।। অষ্টপ্রহরে মধুমাখা হরিনাম কীর্তন শ্রবন।। ১০% বেনিফিশিয়ারি @shyfox এর জন্য।।

in আমার বাংলা ব্লগ2 years ago

।। অষ্টপ্রহরের মধুমাখা হরিনাম কীর্তন।।

নমস্কার বন্ধুরা,
আমি @amitab আপনাদের বন্ধু বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ " কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই হরিবাসরের শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বর কৃপায় ভালো আছি। অদ্য আমি আপনাদের সামনে " আমার নিজ গ্রামে অনুষ্ঠিত অষ্টপ্রহরের কিছু স্মৃতিকথা " নিয়ে হাজির হয়েছি, আশা করি সকলের ভাল লাগবে।

অষ্টপ্রহর চিত্র-০১

এটি অষ্টপ্রহরের নিমন্ত্রন পত্র

IMG_20220314_191827660~2.jpg
FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png শ্রী শ্রী রাধাগোবিন্দ জয়তুঃ পতিত পাবন এর নিত্য চৈতন্য সর্বরুপ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সকল অমানবিক রীতিনীতি ও অন্ধ কুসংস্কারকে জলাঞ্জলি দিয়ে জীবের পুনরুদ্ধারে প্রবর্তন করলেন মহামিলনের পূর্ণানুষ্টান পুতঃ তারক ব্রম্মা মহানাম সংকীর্তন।।

অষ্টপ্রহর চিত্র-০২

এটি অষ্টপ্রহরের গেইট এর রাতের দৃশ্য

IMG_20220309_230809333_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg শান্তির ধরণীতে অশনি সংকেত করে তুলেছে মানবাত্মা। পৃথিবীর সর্বত্রই ক্ষুধা, দারিদ্র, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিধ্বনি। তাই জগত মঙ্গলার্থে দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় "হরিনাম সংকীর্তন"

অষ্টপ্রহর চিত্র-০৩

অষ্টপ্রহরে মহিলাদের কীর্তন শ্রবনের দৃশ্য

IMG_20220309_233525646~2.jpg

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png সেই লক্ষ্মী বিশ্বশান্তি কল্পে সকল জীবের হিতার্থে আমাদের ভেন্ডাবাড়ী বিসলা গ্রামের দেবেন্দ্রনাথ যুগল আশ্রম মন্দির প্রাঙ্গণে ভক্তদের হৃদয় ছুঁয়ে অনুষ্ঠিত হয়ে গেল গত ২৩ ফাল্গুন /১৪২৮ বঙ্গাব্দ, ৮ মার্চ/২০২২ইং, রোজ-রোজ মঙ্গলবার অষ্ট প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।

অষ্টপ্রহর চিত্র-০৪

অষ্টপ্রহরে কীর্তন পরিবেশের দৃশ্য

IMG_20220309_233521028_AI~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আমাদের এই রাধাকৃষ্ণ মন্দিরে দীর্ঘ প্রায় শতবর্ষ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে অষ্টপ্রহর। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছরই অনুষ্ঠিত হয় এই মহানাম যজ্ঞানুষ্ঠান। এখানে কয়েক হাজার হরিনাম ভক্ত নারী-পুরুষের সমাগম ঘটে। সারা রাত্রি ব্যাপি আগত ভক্তবৃন্দ ভক্তি ও শ্রদ্ধার সাথে প্রায় শতাধিক কীর্তন দলের মধুমাখা হরিনাম কীর্তন শ্রবণ ও উপভোগ করেন।

অষ্টপ্রহর চিত্র-০৫

এটি অষ্টপ্রহর আসরে আমার সেলফি

IMG_20220309_233546983~2.jpg
FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png দিবারাত্রি আগত ভক্তদের জন্য রন্ধনশালায় চলে প্রসাদ রান্না। প্রসাদ কোন বছরে খিচুড়ি আবার কোন বছরে ডাল-ভাতের আয়োজন করা হয়ে থাকে। এবারে অবশ্য নিরামিষ ডাল ভাতের আয়োজনই করা হয়েছিল। মহানাম যজ্ঞানুষ্ঠান এর পুরো অর্থ আমাদের গ্রামের সকলে মিলে যার যেমন সামর্থ্য, তেমনি চাঁদা দিয়ে এই আয়োজনকে সার্থক করে থাকি।

অষ্টপ্রহর চিত্র-০৬

এটি অষ্টপ্রহরের গেইটের বাহিরের দৃশ্য

IMG_20220309_234153243~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এ আয়োজনকে ঘিরে রাস্তার দুই ধার দিয়ে বসে মেলা। মেলায় নানা ধরনের দোকানের সমাগম ঘটে। ধর্ম যার যার, উৎসব সবার এই কথাটির যথার্থ প্রতিফলন এই মেলায়। সারাদিন ও সারারাত্রি ব্যাপী শুধু হিন্দু ধর্মালম্বীরাই নয়, মুসলিম সম্প্রদায়ের ও হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে।

