।। অপরূপ বাংলার সূর্যোদয় ফটোগ্রাফি।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

অপরূপ বাংলার সূর্যোদয় ফটোগ্রাফি

নমস্কার বন্ধুরা,

আমি @amitab আপনাদের নতুন বন্ধু বাংলাদেশ থেকে। "আমার বাংলা ব্লগ " কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বর কৃপায় ভালো আছি। আদ্য আমি আপনাদের সামনে রক্তিম সূর্যোদয়ের আকর্ষণীয় কিছু ফটোগ্রাফি উপস্থাপনের জন্য হাজির হয়েছি আশা করি সকলের ভাল লাগবে।

প্রথম সূর্যদয় প্রাক্কালে অপরুপ রক্তিম বর্ণ

IMG_20220312_062807395_AI~2.jpg আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় আমার এ রক্তিম সূর্যোদয়ের ফটোগ্রাফি উৎসর্গ করছি।

রক্তিম সূর্যদয় হলুদ বর্ণ ধারনের দৃশ্য

IMG_20220312_063518130_AI~3.jpg
প্রভাতে দিগন্ত জুড়ে, মনোরম পরিবেশের সূর্যদয়ের দৃশ্য আমার নিকট অসাধারণ লাগে। ছাত্র জীবনে এটি নিয়মিত করলেও এখন আর সম্ভব হয় না। এর পরেও মাঝে মাঝে সুযোগ হলে চেষ্টা করি প্রভাতে হাটা হাঁটি সহ সূর্যদয়ের দৃশ্য উপভোগ করার।

সবুজ মাঠে সূর্যদয়ের দৃশ্য

IMG_20220312_064254238_AI~3.jpg
গত সপ্তাহে গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল, উক্ত অনুষ্ঠানে সারারাত ব্যাপি হরিনাম কীর্তন শুনেছি। অনুষ্ঠানটি সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে সমাপ্ত হয়েছে। যা হোক আর দেরি না করে প্রভাতে গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করি। যখন হাঁটছিলাম ঠিক তখনই নজর পড়লো পূর্ব আকাশের দিকে।

গাছ-পালা অতিক্রম করে সূর্যদয়ের দৃশ্য

IMG_20220312_064706111_AI~3.jpg
সেই দিগন্ত আকাশের পূর্বকোনে রক্তিম বর্ণ ধারণ করে উদিত হচ্ছে সূর্যি মামা । অপুর্ব লাগছে সেই দৃশ্যটি। এই দৃশ্য দেখার পর সারা রাত্রি জেগে থাকার ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। আর এই ভালোলাগার মুহূর্তগুলো ধরে রাখতে প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করে বারংবার ক্লিক করতে থাকলাম।

গাছের বাগান অতিক্রম করে সূর্যদয়

IMG_20220312_065002625_AI~3.jpg
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলতে থাকে হাটাহাটি সহ এর কাজ। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততোই পরিবর্তন হচ্ছে প্রকৃতির রং সহ অন্ধকারাচ্ছন্ন ধরণী। ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি, এ সৃষ্টি পৃথিবীর সকল জীবের জন্য সর্বোদা মঙ্গলময়।

একটি গ্রাম্য বাজার অতিক্রম করে সূর্যদয়

IMG_20220312_065508509_AI~3.jpg
একই সূর্যোদয়ের দৃশ্য একেক স্থানে একেক রকম অনুভূতি। প্রতিটি মানুষের উচিত নিজেকে সুস্থ রাখার জন্য প্রাতঃভ্রমণ করা, কিন্তু অনেকের ক্ষেত্রেই তা সম্ভব হয়না। এটি যাহারা নিয়মিত করে থাকেন তারা অনেক সুস্থ্য আছেন।

এটি বাজারের ভিতরের সূর্যদয়ের দৃশ্য

IMG_20220312_070817114~3.jpg
আমার গ্রামের বয়োজ্যেষ্ঠদের মুখে কথায় কথায় প্রায় শুনতে পাই যে, "সকাল বেলার হাওয়া লক্ষ্য টাকার দাওয়া "। আসলে তাই , আমার দেখা বেশ কয়জন ব্যক্তি রয়েছে তারা প্রতিনিয়তই এ কর্মটি করে থাকন। সত্যি সত্যি তারা অনেকটাই ভাল রয়েছেন।

নারিকেল গাছ অতিক্রম করে সূর্যদয়

IMG_20220312_071107856_AI~3.jpg
গ্রামীণ জনগোষ্ঠীর অধিকাংশ কর্মজীবি মানুষ প্রভাতেই কৃষিকাজ সহ নানা পেশার কাজে যুক্ত হয়ে থাকেন। এ জন্য তাহারা স্বাস্থ্যগত ভাবে অনেক ভাল থাকেন।

