।। কয়েকটি অপরূপ সুন্দর ফুলের ফটোগ্রাফি।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

২৩ই অক্টোবর/২০২২ইং।
রোজঃ মঙ্গলবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই বিদায়ী শরৎ ঋতুর অপরূপ সৌন্দর্য কাশফুলের শুভেচ্ছাসহ আগমনী শীতের উষ্ণ শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন, আমিও ভালো আছি। গত সপ্তাহেই ফুলের ফটোগ্রাফিতে বলেছিলাম-ফুল আমার খুবই প্রিয়। চলার পথে যখনই কোন ফুল চোখে পড়ে, তখনই চেষ্টা করি ফুলের ফটোগ্রাফি করার জন্য। সেটি হোক কোন বাসা বাড়ির ধারের ফুল, অথবা রাস্তার ধারে জঙ্গি ফুল, নয়তোবা অবহেলায় অযত্নে বেড়ে ওঠা কোন আকর্ষণীয় ফুল। ফুল সর্বদা পবিত্র একটি বস্তু। আজও আমি আপনাদের সামনে কয়েকটি অপরূপ সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলকে ভাল লাগবে

IMG_20221022_164917475~2.jpg উপরে উল্লেখিত পাতাবাহার ফুলের গাছটি, গত ২২ শে অক্টোবর/২০২২ ইং। স্থান-দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে ফটোগ্রাফি করেছিলাম। অসম্ভব সুন্দর লাগছে এই পাতাবাহার ফুলের গাছটি। একটি দ্বিতল ভবনের সামনে লাগানো হয়েছে এই গাছটি। লাল এই পাতাবাহার ফুলের গাছটি উল্লেখিত দ্বিতীয় ভবনটিকে অপরূপ শোভায় সজ্জিত করে রেখেছে। রাস্তার পাশে এই ভবনটি দেখতে অনেকেই দাঁড়িয়ে পড়ে শুধুমাত্র পাতাবাহার ফুলের গাছটির জন্য।

IMG_20221021_152334896~2.jpg গত ২১ শে অক্টোবর/২০২২ ইং তারিখে-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা সদরের রাস্তার পাশে এই জংলি ফুলের গাছ থেকে ফটোগ্রাফি করেছিলাম। অপরূপ সুন্দর লাগছিল ফুলের গাছটিকে। লোভ সামলাতে না পেরে ফটোগ্রাফি করে ফেললাম। ফুলটি কি আমাদের গ্রাম্য ভাষায় অনেকে বিষ কাটাল ফুল বলেও আখ্যায়িত করছে। তবে তোর কিছু নাম আমার জানা নেই।

IMG_20221021_152854151~2.jpg গত ২১শে অক্টোবর/২০২২ ইং তারিখে জেলার পীরগঞ্জ উপজেলা সদরের পাশেই এটিও ক্যামেরাবন্দি করেছিলাম। এই ফুলটি আমাদের এলাকায় বিস্কুট ফুল বলে পরিচিত। এটি রাস্তার ধারেই শোভা পাচ্ছিল। অসাধারণ সুন্দর লাগছিল চলার পথে ফুলের গাছটি। তাই লোভ সামলাতে না পেরে ফটোগ্রাফি করে ফেললাম।

IMG_20221021_152909033~2.jpg গত ২১শে অক্টোবর/২০২২ ইং তারিখে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা সদরের পাশেই রাস্তার ধারে একটি পরিত্যক্ত ঘরের পাশে উল্লেখিত ফুলের গাছটিকে ক্যামেরাবন্দি করেছিলাম। এটি আমাদের এলাকায় মোরগ ফুল নামে পরিচিত। এটি সবেমাত্র পরিস্ফুটিত হচ্ছে। সম্পূর্ণরূপী পরিস্ফুটিত হলে এটিও দেখতে অপরূপ সুন্দর লাগে। রাস্তায় দাঁড়িয়ে এটিরও ফটোগ্রাফি করে ফেললাম।

