।। যুক্তরাজ্যের প্রায়াত দ্বিতীয় রানী এলিজাবেথ পর্ব-০৩ ।।10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১৩ই সেপ্টেম্বর/২০২২ইং।
রোজঃ মঙ্গলবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে এক রকম আছি। গতকাল আপনাদের সামনে ভিন্ন আয়োজনে "বিশ্বের কিংবদন্তি বৃটেনের দ্বিতীয় রাণী এলিজাবেথের জীবনী নিয়ে একাধিক ফিল্ম ও সিরিয়াল নির্মিত হয়েছিল, সময় স্বল্পতার কারণে এ সম্পর্কে বিশদ আলোচনা করতে পারিনি। আজ তৃতীয় পর্বে নির্মিত ঐ সমস্ত ফিল্মকে ঘিরে বিস্তারিত বর্ণনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি‌।" আশা রাখি সকলকে ভাল লাগবে।

Picsart_22-09-13_18-24-35-482.png image source

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

।। দ্বিতীয় রানী এলিজাবেথ পর্ব-০৩।।

বন্ধুরা, যুক্তরাজ্যের কিংবদন্তি দ্বিতীয় রানী এলিজাবেথ এর শৈশব থেকে শাসনামল পর্যন্ত অসংখ্য ফিল্ম ও টিভি সিরিয়াল নির্মিত হয়েছিল। তা দ্বিতীয় পর্বে সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। ওই সকল ফিল্ম ও টিভি সিরিয়ালে যে সমস্ত কলাকৌশলী অংশগ্রহণ করেছিলেন তারাও বিশ্বখ্যাত সেরা উপাধি পেয়েছে। আপনাদের স্মরণ করিয়ে দেয়ার জন্য পুনরায় ওই সমস্ত ফিল্ম ও টিভি সিরিয়াল এর নাম উল্লেখপূর্বক বিশদ আলোচনা করার জন্য আজকের এই আয়োজন। নিম্নে দ্বিতীয় রানী এলিজাবেথ এর জীবনী নিয়ে যে সকল ফিল্ম ও টিভি সিরিয়াল নির্মিত হয়েছিল তা উল্লেখ করলাম।

০১-প্রিন্স ফিলিপ: আ্যন এক্সট্রা আরডিনারি লাইফ, ০২-এলিজাবেথ অ্যান্ড মার্গারেট: লাভ অ্যান্ড লয়ালটি, ০৩-আউয়ার কুইন অ্যাট ওয়ার, ০৪-দ্য কুইন, ০৫-দ্য রয়্যাল হাউস অব উইন্ডসর, ০৬-দ্য ক্রাউন, ০৭-দ্য কিংস স্পিচ ইত্যাদি। উপরে উল্লেখিত ফিল্ম গুলো দ্বিতীয় রানী এলিজাবেথ এর জীবন কর্ম ও দীর্ঘ শাসনামলের উপর ভিত্তি করে নির্মিত করা হয়েছিল।

১। প্রিন্স ফিলিপ: আ্যন এক্সট্রা আরডিনারি লাইফ--------------

উল্লেখিত ছবিটি মূলত প্রিন্স ফিলিপকে নিয়ে নির্মিত হলেও এই ছবিতে যুক্তরাজ্যের দ্বিতীয় রানী এলিজাবেথের শাসনামলের একটা অংশের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। প্রিন্সের প্রতি দায়িত্ব ও কর্তব্য বোধ এবং শাসক হিসেবে সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে ‌।

০২। এলিজাবেথ অ্যান্ড মার্গারেট: লাভ অ্যান্ড লয়ালটি----------------------------

এই ছবিটিতে দ্বিতীয় রানী এলিজাবেথ এবং তার বোন মার্গারেট এর সম্পর্কে নির্মিত হয়েছে। পারিবারিকভাবে বোনদের মধ্যে সম্পর্ক কতটুকু মধুর হয় তা এখানে ফুটিয়ে তোলা সহ একজন শাসক হিসেবে কি রকম সম্পর্ক সেটিও প্রাধান্য দেয়া হয়েছে এই ছবির গল্পে।

