।। "আমার প্রথম মোবাইল পাওয়ার অনুভূতি", প্রতিযোগিতা-২২ এ অংশগ্রহণ।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৫ই ভাদ্র/১৪২৯ বঙ্গাব্দ।
৩০ই আগস্ট/২০২২ইং।
রোজঃ মঙ্গলবার।

বন্ধুরা, নমস্কার/আদাব

আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ভালো আছি। আজ আমি "আমার বাংলা ব্লগ আয়োজিত প্রতিযোগিতা-২২, এ অংশগ্রহণ করে, নিম্নে শেয়ার করলাম আমার প্রথম মোবাইল পাওয়ার অনুভূতি"।

Picsart_22-08-30_18-44-52-599.png
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

।। প্রথম মোবাইল পাওয়ার অনুভূতি।।

প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর অনুভূতি প্রকাশে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে সৃজনশীলতা অপরদিকে আমরা একে অপরকে জানতে পারছি। আরে সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে যাবে আরো অনেক দূরে আমার বাংলা ব্লক কমিউনিটি। শেয়ার করো তোমার প্রথম মোবাইল পাওয়ার অনুভূতি। এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য বিশেষ করে (founder) @rme দাদা ও (admin Bangladesh reason) @shuvo35 ভাইকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।

।। চিত্র-০১।।

Picsart_22-08-30_18-46-59-796.png

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ১৯৯৯ইং সনে আমি একটি বেসরকারি এনজিও তে জয়েন করি রংপুরে। এই চাকরির সুবাদে রংপুরে একটি ম্যাচে থাকতাম। ওই সময় পারিবারিকভাবে খুবই অর্থনৈতিক সমস্যা ছিল। আমি সংসারের বড় ছেলে, পাঁচ ভাই বোন আমরা। এনজিও তে মাসিক বেতন পেতাম ১২ হাজার টাকা। তা দিয়ে ই আমার নিজের চলা, ছোট ভাইবোনদের লেখাপড়ার খরচ ও পরিবারের খরচ কোন রকমে মেকআপ দিতাম।

।। চিত্র-০২।।

Picsart_22-08-30_18-48-33-944.png

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সবচেয়ে বড় লজ্জার বিষয়, আমার কলিগদের সকলের মোবাইল রয়েছে কিন্তু আমার মোবাইল নেই । আমার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে হলে কলিগদের মোবাইলে যোগাযোগ করতাম। নয়তোবা সাত টাকা মিনিট কলে গ্রামীণ ব্যাংকের গ্রামীণফোন সেন্টার থেকে যোগাযোগ করতাম। প্রতি মাসের শেষে চেষ্টা করি এবার একটি মোবাইল নিব। কিন্তু শেষ পর্যন্ত কুলাতে পারিনা। ভীষণ লজ্জা ও কঠিন একটা যন্ত্রনা বুকে নিয়ে থাকতে হয় আমাকে।

।। চিত্র-০৩।।

Picsart_22-08-30_18-59-44-597.png

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37 NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ন্যূনতম একটি বাটন ফোন কিনতে গেলেও ৭-৮ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এটি আমার জন্য ছিল একটি দুঃসাধ্য ব্যাপার। এভাবেই চলে গেল ২০০১ ইং সাল পর্যন্ত। আমার মোট তেরো জন কলিগ।

।। চিত্র-০৪।।


Picsart_22-08-30_18-53-42-944.png

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সকলেই সবার প্রতি সহানুভূতিশীল। আপদে বিপদে সকলের যোগ্যতা অনুসারে সাহায্য সহযোগিতা করতো। আমরা সকলে যে মেসে থাকতাম প্রতিমাসের ১ তারিখে বিশেষ খাবারের আয়োজন করা হতো। অবশ্যই এর জন্য প্রতিনিয়ত যে চাঁদা দেয়া হতো তার থেকে সকলকে ৫০ টাকা করে বেশি দিতে হতো।

।। চিত্র-০৫।।

Picsart_22-08-30_18-56-15-597.png
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

।। চিত্র-০৬।।

Picsart_22-08-30_18-55-11-782.png

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আর এই দিনে হালকা গান বাজনার ও আয়োজন থাকতো। যে যার মত করে পার্টিসিপেট করত। দিনটি ছিল ২০০২ ইং সালের জানুয়ারি মাসের ১ তারিখ। রাত ৯টার মধ্যে খাওয়ার পর্ব শেষ করে রাত ১১টা পর্যন্ত চলে গান-বাজনা। গান-বাজনা শেষে শোয়ার পূর্ব মুহূর্তে আমার ৯ জন কলিগ আমার হাতে রঙ্গিন কাগজে মোড়ানো একটি প্যাকেট ধরিয়ে দিয়ে বলে এটি তোর জন্য উপহার। আমি বলি কি এটা। ওরা বলে একটু খুলে দেখ। আমি প্যাকেটটি খুলে দেখি নকিয়া ১২শ মডেলের একটি নতুন মোবাইল ফোন। প্যাকেটে মোবাইল ক্রয় এর মেমোটি ও রয়েছে। মেমোতে লেখা রয়েছে সিম সহ ৭৫০০ টাকা। কলিগদের এমন ভালোবাসায় আনন্দে আমার দুচোখ বেয়ে ঝর ঝর করে পড়ছে। সহকর্মীদের কাছ থেকে পাওয়া উপহার আমার প্রথম মোবাইল অনুভূতি যতদিন বেঁচে থাকব ততদিন আমার জীবনে অমর হয়ে থাকবে।

।। চিত্র-০৭।।

Picsart_22-08-30_18-52-04-892.png
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif বন্ধুরা, এই ছিল আমার প্রথম মোবাইল পাওয়ার অনুভূতি। *অনেকের ক্ষেত্রে এটি সহজলভ্য থাকলেও আমার কাছে ছিল কঠিন ব্যাপার। আজ এ পর্যন্তই, আবার আগামীকাল কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন , সুস্থ থাকুন, শুভ রাত্রি।।
k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png বিশেষ দ্রষ্টব্য:-Copy right act 1976 এর আন্ডারে fair usage policy এর ধারা মোতাবেক উপরের ছবিগুলো কোনো ব্যবসার ক্ষেত্র ছাড়া শুধু মাত্র creative common licence এর under এ আমার personal blog এ use করলাম। অতএব ভবিষ্যতে আমার বিরুদ্ধে copyright infringement এর কোনো রকমের complain নস্যাৎ হবে।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationVendari.
Photo designPicsart Photo & Video Editor.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

কলিগ দের থেকে প্রথম ফোন উপহার পাওয়া সত্যি এই অনূভুতি বলে বোঝানো যাবে না। আপনি তো অনেক আগে হাতে মোবাইল পেয়েছেন। বেশ ভালো লাগল আপনার প্রথম ফোনের অনূভুতি টা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জীবনে উপহার পাওয়াটাই বড় কথা আর উপহার পাওয়ার মধ্যে যে কত বড় আনন্দ রয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। কলিগদের কাছ থেকে মোবাইল ফোন উপহার পাওয়াটাই ছিল আপনার জীবনের প্রথম মোবাইল ফোন এটা জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জি আপু। মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68598.13
ETH 2704.77
USDT 1.00
SBD 2.72