।। শিশু সহিংসতা ও বাল্যবিবাহ রোধে সচেতন নাগরিকদের এগিয়ে আসা উচিত।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৭ই শ্রাবণ /১৪২৯ বঙ্গাব্দ।
১লা আগস্ট/২০২২ইং।
রোজঃ-সোমবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে একরকম আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি, একটি ভিন্নমতের লেখা নিয়ে। তা হচ্ছে, "শিশু ভিত্তিক সহিংসতা (জেন্ডার বেইস ভায়োলেন্স), শিশু সহিংসতা রোধে সচেতন নাগরিকদের এগিয়ে আসা উচিত।

।। শিশু সহিংসতা রোধে মতবিনিময়।।

গেল কয়েক বছর আগে বাংলাদেশে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। বাংলাদেশ সরকার প্রশাসনিক তৎপরতা, সামাজিক সচেতনতা, বিভিন্ন প্রচার মাধ্যমে তা অনেকাংশে কমিয়ে এনেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক এনজিও এ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিউজিল্যান্ড ভিত্তিক এনজিও "ওয়ার্ল্ড ভিশন" রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে শিশু ফোরাম গঠন করে সচনেতা বৃদ্ধির লক্ষ্যে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

।। চিত্র-০১।।

IMG_20220731_164035274~4.jpg ছবিতে পীরগঞ্জ প্রেসক্লাবে ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি ও শিশু ফোরামের সদস্যদের সাথে একটি সেলফি।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg গত ৩১ জুলাই/২০২২ইং, রোজ রবিবার পীরগঞ্জ প্রেস ক্লাবে শিশু ফোরামের সাথে গণমাধ্যম কর্মীদের "শিশু ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভায় এখনো উঠে এসেছে ভয়াবহ চিত্র।

।। চিত্র-০২।।

IMG_20220731_143923753~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের সামনে শিশু ফোরামের লিডারগণ, পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন এনজিওর সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা উল্লেখ করেন, সমাজের নিম্নবিত্ত আয়ের মানুষদের মাঝে এখনো বাল্যবিবাহ রোধ করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি উচ্চ বৃত্তদের দ্বারা নিম্নবিত্ত আয়ের মানুষদের শিশু কন্যাদের প্রতি শিশু সহিংসতা রোধ করতে গিয়ে নানান জটিলতায় পড়তে হচ্ছে।

।। চিত্র-০৩।।

IMG_20220731_144814656~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এ সময় তারা সরকারিভাবে প্রশাসনিক অসহযোগিতা কেউ দায়ী করছে। পাশাপাশি সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধিত্বকারী ব্যক্তিদেরে ও কথা উল্লেখ করেন।

।। চিত্র-০৪।।

IMG_20220731_145615043~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg তাই তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় সহ সহযোগিতার দরস্ত হন। গণমাধ্যম কর্মী, শিশু ফোরাম ও ওয়ার্ল্ড ভিশন এনজিওর প্রতিনিধিদের মতবিনিময় একটি বিষয়ে সর্বসম্মতি ক্রমে উপনীত হওয়া যায় যে, একমাত্র দেশের সকল সচেতন নাগরিক এগিয়ে আসলেই এর উত্তরন ঘটবে।

।। চিত্র-০৫।।

IMG_20220731_145754574~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমরা গণমাধ্যম কর্মীরা তাদেরকে আশ্বস্ত করি লেখনীর মাধ্যমে সচনতা বৃদ্ধি ও তাদের কাজের প্রতিবন্ধকতায় প্রশাসনিক হস্তক্ষেপ দেয়ার জন্য। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, দেশের সকল সচেতন নাগরিক যদি এগিয়ে না আসি তাহলে অসম্ভব হয়ে পড়বে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ, সুন্দর একটি বিশ্ব গড়তে।

।। চিত্র-০৬।।

IMG_20220731_164031376~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg তাই আসুন, আমরা সকলে মিলে শিশুর সহিংসতা রোধে ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলি। সাথে মাদক সহ সমাজের নানাবিধ অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। তাহলেই সম্ভব সোনার বাংলা গড়া। আসুন যে যার অবস্থান থেকে, একটু প্রতিবাদ ও রুখে দাঁড়ানোর চেষ্টা করি। আগামী দিনের ভবিষ্যৎ আপনার শিশু ও আমার শিশুকে সুন্দর একটি পৃথিবী উপহার দেয়ার চেষ্টা করি।

।। চিত্র-০৭।।

IMG_20220731_161027516~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg রাষ্ট্রের একার পক্ষে সম্ভব না এ সমস্ত অপকর্ম রোধ করা। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সকলেরই দায়িত্ব রয়েছে এ সকল অনৈতিক ও অপরাধ দমনের প্রতিবাদ ও রুখে দাঁড়ানোর জন্য।

।। চিত্র-০৮।।

IMG_20220731_143928627.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার "শিশু সহিংসতা ও বাল্যবিবাহ রোধে সচেতন নাগরিকদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোচনা" আবার কালকে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo Locationpirganj press club.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68859.42
ETH 2732.07
USDT 1.00
SBD 2.73