।। মৃত্যুর কাছিকাছি পর্ব-০১।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ3 years ago

।। মৃত্যুর কাছাকাছি ।।

নমস্কার বন্ধুরা,
আমি @amitab আপনাদের নতুন বন্ধু বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ " কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বর কৃপায় মোটামুটি আছি। অদ্য আমি আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশাকরি অনেকের জীবনে এটি কাজে আসবে।
"আমার এ ঘটনাটির নাম দিয়েছি মৃত্যুর কাছাকাছি।"

রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিত্র-০১

IMG_20220419_195456769_AI~3.jpg
photo locations
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
*মানুষ মরণশীল, সকলকে সুন্দর এ পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে চিরতরে। হয়তোবা কাউকে আগে কাউকে পরে। কি এক মায়ার জালে চড়কি পাকের ঘূর্ণি আনে ঘুরছি মোরা তালে তালে। এ সুন্দর পৃথিবী থেকে কাউকে চলে যেতে ইচ্ছে হয় না। তবু চলে যেতেই হবে। এখনো অনেক কাজ বাকি, মৃত্যু না হওয়া পর্যন্ত কাজও শেষ হবে না। কিন্তু পরিবারে হতাশা রেখে যাওয়াটা কতটা যে হৃদয় বিদারক, যে চলে গেছে একমাত্র তাঁর পরিবারের জানে। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। সমাজের নিয়ম তান্ত্রিক প্রক্রিয়ায়। পৃথিবীতে কেউ সুখী নয়, সবারই কোন না কোন কিছুর অভাব রয়েছে।

রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিত্র-০২

IMG_20220419_152249588~2.jpg
photo locations
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
দিনটি ছিল ১৮ এপ্রিল /২২ইং, লেভেল ৪ এর ক্লাস ও ভাইবা। সকাল ৯টায় থেকে ক্লাস ও ভাইবার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ভাবছিলা যে, এক কাপ দুধ কফি খেয়ে নিলে খারাব হবেনা। ক্লাস সম্ভবত সকাল ১১ টায় ছিল।তড়িঘড়ি করে এক কাপ দুধ কফি
খাওয়ার জন্য বাজারে যাচ্ছিলাম। কফি হাউজের একেবারে কাছাকাছি গিয়ে হঠাৎ মাথাটা একটা ঝাঁকি মারলো। আর সঙ্গে সঙ্গে
শরীরটা খুবই দুর্বল মনে হচ্ছিল। যাহোক কোনরকমে ক্যান্টিনে গিয়ে বসলাম। আরেকটি দুধ কফির অর্ডার দিলাম।

রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিত্র-০৩

IMG_20220419_200652568~3.jpg
photo locations
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
কফি খাচ্ছিলাম আর শরীরটা খুব দুর্বল লাগছিল। দুই ও দুই একজনের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু কথাগুলো পাল্টে যাচ্ছিল। খুবই কষ্ট হচ্ছিল কথা বলতে। যাহোক কাউকে কোন কিছু বুঝতে না দিয়ে দ্রুত প্রস্থান করলাম। বাড়িতে আসতে আসতে রাস্তায় কয়েকবার টলে টলে পড়ে যাচ্ছিলাম। বাড়িতে এসেই বিছানায় শুয়ে পড়লাম। কথা বলছিলাম আমার ওয়াইফের সঙ্গে। ভীষণ খারাপ লাগছিল এবং কথাগুলো একজন ড্রিংকারের মত উলটপালট কথা বের হচ্ছিল।

রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিত্র-০৪

IMG_20220419_171713946_AI~2.jpg
photo locations

৫মিনিট থাকার পর সাথে কথা বলতে পারছিনা। সব কথায় গুলিয়ে যাচ্ছে। আমার ওয়াইফ দেরি না করে সঙ্গে সঙ্গে আমাদের ফ্যামিলি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ কে মোবাইল ফোনে খবর দিলেন। কল পাওয়ার পর উনি সঙ্গে সঙ্গে চলে আসেন বাড়িতে। তারপর চেকআপ করে পরামর্শ প্রদান করেন রংপুরে নিউরো মেডিসিন ডাক্তারের কাছে। দেরি না করে সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ কে দিয়ে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু শামীম কাজী কে ফোন দিয়ে ডেকে নিয়ে রওনা দিই রংপুরে উদ্দেশ্যে।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুর শহরের রাস্তার চিত্র-০৫