IMG_20221022_170112465~2.jpg গত ২২ শে অক্টোবর/২০২২ ইং তারিখে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সদরের পাশেই রাস্তার ধারে উপরে উল্লেখিত ফুলটির ফটোগ্রাফি করে ফেললাম। এটিও রাস্তার ধারে অপরূপ সুন্দর শোভা বর্ধন করছে। এটি আমাদের গ্রামাঞ্চলের ভাষায় কলাবতী ফুল বলে আখ্যায়িত। এটি আমাদের চারিপাশে বিভিন্ন প্রতিত জায়গায় অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠে। এটি নার্সারিতে সভা না পেলেও রীতিমতো রাস্তার ধারে সকলের মন কারছে।

IMG_20221022_170128015~2.jpg গত ২২ শে অক্টোবর/২০২২ ইং। স্থান-দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সদরের রাস্তার ধারে অপূর্ব সুন্দর একটি জবা ফুল। এই জবা ফুলের গাছের উপরে রয়েছে আবার গেট ফুলের একটি গাছ তার পাশেই রয়েছে আবার কলাবতী ফুলের গাছ। গেট ফুলের গাছের নিচে প্রস্ফুটিত হয়ে যেন উঁকি মারছে এই জবা ফুলটি।

IMG_20221022_170235648~2.jpg গত ২২ শে অক্টোবর/২০২২ ইং তারিখে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সদরের পাশেই রাস্তার ধারে ফটোগ্রাফি করেছিলাম। একটি গেট ফুলের গাছ ছাতির মত ঘিরে রেখেছে একটি জবা ফুলের গাছকে। অনেক কয় প্রকার গেট ফুলের প্রজাতি রয়েছে তার মধ্যে এটি একটি। এই গেট ফুলটির বিশেষত্ব হচ্ছে ফুলগুলো ফুটে সকাল বেলা। যখন ফুলগুলো ফোটে অপরূপ দৃশ্যে সজ্জিত হয়ে থাকে। কিন্তু আমি যখন ফটোগ্রাফি করেছিলাম তখন ছিল পড়ন্ত বিকেল। যাইহোক তবুও ভালো লাগছে।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার কয়েকটি অপরূপ সুন্দর ফুলের ফটোগ্রাফি। আজ এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনায় শুভরাত্রি।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রথমের ছবিটিতে আপনি যে ফুলটিকে পাতাবাহার বলেছেন ওইটার অরজিনাল নাম বাগান বিলাস ফুল। এছাড়াও আপনার শেয়ার করা মোরগ ফুল এবং কলাবতী ফুল আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম ফুলটির অরিজিনাল নাম আমি জানতাম না। আপনার মাধ্যমে তা জানা হয়ে গেল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন দাদা ফুল সর্বদা পবিত্র জিনিস। আপনার পোস্টে নানা ধরনের ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো।সব গুলো ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে। এবং প্রতিটা ফটোগ্রাফির স্থান সময় বলে দিয়েছেন এটা বেশ ভালো।

তবে আপনি একজন ভেরিভাইড মেম্বার আপনার পোস্টে আরও কিছু মার্কডাউন আশা করেছিলাম। লেখাগুলো সোজা করার জন্য নির্দিষ্ট কোড আছে সেগুলো ব‍্যবহার করলে আরও সুন্দর লাগত পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, মার্ক ডাউনের কোডগুলো সঠিকভাবে ব্যবহার করলে লেখাগুলো আরো সুন্দর হতো। পরবর্তীতে চেষ্টা করব ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো দিনাজপুর জেলার নবাবগঞ্জ,রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রাস্তার পাশ থেকেই নিলেন। রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে ভালই লাগে। আর আপনি সচেতন মানুষ হিসাবে রাস্তার পাশে ভালেই লক্ষ রাখেন। ধন্যবাদ দাদা।

 2 years ago 

সত্যি ভাই রাস্তার পাশে এই সমস্ত সিন দেখতে খুবই ভালো লাগে। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66