অষ্টপ্রহর চিত্র-০৭

এটি অষ্টপ্রহরের মেলার দৃশ্য

IMG_20220309_230555819_AI~2.jpg
FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png অনুষ্ঠানটি উপলক্ষে স্থানীয় চেয়ারম্যান, পুলিশ প্রসাশন, সুধী মহল, ভীষণ সক্রিয়তার সাথে নিরাপত্তার ব্যবস্থা দিয়ে থাকে। দীর্ঘদিন থেকে চলে আসছে আমাদের এই অনুষ্টানকে ঘিরে চলে আসছে অত্রালাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের এক অনন্য সমপ্রিতী। যা শত বছরের এক অটুট ঐতিহ্য।

অষ্টপ্রহর চিত্র-০৮

অষ্টপ্রহরে ভেন্ডাবাড়ী পুলিশের ইনচার্জসহ

IMG_20220309_232930560~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg যাহোক বলছিলাম, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদুর এই কলি যুগে হিন্দু সম্প্রদায়ের একমাত্র মুক্তির পথ হরিনাম কীর্তন, "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরেরাম হরেরাম রাম রাম হরে হরে। আর তাই শত ব্যস্থতার মাঝেও যখনি শুনি কোথাও অষ্টপ্রহরের কথা, ছুটে যাওয়ার চেষ্টা করি।

অষ্টপ্রহর চিত্র-০৯

অষ্টপ্রহরে ভক্তদের প্রসাদ ভোজনের দৃশ্য

IMG_20220310_000136900_AI~2.jpg
FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png ভক্তি আর বিস্বাসেই নাকি মিলবে ঈশ্বর। একমাত্র একনামের মহিমায় তরিবে ভবপার, তাই আসুন বিশ্বের সকল হিন্দু সম্প্রদায় হরিনাম প্রচার সহ করি শ্রবন। সেই সাথে বিশ্ব শান্তি ও মানবতার জয়গান লালন করি অন্তরে অস্তরে।

অষ্টপ্রহর চিত্র-১০

এটিও কীর্তন পরিবেশের দৃশ্য

IMG_20220309_081355743_AI.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg প্রতিটি বছরেই অপেক্ষা করি এই কাঙ্ক্ষিত দিনটির জন্য। অষ্টপ্রহরের এইদিনে সারাদিন কোথাও যাবোনা। সকাল থেকে সারারাত্রি ব্যস্ত থাকবো অষ্ট প্রহর প্রাঙ্গনে। কখনো বা অতিথিদের আপ্যায়নে, কখনোবা ভক্তদের প্রসাদ সেবাদানে। আবার কখনো হরি বাসর প্রঙ্গনে সেচ্ছাসেবকদের দিক নির্দেশনায়।

অষ্টপ্রহর চিত্র-১১

এটি কীর্তন পরিবেশনের দৃশ্য

IMG_20220309_081239205_AI.jpg

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png শুধু আমি নিজেই তা নয়, আমার পুরো পরিবারই ব্যস্ত এ কাজে। একদিনের এই অনুষ্টানের ভক্তদের সাথের সান্নিধ্যে পাবার আকাঙ্খায় কি যে মধুর অনুভূতি তা প্রকাশ করায় দুঃসাধ্য ব্যাপার।

অষ্টপ্রহর চিত্র-১২

এটি অষ্টপ্রহরের গেইটের দিনের দৃশ্য

IMG_20220309_081045273~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg তবে সর্বপরি বিশ্বের হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের বলতে চাই, যদি মুক্তি চাও তবে যপ মহা হরিনাম কীর্তন। হরিনাম বিহনে কেহ নাহি তরিবে ভবপার।।

অষ্টপ্রহর চিত্র-১৩

এটি অষ্টপ্রহরের রাধাকৃষ্ণ মন্দিরের দৃশ্য

IMG_20220309_081323207_AI~2.jpg
FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png সেই সাথে ঈশ্বরের নিকট প্রার্থনা করি প্রতিষ্টিত হউক বিশ্ব শান্তি, ধেয়ে মুচে যাক করোনার থাবা।।

বন্ধুরা এই ছিল আমার আজকে আমার নিজের গ্রামে অনুষ্ঠিত অষ্টপ্রহরের মধুমাখা মহানাম যজ্ঞানুষ্টানের কথা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই শুভরাত্রি।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম@amitab
cameraSymphony Mobile phone.
modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56542.34
ETH 2391.51
USDT 1.00
SBD 2.30