IMG_20220419_194806344~2.jpg
photo locations
রংপুরে গিয়েই নিউরো মেডিসিন ডাক্তার সুকুমার মজুমদার এর একটি সিরিয়াল দেই। ডাক্তার সাহেব সহকারী অধ্যাপক রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। তিনি নিয়মিত রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার 2 রংপুরে। সেখানে এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন। প্রায় শতাধিক রোগীর সমাগম সেখানে। সকলে স্ট্রোকের রোগী।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিত্র-০৬

IMG_20220419_194838201~2.jpg
photo locations
ডাক্তারের ভিজিট দিতে হয় ৭০০/=। অধিকাংশ রোগী হুইলচেয়ারে
একমাত্র আমিই শুধু হাঁটাচলা করতে পারছি কিন্তু শরীরে একদম শক্তি নেই। কোথায় বলতে পারছিনা, মাথায় একটু খুশি ব্যথা হচ্ছে। যাহোক ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর সিরিয়ালের ডাক পড়ল। একটা সাহেব পরখ করে দেখার পর কিছু টেস্ট দিলেন আমাকে।

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

রংপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার চিত্র-০৭

IMG_20220419_195755048~3.jpg
photo locations
সেই সাথে দিক নির্দেশনা দেওয়া হল, টেস্টগুলো যেন এখানেই করা হয়। আমি সঙ্গে সঙ্গে তার নির্দেশনা পত্রটি নিয়ে বেরিয়ে এলাম। এবং টেস্ট গুলি করার জন্য কাউন্টারে ৫৪ শত টাকা জমা করতে হলো। তারপর একের পর এক রুমে গিয়ে টেস্টগুলো করে আসলাম।
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg
বন্ধুরা এই ছিল আমার আজকের মত # মৃত্যুর কাছাকাছি # গল্পের শরু আবার কথা হবে পর্ব-২ এ সে পর্যন্ত সকলকে পাশে থাকার আহবান ও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই শুভরাত্রি।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
আইডি নাম@amitab
cameraSymphony Mobile phone.
modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।

Location

Sort:  
 3 years ago (edited)

মৃত্যুর কাছাকাছি পর্ব ০১ ভাই, আপনার লেখাটি পড়তে পড়তে ভীষণ কষ্ট অনুভব করছিলাম। একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করেই এতটা দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়ে তা ঠিক মেনে নেয়া যায় না। আপনার কথা শুনেছিলাম আপনি অসুস্থ হয়েছেন। আজ আপনার লেখনি পরে বুঝতে পারলাম কোথা থেকে কি হয়েছে। শুনে খুবই ব্যথিত হলাম। তবে ভালো লাগছে এই ভেবে আপনাকে আবারও আমাদের মাঝে ফিরে পেয়ে। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনার শরীরের প্রতি যত্ন নিবেন। মানসিক প্রশান্তিতে থাকবেন। আপনার পরবর্তী পর্বের প্রতীক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।

 3 years ago 

দাদা প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। গত সপ্তাহের হ্যাংআউটে আপনার সুস্থতার জন্য আমার বাংলা ব্লগ পরিবারের সবাই প্রার্থনা করেছেন। কোন একটি মাধ্যম থেকে আমরা জানতে পেরেছিলাম আপনি ভীষণ রকম অসুস্থ। যাই হোক সাবধানে থাকার চেষ্টা করবেন আর ডাক্তারের পরামর্শমতো চলবেন। শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 88275.41
ETH 3281.06
USDT 1.00
SBD 3.00