।। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

২৩ই বৈশাখ/১৪২৯ বঙ্গাব্দ।
৬মে/২০২২ইং।
রোজঃ-শুক্রবার।

।। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।

ঈদ হল সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব। আর এই ঈদের উৎসবকে ঘিরেই ১৯৩১ ইং সনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্যতম একটি গান রচনা করেছিলেন। গানটি হল, "ও মন রমজানের ঐ শেষে এলো খুশির ঈদ"। ধর্ম যার, যার, উৎসব সবার।

বিনোদন কেন্দ্র "ঝিলমিল"চিত্র-০১

IMG_20220503_140848309~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-০২

IMG_20220503_141116798~2.jpg গত দু-বছর করোনার কারণে মুসলিম সম্প্রদায় বাংলাদেশে জাঁকজমকভাবে পবিত্র ঈদ উদযাপন করতে পারেনি। অনেকটা বিধি-নিষেধ পালন করতে হয়েছে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-০৩

IMG_20220503_140912691~2.jpg স্বাস্থ্য বিধি মেনেে ঈদের জামাত পড়তে হয়েছে মসজিতে মসজিতে। দেশের বিনোদন কেন্দ্রগুলো, দর্শনীয় স্থান, ঈদমেলা, বাসাবাড়িতে লোক সমাগম জনিত অনুষ্ঠানে ছিল একটা কঠোর বিধিনিষেধ।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-০৪

IMG_20220503_140721176~2.jpg কিন্তু এবারের ঈদুল ফিতরে সেই বিধি-নিষেধের তেমন কোনো ছিলনা। ঈদের নামাজের শেষে সকলে উৎসবমুখর পরিবেশে ঘুরিয়ে বেরিয়েছে। বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ঈদ মেলার। বিনোদন কেন্দ্রগুলো ও দর্শনীয় স্থান সমুহ সাজানো হয়েছে নবরুপে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-০৫

IMG_20220503_140731129~2.jpg ঈদের দিনে দেশের অনেক স্থানের ঈদগাঁ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। কারণ ঈদের দিনে সকাল ৮ টা থেকে ১১ পর্যন্ত বৃষ্টি হয়েছে। এ কারণে আমাদের এখানেও ঈদের নামাজ পড়তে হয়েছে মসজিতে মসজিতে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-০৬

IMG_20220503_140743219~2.jpg যাইহোক সকাল ১১টার পর আমার বাসা সংলগ্ন ভেন্ডাবাড়ী বাজারে আমার কাকাত ভাইয়ের হোমিও ঔষধের দোকানে বসে বসে বসে গল্প শুনছিলাম আর সময় পার করছিলাম।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-০৭

IMG_20220503_140812778~2.jpg আর বসে বসে দেখছিলাম ঈদ আনন্দ উদযাপনের জন্য মানুষ ছুটছে আর ছুটছে। কেউবা ছুটছে ঈদ মেলয়, কেউবা বিনোদন কেন্দ্রগুলোতে, কেউবা কোন দর্শনীয় স্থানে, কেউবা আবার ছুটছে আমাদের বাজারের পাশেই বিনোদন কেন্দ্র " ঝিলমিলে "। পুরো রাস্তা জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-০৮

IMG_20220503_140934610~2.jpg দুপুর বারোটার দিকে আমার কাকাতো ভাই ভেন্ডাবাড়ী বিনোদন কেন্দ্র " ঝিলমিল " এ আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করলেন। কথা মতো আমিও রাজি হয়ে গেলাম। অবশ্য " ঝিলমিল " বিনোদন কেন্দ্রটি আমার কয়েকজন বন্ধু মিলে এবারই করেছে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-০৯

IMG_20220503_180025862~2.jpg ঈদের আগে আগেই এটির উদ্বোধন করা হয়েছে, এখনো কাজ চলমান। লোকমুখে শুনতে পাই বেশ ভালই সাজিয়েছে স্বল্পপরিসরে এই বিনোদন কেন্দ্রটি।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-১০

IMG_20220503_140521664~2.jpg যাহোক কথানুসারে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেলাম বিনোদন কেন্দ্র " ঝিলিমিল " এর দিকে। গিয়ে দেখি বেশ লোকজনের সমাগম সেখানে। নারী পুরুষ পরিবার-পরিজন নিয়ে এখানে এসেছেন বিনোদনের জন্য।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-১১

IMG_20220503_140536418~2.jpg বাহ্ অপরূপ করে সাজিয়েছেন এই বিনোদন কেন্দ্রটি । এখানে রয়েছে একটি ফুলের বাগান, বিভিন্ন অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার, খাবারের জন্য হোটেল রেস্তোরাঁ ব্যবস্থা।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-১২