০৩। আউয়ার কুইন অ্যাট ওয়ার---

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী অবলম্বনে এই ছবিটি নির্মিত করা হয়েছিল। ওই সময় দ্বিতীয় রানী এলিজাবেথ ছিলেন টগবগে তরুণী। যুদ্ধের সময় রানী তরুণী হইলেও কল্যাণমূলক যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। আর সেই কাহিনীকেই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে।

০৪‌। দ্য কুইন-------

এই ছবিটি সারা পৃথিবীতে সারা জাগিয়েছে। এটি রানীর ব্যক্তিগত জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে। এই ছবিটিতে লাস্যময়ী হলিউড তারকা হেলেন মিরন রানীর চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয় করে লাৎস্যময়ী হেলেন মিরন অস্কার জিতে নেন। এই ছবিতে হেলেন মিলন দ্বিতীয় রাণী এলিজাবেথের হুবাহু চরিত্রগুলো নিখুঁতভাবে ফুটে তুলেছিলেন।

০৫। দ্য রয়্যাল হাউস অব উইন্ডসর------

এই ছবিটিতে রাস পরিবারের ১০০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে। এরমধ্যে দ্বিতীয় রানী এলিজাবেথের শাসনামলের একটি গুরুত্বপূর্ণ অংশ ও তুলে ধরা হয়েছে। বিশ্বের ইতিহাসে এত দীর্ঘতম শাসনকাল দু চারটি ছবি দিয়েই তুলে ধরা সম্ভব নয়।

০৬। দ্য ক্রাউন----------

এই ছবিটি সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটি ছবি। ২০০৬ সালে নেটফ্লিক্সে মুক্তি পাই এটি। এই ছবিতে খুবই কৌশলে দ্বিতীয় রানী এলিজাবেথের জীবনচিত্র। দ্বিতীয় রানী এলিজাবেথের জীবন চিত্র নিয়ে এই ছবিটি দর্শক নন্দিত ও আলোচিত হয়েছে ছবিটি। ছবিটি কোটি কোটি দর্শকের হৃদয় নাড়া দিয়েছে।

০৭। দ্য কিংস স্পিচ-------

যুক্তরাজ্যের দ্বিতীয় রানী এলিজাবেথের শৈশব ফুটে উঠেছে এই ছবিতে। এই চলচ্চিত্রটি রাজা ষষ্ঠ জর্জের জীবনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় দেখা গেছে শৈশবের এলিজাবেথ কে। অত্যন্ত দুর্দান্ত গল্পের কারণে এই চলচ্চিত্রটি অস্কার জিতেছে। কোটি কোটি দর্শক নন্দিত হয়েছে চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রটির মাধ্যমে রানী এলিজাবেথের অনেক না জানা তথ্য জেনেছি পৃথিবীর মানুষ।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddYh7tBg4fkniwUSfKT1ArcGEHuGc2zGMQRehBhHakDqGjooTKUyaGevyKytij...vUvYJXyYtQGeKnLsMJ1fNzRivCgcRL6daj2KcTL5uBii2dmPp45U9JxS7PzBZtZNy6bWcJpZTvJBoj2VVWF3yNMaq89Tit49G9LP71CY32SPdoXdvRtAVpWDzN.png
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, আজকে এই পর্যন্তই‌। আবার কথা হবে আগামীকাল যুক্তরাজ্যের দ্বিতীয় রানী এলিজাবেথে পর্ব-৪ নিয়ে। আর এই পর্বে এলিজাবেথের জীবনী নিয়ে নির্মিত, চলচ্চিত্র ও টিভি সিরিয়ালে যে সমস্ত রুপালি পর্দার তারকা অভিনয় করেছেন তাদের আলোচনা নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় শুভরাত্রি।

চলবে-----

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo designPicsart Photo & Video Editor.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41