।। কৃষকের হলুদ হৃদয় সবুজ শ্যামলে ভরে উঠছে।।10% shy-fox beneficiary।।

in আমার বাংলা ব্লগ2 years ago

১০ই সেপ্টেম্বর/২০২২ইং।
রোজঃ শনিবার।

বন্ধুরা, নমস্কার/আদাব
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপা ও আপনাদের আশীর্বাদে এক রকম আছি। আজ আমি আপনাদের সামনে "কৃষকের হলুদ হৃদয় সবুজ শ্যামলে ভরে ওঠার গল্প নিয়ে হাজির হয়েছি‌।" আশা রাখি সকলকে ভাল লাগবে।

।। চিত্র-০১।।

IMG_20220910_173608147~2.jpg

YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg বাংলাদেশের শতকরা প্রায় ৮০ ভাগ লোকেই হচ্ছে কৃষক। এজন্যই আমাদের বাংলাদেশ কে বলা হয় কৃষি প্রধান দেশ। "কৃষক বাঁচলে দেশ বাঁচবে" এই স্লোগানটি নির্বাচন আসলে প্রত্যেক রাজনৈতিক দলগুলোই দিয়ে থাকেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কৃষকদের গলায় দড়ি। সারাদেশে কৃষকদের অবরোধে নামতে হচ্ছে ইউরিয়া সারের জন্য। আজকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের অসংখ্য কৃষক ইউরিয়ে না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। যাক আমি এ বিষয়ে আলোচনায় যাব না। বা বিশদ আলোচনা করাও যাবে না। তবে আমার অনুরোধ ক্ষমতায় যেই আসুক না কেন কৃষকদের স্বার্থটুকু দেখার আহ্বান রইল। যেহেতু আমিও একজন কৃষকের সন্তান ও কৃষক। একজন কৃষক হয়ে এ দাবিটুকু তো রাখতে পারি।

।। চিত্র-০২।।

IMG_20220910_173515124~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এবারে রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় কৃষকেরা আমন চাষে বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়েছে। দেশের উত্তর অঞ্চলে বৃষ্টির পানির জন্য হাহাকার অবস্থা। আমন চাষের সময় পার হয়ে যায়, তারপরেও বৃষ্টির পানি নেই। বাধ্য হয়ে কৃষকেরা ছ্যালো মেশিন, গভীর ও অগভীর নলকূপ চালু করে কোন রকমে আমন ধানের চারা রোপন করেন, এরমধ্যে আমিও একজন।

।। চিত্র-০৩।।

IMG_20220910_173523582~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg দীর্ঘজীনেও পানি না হওয়ার কারণে আমন বিনষ্ট হওয়ার আশঙ্কা করছিলেন কৃষক কূল। তাদের রোপনকৃত আমল চারাগুলো ধীরে ধীরে হলদে বর্ণ ধারণ করছিল। আমন ধানের জমি ফেটে চৌচির অবস্থা। আকাশের পানির জন্য মন্দির, মসজিদ ও গির্জায় প্রার্থনা । এ যেন কৃষকের মাঠের জমি নয় তাদের হৃদয় হলদেবর্ণ হয়ে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। অবশেষে সপ্তাহখানেক আগে "ঈশ্বরের কৃপায় উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি জেলায় প্রশান্তির বৃষ্টি নেমে আসলো।

।। চিত্র-০৪।।

IMG_20220910_173659633~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আর সেই বৃষ্টির পানিতেই কৃষক কুল জমিতে ইউরিয়া সার প্রয়োগ সহ তড়িঘড়ি করে আগাছা পরিষ্কার করে নেন। আমিও আমার জমিতে তাই করি। আমি আমার জমিতে গত তিনদিন হল সার প্রয়োগ করিয়েছি।

।। চিত্র-০৫।।

IMG_20220910_173709621~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আজ পড়ন্ত বিকেলে আমি আমার জমি দেখার জন্য গিয়েছিলাম মাঠে। জমিতে যাওয়ার পর আমার প্রাণ জুড়িয়ে গেল। শুধু আমার নয় পুরো মাঠের চেহারা আমুল পরিবর্তন এসেছে।

