।। বাতাশে দোলা দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।

in আমার বাংলা ব্লগ3 years ago

২৫-০৪-২০২২ইং।

।। বাতাশে দোলা দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন।।

নমস্কার বন্ধুরা,
আমি @amitab বাংলাদেশ থেকে। হ্যালো " আমার বাংলা ব্লগ "
কমিউনিটির বন্ধুরা আপনাদের সকলের প্রতি রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা। আশাকরি সকলে ভাল আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। অদ্য আমি বাংলার পল্লী কৃষকদের " সবুজের সমারোহে সোনালী স্বপ্নের উঁকি মারার" কয়েকটি ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ও ভালো লাগবে।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০১

Picsart_22-04-16_01-40-32-349.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg কয়েকদিন আগে মনটা ভাল ছিলনা গিয়েছিলাম মাঠের পারে। মাঠের যেতেই উৎফুল্লতায় ভরে উঠলো। চারিদিকে সবুজ মাঠ, কৃষকের ধান গুলি বাতাসে দুলাল দিচ্ছে। আর উঁকি মারছে কৃষকের সেই সোনালী স্বপ্নগুলো। আর কয়েকদিন পরেই ঘরে উঠবে কৃষকের সোনালী স্বপ্ন। রবীন্দ্রনাথের রচিত আবৃতিটি বারবার মনে দোলা দেয়। সবুজ শ্যামল প্রান্তর দিকে দিকে কি অপরূপ সৌন্দর্য।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০২

IMG_20220412_112356646_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg আর কয়েকদিন পরেই কৃষকের ঘরে ঘরে উঠবে ইরি বোরো ধান। মাঠের প্রাণে যতই তাকাই নিজেকে ততই হারিয়ে ফেলি দিগন্তে। সবুজ মাঠে এসে মন জুড়িয়ে যায়।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০৩

IMG_20220412_113039822_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg উপরে ফসলটি ভুট্টা ক্ষেত। ক্ষেতের মালিক সোলেমান ভাই ভুট্টা ক্ষেত নিয়ে স্বপ্ন বুনছেন আগামি দিনকে নিয়ে। সে ধারণা করছেন এই ভুট্টাক্ষেত থেক পঞ্চাশ হাজার মুনাফা হবে।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০৪

IMG_20220412_113229191_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg উপরে ক্ষেতটি কৃষকের অন্যতম একটি অর্থকারি ফসল। এটি পোটল ক্ষেত। আমাদের গ্রামের কানাই মামা বরাবড়ই এটি করে থ্কেন। এবার সে দু বিঘা জমিতে পােটল লাগিযেছে। উদ্দেশ্য হল পটল ক্ষেতের আয় দিযে তার মেয়ে রানুর বিবাহ দেয়া। যদি কোন প্রাকৃতিক গজব না হয তাহলে কোন ব্যাপার নয়।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০৫

IMG_20220412_113403546_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg উপরে ফসলটি নিরঞ্জন দাদার। প্রতি বছই উনি এটি করে থাকেন। এই কাঁচা মরিচ ৫০০০ টাকা পর্যন্ত মন বিক্রি করেছিলেন। এবারের দু বিঘা করেছেন।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০৬

IMG_20220412_114358796_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg উপরের ফসলটি করলা। এটি ও মুল্যবান ফসল। এটি করেছেন দিলিপ দাদা। উনিও বরাবরই করে থাকেন এ ফসলটি উনি ও আশা করছেন প্রায় লক্ষাধিক টাকা বিক্রি করবেন এ ফসল।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০৭

IMG_20220412_171515255_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg উপরের ফসলটি ও একটি অর্থকারি ফসল। এটিও আমাদের গ্রামের নকুল দাদা করেছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা প্রায় লক্ষাধিক টাকার ফসল বিক্রির।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০৮

IMG_20220413_133735857_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg উপরের ফসলটি আরও মুল্যবান। যে ফসলের প্রতিদিনেই টাকা। এটি আমাদের নেপেন দাদার। এ গ্রামের প্রভাবশালী ধনি মানুষ। প্রায় ৩ বিঘা জমিতে তার এ বড়জ।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-০৯

IMG_20220413_135034665~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg এনি হচ্ছে আমাদের দিন মজুর গনেশ দাদা। অপরের বাড়ীতে কাজ করেই যার সংসার চলতো এক সময়। কিন্তু তিনি এখন কলাচাষেই লাক্ষোপতি। কলা চাষ করেই কয়েক বিঘা জমির মালিক।

কৃষকের অর্থকারি ফসল চিত্র-১০

IMG_20220413_133240570_AI~2.jpg
YpihifdXP4WMLzfweUP8MktFpbpxrn6T8xF37NDHbBKTAs1PUo61isdv4Ctkm79AU84T6jQNc6pzug7L9JtdY7GfCq8AatF3wvBy6dcAkmXXXd1BY7TTLaCTF1PMgk8vRdTWW3ifhUmrFagvWAScbL9KspJ72adPTwGghjBrAAuc.jpeg

