।। নিজের ধানের জমির পরিচর্যা-"যত্নে রত্ন মিলে" ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৭ই সেপ্টেম্বর/২০২২ইং।
রোজঃ শনিবার।

বন্ধুরা, নমস্কার/আদাব

আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিজের ধানের
জমির পরিচর্যা-"যত্ন নিলে রত্ন মিলে।"
এই শিরোনাম নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলকে ভাল লাগবে।

।। যত্নে রত্ন মিলে"।।

বিশ্বকবি রবীন্দ্রনাথের সোনার বাংলায় জন্মগ্রহণ করে সত্যিই আমি গর্বিত। যত্ন নিলে এই মাটিতে সোনা ফলে। পৈতৃক সূত্রেই কৃষকের ঘরের সন্তান আমি, কৃষি আমাদের প্রধান সম্পদ‌। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে ফসলের জমি খুবই উর্বর শীল। বেশি নয়, একটি পরিবারের ২-৩ বিঘা জমি থাকলে সেই পরিবারের ভাতের অভাব নেই।

IMG_20220916_175323065~2.jpg

আর শুধু জমি থাকলেই হবে না, তার যত্নও নিতে হবে, তবেই রত্ন মিলবে। সেই অভিপ্রায় নিয়েই আজকের এই লেখা। চাষাবাদের জন্য আমারও একটু জমি রয়েছে। সেটিতে এমন ধার লাগিয়েছি। সেই ধানের জমিতে আগাছা পরিষ্কার করে নিয়েছি, ধানের চারা রোপনের ২১ দিন পর ইউরিয়া দিয়েছি। ইউরিয়া সার দেয়ার ৩ দিন পর কীটনাশক প্রয়োগ করতে হবে। কিন্তু ২১ দিনের দিন শুরু হয়ে যায় নিম্নচাপের। ফলে গত বৃহস্পতিবার ২৭ দিনে আমার গ্রামের একজন মজুর কে নিয়ে কীটনাশক প্রয়োগ করে নিলাম।

IMG_20220916_180113335~2.jpg

আমন ধানের ক্ষেতের জন্য মাজরা পোকার আক্রমণ, পথচারী (ক্ষেতের পচন রোগ) ও ফুতি পোকার আক্রমণ মারাত্মক ক্ষতি করে। তাই এমন ধানক্ষেত এর সুরক্ষার জন্য উল্লেখিত তিনটি বালাই ও পোকার আক্রমণ প্রতিহিত করার জন্য তিনটি কীটনাশক স্প্রে করার জন্য নির্বাচন করে নিয়ে নিয়েছি‌।

IMG_20220916_180152171~2.jpg

কীটনাশকগুলো নিজে দাঁড়িয়ে থেকে একটি বালতিতে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি। এক বিঘা, জমিতে এটি ৩ টোলে বিভক্ত বিভক্ত করে স্প্রে করে দিতে হবে।

IMG_20220916_180124709~2.jpg

তারপরে স্প্রে মেশিনে টিউবয়েল থেকে, অর্ধেক পরিমাণে জল ভরিয়ে নিয়ে, পরপর তিনবার, তিন মেশিনে মিশ্রণকৃত কীটনাশক গুলি পরিমাণ ঢেলে দিয়ে আবার জল ভরিয়ে নিলাম। এভাবে কীটনাশকের দ্রবণটি মেশিনে ভালোভাবে মিশে নিলে কীটনাশকের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পায়।