।। চিত্র-০৬।।

IMG_20220910_173916261~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg পুরো মাঠ জোরে বইছে প্রশান্তির বাতাস, এ যেন এক স্বস্তির নিঃশ্বাস। সবুজে শ্যামলী ভরে গেছে মাঠ। সবুজ খেত ও আকাশ যেন মিতালি করছে। অপরূপ দৃষ্টি দিয়ে উপভোগ করলাম প্রকৃতি ও কৃষকের সবুজের মাঠ। সবুজ শ্যামল মাঠ দেখে মনে হল, এ যেন কৃষকের ক্ষতবিক্ষত হলদে বর্ণ হয়ে যাওয়া হৃদয় আজ সবুজে শ্যামলে ভরে উঠছে।

।। চিত্র-০৭।।

IMG_20220910_174221983~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif
বন্ধুরা, এই ছিল আজকে আমার "কৃষকের হলুদ হৃদয় সবুজ শ্যামলী ভরে উঠছে" এর গল্প। আজ এ পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত, সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার মঙ্গল কামনায় শুভরাত্রি।।*

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkH68jVCNK4hKZwCGfUMBFP8ZsUJgfSSBfzXnu7zpWkg5zGzFwka5KMkG7dT2yTrZYwE6LM85iWR2zCzbpbtGXnNUJuioFxovEYAGN2FJd85aUUR7tXXgz.png

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User Id@amitab
CameraSymphony Mobile phone.
Mobile Phone ModelZ-35.
Photo LocationVendari & shatrukul.
My AddressVendabari Prigonj Rangpur Bangladesh.

Writing location

Sort:  
Loading...
 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সারাদেশেই এখন ইউরিয়া শারের অভাব। ইউরিয়া শার এর অভাবে অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই স্লোগানটি-কৃষক বাঁচলে বাঁচবে দেশ আমার কাছে খুবই ভালো লাগে। কৃষকের প্রয়োজনীয় জিনিসের প্রতি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। কারণ কৃষকরা যদি প্রয়োজনীয় জিনিস না পেয়ে সুন্দর মত ধান চাষ করতে না পারে তাহলে আমাদের দেশ খুব বড় ক্ষতির সম্মুখীন হবে। আপনার এমন সবুজ শ্যামল প্রকৃতির ধান গাছের ছবিগুলো দেখে সত্যি আমার মন জুড়িয়ে গেল। দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম।

 2 years ago 

সব কিছুর এর দাম বাড়ে কিন্তু কৃষকের ঘামে ফলানো ফসলের দাম বাড়ে না। বাংলাদেশের শতকরা আশিরভাগ লোকই কৃষক। সর্বদা কৃষক উপেক্ষিত। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কৃষকের হলুদ হৃদয় সবুজ শ্যামলে ভরে উঠছে ঠিক বলেছেন। তবে এখন তো কৃষকেরা আগের মতো টাকা পাচ্ছেন না। আপনি ঠিকই বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কৃষকের স্বার্থ কেউ দেখেনা ভাই। কারণ কৃষকের কোন সংগঠন নেই। যদি থাকতো তাহলে ঠিক হই কৃষক বাঁচার মত বাঁচতো। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইউরিয়া সার আর আগের মত পাওয়া যাচ্ছে না।তাই প্রতিবছর প্রচুর পরিমাণে ধান নষ্ট হয়ে যাচ্ছে। আজ আপনি খুবই সুন্দর ভাবে সবুজ শ্যামল প্রকৃতির ছবি আমাদের মাঝে তুলে ধরেছিলেন। ফটোগ্রাফি গুলো দেখে মন একদম ভরে গেল। তার সাথে সাথে আপনি খুবই সুন্দর কিছু কথা বলেছেন।যা আমার হৃদয় ছুঁয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এতো সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

বাস্তবতা বড় কঠিন ভাই। কিন্তু করার কিছুই নেই। চোখ আছে শুধু দেখতে হবে, কান আছে শুধু শুনতে হবে, মুখ আছে কথা বলা যাবে না। এইতো আমাদের বর্তমান প্রেক্ষাপট। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67689.07
ETH 3801.39
USDT 1.00
SBD 3.55