বন্ধুরা এই ছিল আমার আজকে আমার বাংলার সবুজের সমারোহে কৃষকের সোনালী স্বপ্নের মন জুড়ানো কয়েকটি অর্থকারি ফসলের ফটোগ্রাফি । সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই
শুভরাত্রি।।

নামশ্রী ফণিভূষণ রায় অমিতাব।
User id@amitab
CameraSymphony Mobile phone.
Modelz-35
ঠিকানাপীরগঞ্জ-রংপুর-বাংলাদেশ।

Location

Sort:  
 3 years ago 

অনেকদিন পর আপনার পোস্ট দেখে অনেক ভাল লাগছে। আশা করি সুস্থ আছেন। আপনার বন্ধুর থেকে জানতে পেরেছি আপনার নাকি শরীর খারাপ ছিল?? এখন কি ভালো আছেন আপনি??

আপনাকে ফটোগ্রাফি করার সময় অবশ্যই প্রত্যেকটি ফটোগ্রাফির নিচে সেই লোকেশনগুলো ব্যবহার করতে হবে। আশা করি পরবর্তীতে এই ভুলটি আর আপনার হবে না।

 3 years ago 

৪-৫দিন হল স্টোক হয়েছে। সঠিক ভাবে কথা বলতে পারিনা। রংপুরে চিকিৎসা চলছে। আমার জন্য দোয়া করবেন।

 3 years ago 

শুনে অনেক খারাব লাগলো ভাই, আপনার সুস্থতার জন্য দোয়া করি ভাই, আপনি যেন তারাতারি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

 3 years ago 

আমাদের কৃষক সমাজের তথা আমাদের দেশের বেশ কয়েকটি অর্থকরী ফসলের বর্ণনা দিয়েছেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা অর্থকরী ফসলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে পানের বরজের ফটোগ্রাফিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কারণ পানের বরজের কথা অনেক শুনেছি কিন্তু কখনো চোখে দেখিনি। আজ আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখার সাধ কিছুটা মিটিলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

সেদিন নজরুল ভাইয়ের মুখে শুনেছিলাম আপনি নাকি বেশ অসুস্থ। এখন কি সুস্থ হয়েছেন আপনি?

আর সত্যি কথা বলতে সোনার ফসলের এরকম সুন্দর ফটোগ্রাফি দেখে সত্যিই মনটা অনেক ভালো হয়ে গেল। খুব ভালো একটা বিষয় বস্তু কে কেন্দ্র করে চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর অবশ্যই আপনার জন্য প্রার্থনা রইলো স্রষ্টা আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক।

 3 years ago 

এখনো কথা বলতে পারিনা। ব্রেন স্টক করেছিল। চিকিৎসা চলছে।

 3 years ago 

কৃষকের চাষাবাদ জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলায় যেটা শেষ মুহূর্তে কৃষকের মুখে হাসি ফোটায়। অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফির মাধ্যমে কৃষকের বিভিন্ন ধরনের চাষাবাদের দৃশ্যপটে দেখতে পারলাম ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আমারও কিন্তু কলাবাগান রয়েছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য কিছুদিন আগে ঝড়ে আমার অনেক গাছের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি কৃষকের সুন্দর কর্মের ফল তুলে ধরেছেন ব্লগের মাধ্যমে। আপনাকে জানাই হাজার স্যালুট।

 3 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর কিছু অর্থকারী ফসল ও ফসলের নাম জানলাম। অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। এবং ফটোগ্রাফির সাথে সাথে বর্ণনা অনেক সুন্দর ভাবে উল্লেখ করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

কৃষকের ইচ্ছা গুলো যেন সত্যি হয়েছে আপনার ফটোগ্রাফিতে দেখা ছবিগুলো সত্যি অসাধারণ সুন্দর ছিল। ফসল ভালো হলে কৃষকের মুখে হাসি ফোটে আর আপনার প্রতিটা ছবিতে দেখা যাচ্ছে যথেষ্ট ভালো ফসল হয়েছে। আমাদের এলাকায় পটল সাধারণত মাটিতে জন্মায় কিন্তু আপনাদের এলাকায় পটল মাচায় জন্মেছে।

 3 years ago 

কৃষকের কয়েকটি অর্থকারী ফসলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ।।বিশেষ করে পানের বরজের ফটোগ্রাফি টা আমার কাছে বেশ ভালো লাগলো ।।আমি নিজ চোখে কখনো পানের বরজ দেখিনি ।।
ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 3 years ago 

আমি কখনো পটল খেত বাস্তবে দেখি নাই। অনেকগুলো অর্থকরি ফসলের ফটোগ্রাফি করেছেন। আর আপনি ঠিকই বলেছেন এই কাল বৈশাখী ঝড়ে সাধারণ কৃষকের অনেক ক্ষতি হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

কৃষকের অর্থকারী ফসল এর ফটোগ্রাফি গুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনার প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা।

 3 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে কৃষকের অর্থকারী ফসল ও ফসলের নাম জানতে পারলাম। যখন একসাথে কিছু চাষ করতে দেখি তখন আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91178.33
ETH 3192.43
USDT 1.00
SBD 2.96