।। প্রতিদিন প্রায় ৯ কোটি টাকার বিদ্যুৎ পুড়ছে অটোরিকশা।। 10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১৩ই ভাদ্র/১৪২৯ বঙ্গাব্দ।
২৮ই আগস্ট/২০২২ইং।
রোজঃ রবিবার।

বন্ধুরা, নমস্কার/আদাব

আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ভালো আছি। আজ আমি "বিদ্যুৎ ঘাটতি ও অটো রিক্সার ভবিষ্যৎ" নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি সকলকে ভালো লাগবে।

।। চিত্র-০১।।

IMG_20220827_145510280~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg সারা বাংলাদেশের জেলা উপজেলা সহ প্রত্যান্ত গ্রাম অঞ্চলে প্রতিদিন ব্যাটারি চালিত অটোরিক্সা গুলো প্রায় ৯ কোটি টাকার বিদ্যুৎ পুড়ছে। সরকার চলতি বছরের মার্চ মাসে নতুন করে অটো রিক্সা আমদানি ও অনুমোদন বন্ধে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোতে নির্দেশনা দিলেও এই আদেশ বাস্তবায়নে কোন পদক্ষেপ নেই।

।। চিত্র-০২।।

IMG_20220827_145113718~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়-রংপুরসহ রাজশাহী বিভাগের ১৬ জেলায় প্রায় ছয় লাখ ব্যাটারি চালিত অটো রিক্সা চলছে। এরমধ্যে রংপুর জেলাতে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ৪০ হাজার অটোরিকশা রয়েছে দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন জেলায় প্রায় ৬ লাখ অটো রিক্সা চলছে।

।। চিত্র-০৩।।

IMG_20220827_145425927~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg রংপুর সিটি কর্পোরেশন তথ্য মোতাবেক-রংপুর সিটি এলাকায় অনুমোদিত অটো রিক্সার সংখ্যা ৪-৫ হাজার। কিন্তু অনুমোদিতভাবে চলছে চল্লিশ হাজারের উপরে। কিন্তু বিদ্যুতের ক্রমবর্ধমান সংকটে অটো রিক্সার ব্যাটারি চার্জ করতে খরচ হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। ফলে লোডশেডিং এর মাত্রা আরো বাড়ছে। রংপুর ও রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানিয়েছে-দৈনিক প্রতিটি অটোরিক্সার ব্যাটারি চার্জ করতে কমপক্ষে ৬ থেকে ৮ কিলোওয়াট ঘন্টা (ইউনিট) বিদ্যুৎ খরচ হয়। বর্তমানে এর মূল্য প্রায় ২০ টাকা। সে হিসেবে মোতাবে খোদ উত্তরাঞ্চলের ৬ লাক অটো রিক্সার পিছনে দৈনিক খরচ হচ্ছে অন্তত ৪০ লাখ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ। এর মূল্য ধারায় প্রায় ২ কোটি টাকার উপরে। সারা বাংলাদেশের আনুপাতিক হারে হিসাব করা হলে এর মূল্য দাঁড়াবে প্রায় ৯ কোটির উপরে।

।। চিত্র-০৪।।

IMG_20220827_145030787~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বিভিন্ন সমস্যার কারণে ব্যাটারি চালিত অটো রিক্সার আমদানি ও অনুমোদন না দিতে সরকারের পক্ষ দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোতে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের স্বাক্ষরিত চিঠিতে নতুন করে আর কোন অটোরিক্সার অনুমোদন দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ নির্দেশ এখনো কোন জেলা অথবা উপজেলায় কার্যকর করা হয়নি। আবার অবৈধভাবে যেসব অটো রিক্সা চলছে সেগুলোর ব্যাপারে চিঠিতে কোন নির্দেশনা না থাকায় বিষয়টি অনেকের কাছে ঘোলাটে মনে হচ্ছে।

।। চিত্র-০৫।।

IMG_20220827_144943071~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg তবে বিশেষজ্ঞরা মনে করেন যেসব অটো রিক্সা চলছে সেগুলোর ব্যাপারে সহানুভূতিশীল হতে হবে। কারণ এর সঙ্গে লাখ লাখ মানুষের জীবন জীবিকা নির্ভর করছে। রংপুরের অটোচালক ইমদাদুল হক ও আনোয়ার হোসেন বলেন-সিটি কর্পোরেশন বা পৌরসভা সরকারিভাবে অটোর লাইসেন্স দিচ্ছে না। তারপরও বাধ্য হয়ে পেটের দায়ী আমরা জীবন জীবিকার জন্য অবৈধভাবে অটোরিকশা চালাই।

।। চিত্র-০৬।।

IMG_20220827_145002174~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুর জন্য নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস এক সাক্ষাৎকারে জানান-সরকারের এই উদ্যোগ সময়োপযোগী। সরকারের এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে অনেকাংশে বিদ্যুৎ সাশ্রয় হবে। অপরদিকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান জানান-আমরা চিঠি পাওয়ার পর নতুন অটোরিকশা অনুমোদন বন্ধ রেখেছি।
এদিকে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো ও বিশেষজ্ঞ মহল হুট করে সিদ্ধান্তের বিরোধিতা করছে। তারা বলছে এ পেশার সঙ্গে লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে-সৌর বিদ্যুৎ চালিত অটোরিক্সার বাস্তবায়ন নতুবা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা উদ্যোগ নিয়ে করতে হবে।

।। চিত্র-০৭।।

IMG_20220827_145020573~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif বন্ধুরা , এই ছিল আজকে আমার বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি ও ব্যাটারি চালিত অটোরিক্সার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। আজ এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন শুভরাত্রি।
k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationVendari.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
 2 years ago 

খুব স্বাভাবিকভাবে খরচটা বেড়ে যাচ্ছে। কারণ এই ছোট বাহনটি আসার পর থেকে বিভিন্ন পেট্রোল ও ডিজেল চালিত ছোট যাত্রীবাহী গাড়িগুলো একেবারেই উঠে গেছে। তাই এটা খুব স্বাভাবিক।তথ্যবহুল একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বিদ্যুৎ না থাকার কারণে আমাদের এলাকায় নাকি এখন আগের মতো অটো পাওয়া যায় না। আর যাও পাওয়া যায় অনেক টাকা ভাড়া চায়। আপনার ফটোগ্রাফি দেখে অটো চড়তে মন চাচ্ছে। 😋

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

প্রতিদিন 9 কোটি টাকার বিদ্যুৎ পরছে সেটা ঠিক আছে কিন্তু এই ইজিবাইক গুলোর জন্যই তো আমাদের জীবন যাত্রার মান আজ কিছুটা হলেও উন্নত হয়েছে।। এক সময় মানুষ ঠেলাগাড়ি গরুর গাড়ি ভ্যান গাড়িতে চলাচল করতো এতে তেমন সময় অপচয় হতো তেমন কষ্ট কিন্তু কম হতো না।। এখন এই ইজিবাইকের কারণে আমরা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারছি।। তবে নিউটনের তৃতীয় সূত্র সব ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। আমি কিন্তু এর সুফল ও কুফল দুটোই আলোচনা করেছি। সাথে অটো রিক্সা চালকদের পুনর্বাসনের ব্যবস্থারও কথা বলেছি। বাকিটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41