধ দেওয়া হয়েছে এ ওষুধগুলো এডজাস্ট হইতে একটু সময় লাগবে। আর মাঝেমধ্যে এরকম হতে পারে তাই একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন।

ভোররাতের চাঁদ চিত্র-০৮

IMG_20220518_045205937~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, আজ এ পর্যন্ত্যই, আমার উৎকণ্ঠার রাত্রি যাপন ও "ভোররাতের অপরূপ চাঁদের আলো বিবরণ" ভ্রমন পর্কাল আবার কথাহবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্যে কামনায়, সবাইকে মধুমাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই বিদায়, শুভরাত্রি।।
k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
ModelZ-35.
Photo LocationVendabari.
AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing & Photo Location

Sort:  

ওয়াও ভাইয়া ভোর রাতে চাঁদের আলো চিত্র আর্ট করেছেন যা দেখে আমি বিস্মিত হয়েছি।আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা।

 2 years ago 

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সর্বদা।

 2 years ago 

ভোররাতের অপরূপ চাঁদের দৃশ্য আপনি আমাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেন, সেই সাথে আপনার মনের কিছু অনুভূতি আমাদের সাথে শেয়ার করলেন। আমরা সকলে আপনার শুভ কামনা করছি।

 2 years ago 

সেই সঙ্গে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর কষ্ট করে আমার ভোর রাতের ফটোগ্রাফি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সর্বদা।

 2 years ago 

আমি বেশিরভাগ সময় যখন ভোর রাতে উঠে তখন এরকম চাঁদের ফটোগ্রাফি করে থাকি ভীষণই ভালো লাগে দেখতে। এইরকম ফটোগ্রাফি যখন করতে যাই তখন চাঁদটি এত সুন্দর লাগে ইচ্ছে করে এভাবেই দেখতে থাকি। আমাদের মাঝে এত সুন্দর একটি ফটোগ্রাফি আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

শুভকামনা আপনার জন্য রইল। আপনার ইচ্ছার অনুভূতিগুলি জানার পর। ভালো থাকবেন সর্বদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29