।। রংপুরে দ্রুত এগিয়ে আসছে স্বপ্নের গ্যাস।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

৩০-০৪-২০২২ইং
স্বপ্ন পূরণের পথে রংপুর অঞ্চলের মানুষের গ্যাসের দাবী। কয়েদিন
আগে চলার পথে লক্ষ করলাম খুবই দ্রুতগতিতে এগিয়ে চলছে পীরগঞ্জের উপর দিয়ে গ্যাস পাইপ লাইন বসানোর কাজ। এ কাজের সাথে পুরন হতে যাচ্ছে রংপুর বাসীকে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি প্রতিশ্রুতি।

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০১

IMG_20220410_163331142~2.jpg
photo location
উত্তরের জনপদ রংপুর বিভাগ শিল্প-কারখানায় অনেকটা পিছিয়ে। শিল্প কলকারখানা স্থাপনের জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন অত্র এলাকার সুধীজন ও শিল্প উদ্যোক্তারা। অবশেষে সেই দাবির প্রেক্ষিতে রংপুরের দ্রুত এগিয়ে আসছে গ্যাস পাইপ।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০২

IMG_20220410_162635194~2.jpg
photo location
সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে গ্যাস পাইপ এর কাজ শুরু করা হয়েছে। আর এজন্য প্রাধান্য দেওয়া হয়েছে উত্তর জনপদের তিনটি স্থানকে। রংপুর নীলফামারী ও রংপুরের পীরগঞ্জকে। আর এ কাজটি করছেন যৌথভাবে দেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫৮ কোটি ১১ লক্ষ টাকা।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০৩

IMG_20220410_162710537~2.jpg
photo location
সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগ শিল্পক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। এজন্য ১০০ কিলোমিটার গ্যাস বিতরণে পাইপ লাইন নেটওয়ার্কের এর জন্য শিল্প ও বিদ্যুৎ সংযোগ খাতে ১২০টি ব্যবস্থাসহ ১৬৫টি এসএমসি এফডি গ্যাস সরবরাহের উদ্যোগ হাতে নিয়েছেন।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০৪

IMG_20220410_162808315~2.jpg
photo location
পশ্চিমাঞ্চলের গ্যাস কোম্পানি লিমিটেড (জিটিসিএল) পেট্রোবাংলা আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করেন।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০৫

IMG_20220410_163042722~2.jpg
photo location
২০২১ সালের ৮ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর জেলা সফরে এসে গ্যাস লাইনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই গ্যাস পাইপ এর কাজ দ্রুত সম্পন্ন হতে চলেছে। উত্তরেই জনপথের গ্যাস লাইনের কাজ সম্পন্ন হলে রংপুর নীলফামারী দ্রুত এগিয়ে যাবে শিল্প-কারখানায়।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০৬

IMG_20220410_163342153~2.jpg
photo location
নীলফামারী জেলায় একটি ইফিজেট রয়েছে যা গ্যাসের অভাবে অনেকটা পিছিয়ে। তবে গ্যাস পাইপলাইন এর কাজ শুরু হওয়ায় নতুন নতুন শিল্প উদ্যোক্তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০৭

IMG_20220410_163512552_AI~2.jpg
photo location
রংপুর সৈয়দপুর ও উত্তরা ইপিজেডে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলো বর্তমানে কাঠ, কেরোসিন, ডিজেল, ফার্নেস তেল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করছে। বর্তমানে সৈয়দপুর এলাকায় প্রায় ২৭টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০৮

IMG_20220410_163526941~2.jpg
photo location
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-বর্তমানে রংপুর এবং সৈয়দপুর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ২টি টারবাইন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যা ডিজেল দ্বারা পরিচালিত হচ্ছে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-০৯

IMG_20220410_163816051_AI~2.jpg
photo location
উত্তর জনপদের এ গ্যাস পাইপ লাইনটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে শিল্প ও বিদ্যুৎ খাতে দৈনিক ১৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে করছেন সংশ্লিষ্টরা।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-১০

IMG_20220410_164119227~2.jpg
photo location
রংপুরের জেলা প্রশাসক জানান-এটি বাস্তবায়নের জন্য ৩টি ডিআরএস এবং আঞ্চলিক বিপণন আঞ্চলিক কার্যালয় নির্মাণ করা হচ্ছে। সেই সাথে মূল কার্যক্রমে থাকছে, পাইপলাইনের রুট সার্ভে, সিপি সিস্টেম ডিজাইন ও সয়েল রেসিসিটিভিটি টেস্ট।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-১১

IMG_20220410_163816051_AI~2.jpg
photo location
পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন-" গ্যাস পাইপ লাইলের কাজ সম্পাদন হলে এ অঞ্চলের মানুষের টেকশই ও মজবুত উন্নয়ন হবে। সেই সাথে উন্নয়ন হবে সকলের জন্য সাশ্রয়ী।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুরে গ্যাস পাইপ লাইন বসানো চিত্র-১২

IMG_20220410_162351861~2.jpg
photo location
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
বন্ধুরা, আজ এ পর্যন্ত্যই, আবার কথা হবে নতুন কোন কন্টেইন নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ কামনায় শুভ সকাল।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম@amitab
cameraSymphony Mobile phone.
modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।

writing location

Sort:  
 2 years ago (edited)

দোয়া করি আমার দেশ যেন এভাবেই দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যায়। প্রাণ খুলে দোয়া করব দেশবাসীর জন্য। আপনার এত সুন্দর পোস্ট দেখে আমার খুব ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

দোয়া রইলো । শিগ্রই আপনাদের রংপুর অনেক উন্নত হয়ে উঠবে। অনেক মানুষ এর কষ্টমোচন হবে। অনেক ভালো লাগলো আপনাদের রংপুরের উন্নতি দেখে। শুভকামনা ভাই।

 2 years ago 

আমাদের রংপুরের জন্য এটি অত্যন্ত কয়েক দশকের মধ্যে সু সংবাদ। মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ আমি শুনেছিলাম তিনি দায়িত্ব কন্ঠে বলেছিলেন তোর বঙ্গ আমার এলাকা। এই এলাকা বরাবরের মতো শিল্প ব্যবসা বাণিজ্যে পিছিয়ে এলাকার উন্নয়নের জন্য গ্যাস অতীব জরুরী। তিনি তার কথা রেখেছেন অবশেষে রংপুরবাসী গ্যাস পেতে যাচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে গ্যাস পাইপ লাগানোর ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং পুরো প্রক্রিয়া ব্যবস্থাপনা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত অর্থব্যয়ে সরকার সারাদেশে যেভাবে গ্যাসের সংযোগ দিচ্ছে আর মানুষ যে হারে গ্যাসের অপচয় করছে তাতে ভয় হয় অচিরেই হয়তো আমাদের এই গ্যাস ভান্ডার ফুরিয়ে যাবে। আশা করি আপনারা খুব দ্রুতই এ সুবিধা ভোগ করবেন আর অবশ্যই সচেতন হবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57198.53
ETH 2362.64
USDT 1.00
SBD 2.40