IMG_20220916_180213647~2.jpg

IMG_20220916_180255651~2.jpg

IMG_20220916_180425307~2.jpg

IMG_20220916_180940212~2.jpg

যাই হোক, এভাবেই নিজে দাঁড়িয়ে থেকে ঐদিন পড়ন্ত বিকেলে আমাদের গ্রামের সেই দিনমজুর যুবকের মাধ্যমে নিজের ধানের জমিতে পরিচর্যা করলাম। পড়ন্ত বিকেলে যখন সেই যুবকটি আমার ধানের জমিতে কীটনাশক স্প্রে করছিল, সেই মূর্তিটি আমার কাছে খুবই অপূর্ব লাগছিল। যেন সবুজ প্রকৃতি এবং কৃষকের সংমিশ্রণে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। প্রকৃতির সেই অপরূপ দৃশ্যের মায়া চির স্মরণীয় করে রাখতে ঝটপট করে নিজেকে ক্যামেরাবন্দি করে নিলাম। এভাবে শুধু আমি যে ক্ষেতের যত্ন করি ঠিক তা না। সকল কৃষকেই এভাবেই তাদের রোকনকৃত ফসলের নিপুণভাবে যত্ন করে থাকেন। আমাদের গ্রাম্য ভাষায় সচারচর বলে থাকেন, "যত্ন রত্ন মিলে।"

IMG_20220916_180944640~2.jpg

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার নিজের ধানের জমির পরিচর্যা-"যত্নে রত্ন মিলে" অভিপ্রায় এর কিছু কথা। আজকে এ পর্যন্তই আগামীকাল কথা হবে আবার অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ রাত্রি।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationVendari.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

আসলেই যার ধানের জমি আছে তার সোনার খনি লাগবে না। তবে সেই জমির যত্ন করতে হবে।কীটনাশক বিষয়ে অনেক কিছু শিখলাম।তবে যে কীটনাশক ছিটাচ্ছে তাকে আরেকটু সতর্ক হতে হবে।এরপর থেকে তাকে মাস্ক ব্যবহার করতে বলবেন দাদা।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। মার্কস ব্যবহারের জন্য বলেছিলাম। কিন্তু কে শুনে কার কথা। অশিক্ষিত লোকের এটাই তো দোষ। যাক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন দাদা যত্নে রত্ন মিলে।শুধু জমি থাকলে আর চাষ করলে হবে না তা একদম বাস্তব কথা।কোন কিছুর থেকে ভাল কিছু আশা করতে গেলে পরিশ্রম আবশ্যক। তা না হলে সাফল্য অর্জন সম্ভব নয়।ধন্যবাদ দাদা মূল্যবান একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু। আমার কথাগুলোর মূল্যায়ন করে মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমাদের দেশের মাটি নদীর কারনে সত্যিই অনেক উর্বর। ভাল করে যত্ন নিলে এই মাটিতে সোনা না ফললেও খুব ভাল ফসল হবে। আপনি মজ্রা পোকা আর ফুতি পোকা থেকে ফসল বাচানোর জন্য যেভাবে যত্ন সহকারে ছেলেটিকে দিয়ে কীটনাশক স্প্রে করেছেন তাতে করে মনে হচ্ছে আপনার ফসল অনেক ভাল হবে। আপনার মত যত্ন সহকারে প্রতিটি ঘরে ফসল ফলাক এই কামনা করি। আপনার ছবিতে একদম গ্রামের ধানি জমির সুন্দর একটি দৃশ্য ফুটে উঠেছে। ধন্যবাদ দাদা।

 2 years ago 

মা মাটির দেশ। আমাদের জীবনের আবেশ। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

যে কোন চাষাবাদ করতে হলে পরিচর্যা এবং যত্ন নিতে হবে তাহলেই ভালো কিছু আশা করা যায়। একটা কথা ঠিকই বলেছেন যত্ন নিলে এই মাটিতে সোনা ফলে ।আর বাংলাদেশের প্রধান চাষাবাদ ফসল হলো ধান। তার সোনালী রংটা আমার কাছে বেশ ভালই লাগে।

 2 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দাদা আপনাদের ধান তো অনেক বড় হয়ে গেছে দেখছি। আমাদের এখানে অবশ্য তেমন বড় হয় নাই। যাইহোক পারলে আমিও ধানের ক্ষেত থেকে কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করব। সবুজের মাঝে কিছুক্ষণ থাকতে আমার ভালো লাগে।

 2 years ago 

সবুজ শ্যামল প্রান্তর আর নীলিমা আকাশ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আপনার সেই ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41