IMG_20220503_140602915~2.jpg রয়েছে সারিবদ্ধ ভাবে পরিবার-পরিজনদের নিয়ে বসবার ব্যাবস্থা, এখানে যে যার মত ছবি উঠাচ্ছেন বিনোদনকেন্দ্রে নির্মিত স্থাপনার পাশে, কেউবা আবার ঝিলমিল এর রাস্তার পাশে। সবাই বেশ পরিপাটিভাবে সাজিয়ে গুজিয়ে এসেছেন।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-১৩

IMG_20220503_140615602~2.jpg আমরা ঝিলমিল এর ভিতরে প্রবেশ করতেই দেখা হল কয়েকজন বন্ধুর সঙ্গে। আমরাও তাদের সঙ্গে ঝিলমিল বৈঠকখানায় বসে, চা-কফি খেয়ে প্রায় ঘন্টা দুয়েক সময় ধরে জমিয়ে আড্ডা দিয়ে চলে আসলাম।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-১৪

IMG_20220503_140637835~2.jpg
বেশ ভালোই কাটলো ঈদের প্রথম দিনটি। নিজে অসুস্থ থাকলেও " ঝিলমিলে " যাওয়ার পর মনটা খুবই হালকা মনে হল। আমার ডাক্তারও পরামর্শ দিয়েছেন বাড়ীতে রেষ্টের পর সময় কাটাতে হবে কিছু আনন্দ দায়ক স্বানে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-১৫

IMG_20220503_140701486~2.jpg যাহোক বাসায় আসতে আসতে নিজে ভালো থাকার জন্য, নিয়ত করে ফেললাম যে, আগামীকাল থেকে বন্ধুদের সঙ্গে বিনোদনের জন্য একটু ঘুরবো। তা অবশ্য ভেন্ডাবাড়ী থেকে ৩-৪ কিলোমিটারের মধ্যে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বিনোদন কেন্দ্র "ঝিলমিল" চিত্র-১৬

IMG_20220503_141331113~2.jpg আমাদের ভেন্ডাবাড়ী থেকে ৩-৪ কিলোমিটারের মধ্যে ৬-৭টি বিনোদন কেন্দ্র রয়েছে। এসব বিনোদন কেন্দ্র ঘুরে বেড়াবো এবং ঈদ আনন্দ সবার সাথে উপভোগ করব।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বন্ধুরা, আজ এ পর্যন্ত্যই, বিনোদন কেন্দ্র ""ঝিলমিল" এর ঈদ আনন্দ ও ভ্রমন পর্ব। আগামীকাল আবার কথাহবে ঈদ আনন্দ ও ভ্রমনের অন্যকোন বিনোদন কেন্দ্র নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্যে কামনায়, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোরারক। শুভরাত্রি।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile Phone.
Modelz-35
AddressVendabari Pirganj Rangpur Bangladesh.

Rioting & Photo Location

Sort:  
 2 years ago 

ভাই আপনি খুব সুন্দর করে ঈদ উদযাপন করেছেন। বেশ ভালো লেগেছে। আসলে ঈদ উদযাপনের মজাই আলাদা। সেখান থেকে আপনি একটু উপভোগ করেছেন শুনে ভালো লাগলো। ঈদ উপলক্ষে আপনি ঘুরাঘুরি করেছেন এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে সত্যিই খুব ভালো লাগছিল আপনাকে ধন্যবাদ গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

এই বিনোদন কেন্দ্রটি মনে হয় আপনাদের এলাকাতে খুবই জনপ্রিয়। প্রচুর লোক সমাগম দেখে সেটাই মনে হচ্ছে। আপনার অসুস্থতার খবর শুনে খারাপ লেগেছে। আশা করি এখন কিছুটা সুস্থ আছেন। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

 2 years ago 

কথাটা ঠিক বলেছেন ভাই ধর্ম যার যার উৎসব সবার, ঈদের দিনে ঈদের নামাজ শেষে ঘুরতে যাওয়ার মুহূর্ত টা আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে ঈদের দিনে ঘুরতে না গেলে কি চলে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। আপনি ঘুরতে গিয়ে দারুন সব ফটোগ্রাফি করেছেন এগুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমেই আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আপনি অনেক সুন্দর ভাবে ঘোরাঘুরি করেছেন দেখলাম ভাইয়া। আপনার ঘুরাঘুরির খুবই সুন্দর কিছু মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

গত দু-বছর করোনার কারণে মুসলিম সম্প্রদায় বাংলাদেশে জাঁকজমকভাবে পবিত্র ঈদ উদযাপন করতে পারেনি

আপনি একদম ঠিক বলেছেন করোনার কারণে আমরা গত দু'বছর ভালোভাবে ঈদ পালন করতে পারিনি আর এই বছর আমাদের ঈদের আনন্দটা অনেকটাই কমিয়ে দিয়েছে বৃষ্টি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68745.77
ETH 3744.06
USDT 1.00
SBD 3.76