রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ পর্ব-০২।।10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

২৪ই বৈশাখ/১৪২৯ বঙ্গাব্দ।
৭মে/২০২২ইং।
রোজঃ-শনিবার।

ঈদ আনন্দে মেতে উঠেছে রাবর বাগান

ঈদ হল সারা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব। আর এই ঈদের উৎসবকে ঘিরেই ১৯৩১ ইং সনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্যতম একটি গান রচনা করেছিলেন। গানটি হল ও মন রমজানের ঐ শেষে এলো খুশির ঈদ। ধর্ম যার, যার, উৎসব সবার।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০১

IMG_20220503_170655275~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আজ ঈদের দ্বিতীয় দিন। নিজে অসুস্থ হওয়ায় কারণে বাড়ীতেই বেশীর ভাগ সময় কাটাতে হচ্ছে। কিন্তু বাড়ীর সকলেই চাচ্ছে আমি একেবারে বাড়ীতে না থেকে ঈদ আনন্দে একটু বাজরে ঘুরে আসি। বিভিন্ন জনের সঙ্গে আমার সাক্ষাত হলে মন্টা ভালো থাকবে। আসলে আমারও ইচ্ছে তাই, দুরে কোথাও নাা হলেও আমার বাড়ি থেকে ২-১ কিলোমিটারের মধ্যে কোন সঙ্গী পেলে একটু ঈদ আনন্দে ঘুরে আসতাম। স্টোকের রোগী একা একা কোথা যাওয়াটা ঠিক না। বসে বসে ভাবছিলাম কি করা যায়।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০২

IMG_20220503_170537681~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg ঈশ্বরের কি মহিমা, হঠাৎ লক্ষ করি আমার কাকাত ফুলকুমার চন্দ্র তাহার ছোট ছেলে দেবাশিষ (৯) সহ মটর বাইক নিয়ে মটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবি? সে ল বলল "তার ছেলে বায়না ধরেছে রাবার বাগানের মেলা দেখতে যাবে"।আমিও সুযোগ বুঝে বলে ফেললাম চলো আমিও যাব। আমার যাওয়ার কথা শুনে ভাতিজা মহাখুশি।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০৩

IMG_20220503_170554467~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg রাবার বাগানটি আমাদের বাড়ী থেকে মাত্র ৩ কিলোমিটার দুরত্বে অবস্থিত। ভৌগোলিক ভাবে এটি আবার পড়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১৩নং শাল্টি-গোপালপুর ইউনিয়নে। প্রতি ঈদের পরের ২-৩দিন ঈদের মেলা বসে। হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে এখানে। বাগানের পরিিধি প্রায় দেড় শতাধিক একরেরও বেশী জমি নিয় সরকারিভাবে এই রাবার বাগানটি।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০৪

IMG_20220503_170648068~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যাহোক শেষ পর্যন্ত কাকাত ভাইয়ের সঙ্গে চলে গেলাম ঈদ আনন্দের সেই রাবার বাগানের ঈদেমেলা দেখার জন্য। গিয়ে দেখি সে এক মহা ব্যাপার। হাজার হাজার দর্শনার্থীদের সমাগম সেখানে।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০৫

IMG_20220503_170743388~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বিভিন্ন যানবাহন নিয়ে এসেছেন মানুষ ঈদের আনন্দ করতে। মেলায় হরেক রকম দোকানও বসেছে। পুরো বগানটি আমরাও ঘুরে ঘুরে দেখলাম দিনভর। অনেকেই আবার সঙ্গীত ও নৃত্য শিল্পী সহ মিউজিক যন্ত্রপাতি ও নিয়ে এসেছেন।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০৬

IMG_20220503_170809988~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg তারা কোথাও কোথাও ছেলেমেয়ে একাকার হয়ে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছেন। সঙ্গে আমরাও তা দিনভর বিরতিহীন ভাবে উপভোগ করলামা। ভীষণ ভালো লাগছে, বাড়ীতে যাইতে ইচ্ছে হচ্ছে না। শারীরিক অসুস্থতা না থকলে এখানে সন্ধার আগ পর্যন্ত থাকতাম।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০৭

IMG_20220503_171035649~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যেহেতু এটি বন, সেহেতু এখানে অনেক অপ্রিতিকর ঘটনাও ঘটেছে ইতিপূর্বে। মেলা চলাকালীন সময়ে যতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটতে পারে সে মিঠাপুকুর থানা পুলিশের একটি টহলকারী গাড়ী ঘুরছে সব সময়।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০৮

IMG_20220503_171223512~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যাহোক ঘড়ির কাঁটার সময় প্রায় ৪ টা বেজে গেছে। বাড়ি থেকে বারংবার ফোন দেয়া হচ্ছে আমাকে। বেশীক্ষণ বাহীরে না থাকার জন্য। কাকাত ভাইয়ের আবার ঔষধের দোকান রয়েছে। এখান থেকে গিয়ে তা খুলতে হবে।

