।। বৃটেনের রানী এলিজাবেদ ৭০ বছর ধরে রানীর দায়িত্ব পালন করেন ।।10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১১ই সেপ্টেম্বর/২০২২ইং।
রোজঃ রবিবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে এক রকম আছি। আজ আমি আপনাদের সামনে ভিন্ন আয়োজনে "বিশ্বের কিংবদন্তি বৃটেনের দ্বিতীয় রাণী এলিজাবেথের সংক্ষিপ্ত আকারে দীর্ঘ ৭০ বছর ধরে রানীর দায়িত্ব পালনের গল্প নিয়ে হাজির হয়েছি‌।" আশা রাখি সকলকে ভাল লাগবে।

Picsart_22-09-11_19-14-22-925.png
image source

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আপনারা সবাই অবগত আছেন যে, গত বৃহস্পতিবার বৃটেনের দ্বিতীয় রানী এলিজাবেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে ও রানী এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় ঘোষণা করা হয়েছে।

বিশ্বের ইতিহাসে দ্বিতীয় রানী এলিজাবেদ একটি কিংবদন্তি অধ্যায়। কারণ এত দীর্ঘ সময় ধরে রানীর দায়িত্ব পালন একটি বিরল ঘটনা। ১৯২৬ ইং সালের ২১শে এপ্রিল মাত্র ২৪ বছর বয়সে তিনি দ্বিতীয় রানীর দায়িত্ব পালনের সুযোগ পান। সেই থেকে ২০২২ সালের ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের রানী ছিলেন। রাজত্বকাল দীর্ঘ ৭০ বছর, বিশ্বের ইতিহাসে একজন নারী রাষ্ট্রপ্রধান এটি বিরল ঘটনা। তিনি শুধু বৃটেনের ই রানী ছিলেন না। তিনি তার রাজত্বকালে যুক্তরাজ্য ছাড়াও আরো ৩২ টি দেশের রানী ছিলেন। এবং মৃত্যুকালে তার রাজত্ব ছিল ১৪ টি কমনওয়েলথ রাজ্যের উপর।

বৃটেনের দ্বিতীয় রাণী এলিজাবেথের মৃত্যুর পর তারই বড় ছেলে তৃতীয় চার্লস নাম গ্রহণ করে ইতিমধ্যেই রাজার আসনে অধিষ্ঠিত হয়েছেন। তার বয়স বর্তমানে ৭৩ বছর। রানীর মৃত্যুতে সারা বিশ্বের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় আজকে সারাদিন ব্যাপি ব্যাপক আলোচনা সমালোচনা সহ দ্বিতীয় রানী এলিজাবিদের জীবনে আবাসন এবং তার বড় ছেলে চার্লস এর রাজার দায়িত্বভার গ্রহণের কার্যক্রম সম্প্রচার করা হয়।

ব্রিটেনের দ্বিতীয় রাণী এলিজাবেথ ছিলেন একজন বিচক্ষণ ও ধৈর্যশীল নারী রাষ্ট্রপ্রধান। সারা বিশ্ববাসী এখন তাকিয়ে তার বড় ছেলের শাসনভারের দিকে। সকলেই আশাবাদী দ্বিতীয় রাণী এলিজাবেথের শাসনামল অনুকরণ করেই সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

বন্ধুরা, এই ছিল আজকে আমার বিশ্বের কিংবদন্তি ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথের জীবন আবাসন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ রাত্রি।।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo designPicsart Photo & Video Editor.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

রানী এলিজাবেথের কথা আমি অনেক শুনেছি। কিন্তু তার সম্পর্কে এতটা ডিটেলসে জানা ছিল না। আমি এমনিতে তানজিরা আপুর পোস্ট থেকেও উনার সম্পর্কে কিছুটা জেনেছি। উনি মারা যাওয়ার পরেই ওনার ছেলেকে রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে। ৭০ বছর রানী হিসেবে দায়িত্ব পালন করে আজকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এটা শুনে খুবই খারাপ লাগতেছে। আপনার সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম।

 2 years ago 

৭০ বছর রাজত্বকালে অসংখ্য রাজ পারিবারিক ঘটনার সাক্ষীসহ বিশ্বের ইতিহাসের অসংখ্য ঘটনার সাক্ষী এই কিংবদন্তি বৃটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41