বহুতল ভবন অতিক্রম করে সূর্যদয়

IMG_20220312_071227651_AI~3.jpg
কিন্তু শহুরে জীবন যাত্রায় অসংখ্য মানুষ এই প্রাতঃ ভ্রমণ সহ সূর্যদয়ের নির্মল আলো বাতাশের ছোয়া থেকে বঞ্চিত থাকেন। আবার সংখ্যায় নগণ্য কিছু শহুরে মানুষ রয়েছ তারা এটি করে থাকেন। সে যাই হোক নিজে সবল ও সুস্থ থাকতে " আমার বাংলা ব্লগ " কমিউনিটির সকল সদস্য ভাই বোনদের প্রতি আমার বিনীত আহ্বান রইল, ( যাহারা প্রভাতে হাটা-হাটি করেন না শুধু তাদের জন্য) আসুন আমরা আজ থেকে শুরু করে দেই প্রতঃ ভ্রমণ। সাথে পরিবারের অন্যান্য সদস্যদের ও উদ্বুদ্ধ করি।

আমার নিজের গ্রাম অতিক্রম করে সূর্যদয়

IMG_20220312_072728213_AI~3.jpg

বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোন কন্টেন্ট নিয়ে । সে পর্যন্ত সাথেই থাকুন এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্যে কামনায় শুভ বিকেল ।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম@amitab
cameraSymphony Mobile phone.
modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।
তারিখ২৬।০৩।২০২২ইং।
Sort:  
 2 years ago 

ওয়াও কী চমৎকার একটি দৃশ্য। অসাধারণ এই দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।এই অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটি দৃশ্য খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার প্রতিটা ছবি সূর্য কেন্দ্রিক। চমৎকার একটা আইডিয়া নিয়ে ছবিগুলো তুলেছেন। প্রতিটা ছবি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সূর্যাস্ত এবং সূর্যোদয় দৃশ্য প্রায় একই রকম মনে হলেও আমার কাছে সূর্যোদয়ের ছবিটি সবসময়ই ভালো লাগে। আমার কাছে সূর্যোদয় মানে হচ্ছে একটি নতুন সম্ভাবনা, একই নতুন দিনের সূচনা। আর সূর্যাস্ত মানে হচ্ছে জীবন থেকে একটি দিন কমে যাওয়া। দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সূর্যোদয়ের ফটোগ্রাফি গুলো আপনি দারুণভাবে ক্লিক করেছেন। আমার কাছে বিশেষ করে প্রথম ছবিটি খুবই ভালো লেগেছে। আপনার উপস্থাপনা ও বেশ দারুন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

সকালবেলা সূর্যোদয়ের সময় খুবই মনমুগ্ধকর হয়ে থাকে। চারদিকের অপরূপ সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি আমরা ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে সূর্যোদয়ের সময় গুলো আলোকচিত্র মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন? এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অপরূপ বাংলার সূর্যোদয়ের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ।আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে খুবই পছন্দ করি। আপনি খুব সুন্দর করে সূর্যোদয় ও সূর্যাস্তের ফটোগ্রাফি করেছেন সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার দুটো কনসেপ্টই আমার দারুন লেগেছে। প্রথমে পূর্ণিমা চাঁদের আর তারপর দিন সূর্যোদয়ের। দুটোই অসাধারণ হয়েছে জ্যেঠু। ভালোবাসা নেবেন 🤗

 2 years ago 

আপনাদের হ্যা সূচক অনুপ্রেরনাই নতুনদের এগিয়ে নিবে অনেক দুর। আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

পৃথিবীতে সবচাইতে সুন্দর রোমান্টিক কিছু মুহূর্ত রয়েছে সেটি হচ্ছে সূর্য উদয় ও সূর্য অস্ত যাওয়ার সময়। আর আপনি সেই মুহূর্তগুলো আপনার ক্যামেরাবন্দি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রাম বাংলার সৌন্দর্য তুলে ধরেছেন বেশ ভালো লাগলো। আসলেই সূর্যাস্তের ছবি দেখে প্রাণটা জুড়িয়ে যায়। আপনি দক্ষতার সহিত ও সবুজ মাঠ ফসল সূর্যাস্তের ছবি তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য অসাধারণ ছিল

বাহ অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখলাম ভাই। খুবই সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চমৎকার লাগল। তবে উপস্থাপনা অনেক ভাল লেগেছে আমার কাছে।কারন নতুন অবস্থায় আমিও এই রকম ভাবে পোস্ট করেছিলাম। ধীরে ধীরে সব শিখে গেছি। তাই আপনিও শিখবেন। নিয়মিত পোস্ট করার চেষ্টা করুন। তাহলে ভালো কিছু করতে পারবেন এইখানে।💞💞
শুভকামনা রইল ভাইয়া। 💞💞

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57645.95
ETH 2389.92
USDT 1.00
SBD 2.43