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র০৯

IMG_20220503_171255856~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

ঈদ আনন্দে রাবার বাগান ভ্রমন চিত্র১০

IMG_20220503_171400420~2.jpg সব মিলিয়ে মেলার আনন্দকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তবে যা আনন্দ হয়েছে তা কিন্তু কম নয়। সুস্থ্য থাকতে এ রকম প্রতি ঈদেই আমি চষে চষে মজাকরে ঘুরিয়ে বড়াতাম, কিন্তু এবার আর তা সম্ভব হচ্ছে-না।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
বন্ধুরা, আজ এ পর্যন্ত্যই, বিনোদন কেন্দ্র "মিঠাপুর উপজেলার ১৩ নং শাল্টি গোপাপুরের রাবার বাগান ভ্রমন পর্ব"। আগামীকাল আবার কথাহবে ঈদ আনন্দ ও ভ্রমনের অন্যকোন বিনোদন কেন্দ্র নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্যে কামনায়, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোরারক শুভরাত্রি।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile Phone.
ModelZ-35
AddressVendabari Pirganj Rangpur Bangladesh.

Rioting Location

Sort:  
 2 years ago 

ঈদ আনন্দে দ্বিতীয় পর্ব আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রাবার বুলেট আপনি খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। সে কাটানো সময় গুলো অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর অনুভূতি গুলো পড়ে খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রংপুরে এতো সুন্দর একটি জায়গা আছে জানা ছিল না,আজকে আপনার মাধ্যমে দেখতে পেলাম।খুবিই সুন্দর মনোরম পরিবেশ আমার ভালো লাগছে। আপনি অনেক ভালো ফটোগ্রাফি করছেন । ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

 2 years ago 

দাদা প্রথমেই খুব দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।
রাবার বাগানে ঈদ-পরবর্তী মেলার কথা আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পেরে আমার খুব ভালো লাগলো। আর এই মেলাতে যাওয়ার ইচ্ছা তৈরি হলো। এ বছর যাওয়া এখন আর সম্ভব নয় তাই আমি চেষ্টা করব পরবর্তীতে মেলা থেকে ঘুরে আসার। রাবার বাগানের পরিবেশটি আমার কাছে খুব ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার আসার জন্য দাওয়াত রইল ভাই। আসলে জানায়েন। আমার বাসা থেকে মাত্র ৩ কিলোমিটার দুরত্ব।

 2 years ago 

আমি আমার লাইফে কোনদিন রাবার বাগানে ভ্রমণ করতে যায় নাই, তবে আপনাদের এই ফটোগ্রাফি বর্ণনার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে এই বাগানের ঈদের আনন্দ খুবই আয়োজিত হয়। অনেক মানুষের সমাগম ঈদ উপলক্ষে।

 2 years ago 

সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই আপনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। তবে আপনার দৌলতে রাবার বাগানে অনুষ্ঠিত হওয়া মেলার কিছু আলোকচিত্র দেখতে পারলাম। ঈদ আনন্দ উপভোগ করার কিছু অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

রাবার বাগানে এতো সুন্দর দোকানপাট বসেছে দেখে ভালো লাগলো। নিরাপত্তার জন্য পুলিশ বাহিনি নিয়োজিত আছে জেনে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

কাজী নজরুল ইসলামের এই গানটা শুনলেই যেন মনের মধ্যে হু হু করে উঠে আহ কী সুর কী কথা। ধর্ম যার যার উৎসব সবার কথাটা দারুণ লাগল। রাবার বাগানটা দেখছি চমৎকার।ঈদ উপলক্ষ্যে এখানে লোকজনের ঘোরাঘুরি দেখে তো আমার নিজেরই চলে যেতে ইচ্ছা করছে। কত লোকের সমাগম হয়েছে। আপনি নিজেও দেখছি অনেক উপভোগ করেছেন সময় টা।

 2 years ago 

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আপনার ঈদ পর্ব গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ।আজকের পর্বে কিছু সুন্দর মুহূর্ত দৃশ্যপট দেখতে পেলাম ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদ আনন্দে বাগান ভ্রমণ করলেন। বাগানটিকে দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি কেননা এই বাগানটির মধ্যে মোটামুটি একটা বড়সড় মেলা বসেছে এবং মেলা আমার অনেক পছন্দের আপনার সাথে না থাকতে পারলেও আপনার পোস্টটি পড়ে অনেক কিছু উপলব্ধি করতে পারলাম , এভাবেই সুখে থাকুন ভাইয়া মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

 2 years ago 

আসলে ঈদ আমাদের প্রত্যেকটি মানুষের মাঝে নিয়ে আসে আনন্দ। বছরের এই সময় সবার ছুটি থাকার কারণে সবাই চেষ্টা করে পরিবারের সদস্যদের কে নিয়ে ঘুরতে যেতে। আপনি খুবই চমৎকার ভাবে গোপাপুরের রাবার বাগান এ ভ্রমণ এর কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন। আপনার এই ছবিগুলো আমি দেখছিলাম এবং মিস করছিলাম যদি আমিও এখানে ঘুরতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 68797.43
ETH 3730.18
USDT 1.00
SBD 3.76