।। মৃত্যুর কাছিকাছি পর্ব-০২।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

২৮-০৪-২০২২ইং

।। মৃত্যুর কাছাকাছি পর্ব-০১ এর পর।।

নমস্কার বন্ধুরা,

আমি @amitab আপনাদের নতুন বন্ধু বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ " কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বর কৃপায় মোটামুটি আছি। অদ্য আমি আপনাদের সামনে আমার জীবনের ঘটে যাওয়া মৃত্যুর কাছাকাছি পর্ব -০২ নিয়ে হাজির হয়েছি। আশাকরি অনেকের জীবনে এটি কাজে আসবে।

file photo-01

-2o4wr7.jpg photo location
ডাক্তার সাহেবের লোক দিক নির্দেশনা দিলেন, টেস্টগুলো যেন এখানেই করা হয়। আমি সঙ্গে সঙ্গে তার নির্দেশনা পত্রটি নিয়ে বেরিয়ে এলাম। এবং টেস্ট গুলি করার জন্য কাউন্টারে ৫৪ শত টাকা জমা করতে হলো। তারপর একের পর এক রুমে গিয়ে টেস্টগুলো করে আসলাম।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

spiral ct scan file-০2

IMG_20220428_150256236~2.jpg
photo location
এখন রিপোর্ট দেখানোর পালা, সমস্ত রিপোর্ট হাতে নিয়ে বসে রইলাম ডাক্তারকে দেখানোর জন্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর বিকেল পাঁচটায় ডাক পড়ল রিপোর্ট দেখানোর। সমস্ত রিপোর্ট হাতে নিয়ে ঢুকে পড়লাম ডাক্তারের চেম্বারে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

spiral ct scan file-০3

IMG_20220428_150717708~2.jpg
photo location
ডক্টর সাহেব একের পর এক করে রিপোর্টগুলো ভালো ভাবে পর্যালোচনা করে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে লাগলেন। আমার কথা বলতে খুব কষ্ট হলেও আকার ইঙ্গিতে, কখনো মাথা নেড়ে, কখনো হাত নেড়ে ডাক্তার সাহেবের জবাব দিলাম।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

spiral ct scan file-০4

IMG_20220428_150852705~2.jpg photo location
সাহেব রিপোর্ট গুলো দেখার পর, কয়েকবার অবাক নয়নে আমার দিকে তাকিয়ে রইলেন। এবং খুবই বিনীত সুরে আমাকে বললেন " আপনিতো ব্রেন স্ট্রোক করেছেন " শুধু একবার নয়, ইতিপূর্বেও একবার হয়েছে। আপনি তা টেরই পাইনি। এ কথা শোনার পর আমার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পরছে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

test repot file-০5

IMG_20220428_151021470~2.jpg photo location
উনি আরো বললেন "যদি আপনি পড়ে যেতেন তাহলে মৃত্যু ছিল অবধারিত। তবে যেহেতু বেঁচে আছেন, নিয়মিত ওষুধ খাইতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করতে হবে। এই বলে ডাক্তার সাহেব মনোযোগ সহকারে আমার প্রেসক্রিপশন লিখে হাতে ধরিয়ে দিলেন। আমি ডাক্তারের কথাশুনে আরো দুর্বল হয়ে গেলাম।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

prescription file-06

IMG_20220428_151047702~2.jpg
photo location
প্রেসক্রিপশনটি হাতে নিয়ে ধীরে ধীরে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে বন্ধুটির সামনে অঝোরে কাঁদতে লাগলাম। বন্ধুটি আমার কান্না দেখে সেও কিছুক্ষণ ধরে কাঁপতে লাগলো।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

prescription-07

IMG_20220428_151122576~2.jpg
photo location
বন্ধু শামীম কান্না থেমে আমাকে শান্তনা দিয়ে বললেন, "সমস্যা নেই ডাক্তার সাহেব যে ওষুধগুলো লিখেছেন ভালো হয়ে যাবে । ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। বন্ধুটি সহ রংপুর এই ঔষধ গুলো কিনে মোটর বাইকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে রাত্রি ৯টায় ফিরে দেকি আমার বোনেরা সহ বিভিন্ন আত্মীয়-স্বজন এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

medicine-08

IMG_20220428_151449178~2.jpg
photo location
কিন্তু আমি কারো সঙ্গে কথা বলতে পারছি না। তা দেখে বাড়িতে কান্নার রোল পড়ে গেল। বন্ধুটি সকলকে সান্ত্বনা দিয়ে আমাকে ঔষধ খেয়ে শুইয়ে রেখে বাড়িতে চলে গেলেন। আমি বিছানায় শুয়ে শুয়ে একা একা অঝড়ে কাদি। জনিনাা আর কোনদিন স্বাভাবিক মানুষের মত কথা বলতে পারবো কিনা ?
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
নিয়মিত চিকিৎসা চলছে, বন্ধুরা সকলে আমার জন্য দোয়া ও প্রার্থনা করেবেন আমি যেন সুস্থ হয়ে সবার মাঝে স্বাভাবিক হয়ে ফিরে আসতে পারি। সেই সাথে সকলকে অনুরোধ করবো, যদি কারো হাই পেসার থেকে থাকে নিয়মিত চেক-আপ করবেন এবং নিয়মিত ঔষধ সেবন করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই শুভ দুপুর।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম@amitab
cameraSymphony Mobile phone.
modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।

Writing Location

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62938.49
ETH 2469.19
USDT 1.00
SBD 2.62