।।ম্যাক্রো ফটোগ্রাফি লিচু গাছের গান্ধি পোকা।। 10% shy-fox & 5% abb-school beneficiary।।
০৯ই জ্যৈষ্ঠ /১৪২৯ বঙ্গাব্দ।
২২মে/২০২২ইং।
রোজঃ-রবিবার।
।।ম্যাক্রো ফটোগ্রাফি গান্ধি পোকা।।
নমস্কার বন্ধুরা,
আমি @amitab বাংলাদেশ থেকে "আমার বাংলা ব্লগ " কমিউনিটির এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী সকল বন্ধুদের জানাই মধুমাসের উষ্ণ শুভেচ্ছা। আশারাখি সকলেই ভাল আছেন। আমিও ঈশ্বর কৃপায় মোটামুটি আছি। অদ্য আমি আপনাদের সামনে আমার জীবনের গান্ধি পোকার ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশাকরি সকলকে ভাল লাগবে।
গান্ধি পোকা চিত্র-০১
গতকাল রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। বাড়ির আঙিনাতে একটি লিচুর গাছ রয়েছে, প্রতি বছরে এই গাছটি থেকেই বেশ লিচু খাওয়া হয়। কিন্তু এবারে লিচুর গাছটিতে লিচু ধরেনি। মুকুল এসেছিল কিন্তু মুকুল ঝরে পড়ে গেছে। যাক যা বলছিলাম আরকি, লিচু গাছে গান্ধী পোকার কথা ফটোগ্রাফির পোকাগুলো কে আমাদের গ্রাম্য ভাষায় গান্ধী পোকা বলে জানা যায়। তবে এর বৈজ্ঞানিক সঠিক নাম কি সেটি আমার জানা নেই।
গান্ধি পোকা চিত্র-০২
তবে এই পোকাটি গাছে নিচু থাকলে এর আবির্ভাব বেশি থাকে। পোকাটির দুর্গন্ধ অত্যধিক, যেখানে উড়িয়া পূর্বে তার আশেপাশে দুর্গন্ধে থাকা বড় দায়। বিশেষ করে লিচুর সময় আমাদের বাড়িতে থাকা বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই গান্ধী পোকা। ঘরে দুয়ারে থাকে এর আনাগোনা। খাদ্যদ্রব্য সব সময় সতর্কভাবে ঢেকে রাখতে হয়। এমনকি জামা কাপড় জড়িয়ে থাকে কঠিন একটা বিশ্রী ব্যাপার। এই পাকার স্বভাব গাছ থেকে উড়ে উড়ে ঘরের ভিতরে প্রবেশ করে।
গান্ধি পোকা চিত্র-০৩
এই পোকার উপদ্রব থেকে বাঁচতে প্রতিবছরই আমাকে লিচু গাছে কীটনাশক স্প্রে করতে হয়। তাতে কিছুটা দমন হলেও আবার বৃদ্ধি পায়। এই গান্ধী পোকাটি দেখতেও একটু বড় সাইজের। আমার স্ত্রী ও ছোট মেয়েটি ভয় পায় পোকাটিকে। মাঝেমধ্যে ছেলে প্রশান্ত বর্মন পায়েল গাছে উঠিয়ে বাঁশের তৈরি ঝাড়ুদারা প্রতিনিয়তঃ পোকা মারার কাজে ব্যস্ত থাকে।
গান্ধি পোকা চিত্র-০৪
গতকল্য রাতের ঝড়-বৃষ্টিতে অনেক পোকা মাটিতে পড়ে মারা গেছে, অদ্য সকালবেলা বৃষ্টি হবার পর ছেলে মেয়ে ও স্ত্রী সহ বারান্দায় বসে আছি। এমন সময়ে ভোঁ ভোঁ শব্দে দুইটি গান্ধী পোকা আমার স্ত্রীর শরীরে এসে উড়ে পরল। আর অমনি আমার স্ত্রী চিৎকার দিয়ে লাফিয়ে উঠলো। যাহোক পরে কোনরকমে আমার স্ত্রী কে শান্ত করে পোকাটিকে ঝেড়ে ফেলে দিলাম।
গান্ধি পোকা চিত্র-০৫
গান্ধি পোকা চিত্র-০৬
আর সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি নিয়ে গান্ধী পোকা গুলোর ছবি তুলতে লাগলাম। এই গান্ধী পোকা টা দুজনে একসঙ্গে জোড়া লাগানো ছিল। পরে আঙ্গিনায় লক্ষ্য করে দেখলাম আরো একটি গান্ধী পোকা আঙ্গিনায় এককভাবে পড়ে আছে। তারপর গাছের দিকে এগিয়ে দেখি গাছের ডালে ও দুইটি পোকা একসঙ্গে জয়েন বেধে টানাটানি করছে। আমার মনে হয় এই গান্ধী পোকার দৃশ্যটি বোধ হয় সঙ্গম দৃশ্য হবে।
গান্ধি পোকা চিত্র-০৭
আরেকটি লিচু গাছে দেখি অপর একটি গান্ধী পোকা এককভাবে হাঁটাহাঁটি করছে। আমি কাছাকাছি গিয়ে ছবি উঠাইতে তা আবার উড়ে চলে গেল।
গান্ধি পোকা চিত্র-০৮
আমার জানা নেই এই পোকাটি শুধু আমাদের এলাকাতেই না অন্য কোন এলাকাতেও আছে। আর এটি গান্ধী পোকা না এর অন্য কোন নাম রয়েছে দয়া করে জানা থাকলে জানাবেন সকলে। আমার মনে হয় অনেকেই আবার এই পোকাটি দেখেনি। তাই মন স্থির করলাম প্রকৃতি সম্পর্কে জানতে এবং অপরকে জানাতে আপনাদের মাঝে লিখতে বসা।
গান্ধি পোকা চিত্র-০৯
বন্ধুরা, এই ছিল আজকে আমার সকালবেলার লিচু গাছে গান্ধী পোকার ম্যাক্রো ফটোগ্রাফি। পরিশেষে সকলকে বড় মধু মাসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম।
নাম | শ্রী ফণিভূষণ রায় অমিতাব। |
---|---|
User I | d@amitab |
Camera | Symphony Mobile phone. |
Mobile Phone Model | Z-35. |
Photo Location | Vendabari. |
My Address | Vendabari Prigonj Rangpur Bangladesh. |
ফটোগ্রাফি কিন্তু খুব সুন্দর হয়েছে।যদিও এই ধরনের ফটোগ্রাফি করা অনেক কঠিন ব্যাপার।
আর এই পিকার যে গন্ধ এর তো আসে পাশে যাওয়াই মুস্কিল।😁
ঠিক বলেছেন ভাই, এটা একটা কঠিন ব্যাপার, আমাদের বাড়ির লোকজন একেবারে অতিষ্ঠ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি গাছের গান্ধি পোকার ম্যাক্রো ফটোগ্রাফি করেছেন। আসলে এই পোকাগুলো অনেক দেখেছি।আজকে আপনার ফটোগ্রাফি দেখে আরো বেশি ভালো লাগলো। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সর্বদা। পাশে থাকার জন্য ধন্যবাদ।
ভাইয়া গান্ধী পোকা দেখলে আমার খুবই বিরক্ত লাগে। এর গন্ধটা এতই বিশ্রী যা নাকে আসামাত্রই আমার ভীষণ অস্বস্তি হয়। খুবই বিরক্তিকর একটি পোকার ম্যাক্রো ফটোগ্রাফি আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে আপনি যেভাবে ফটোগ্রাফি ক্যাপচার করেছেন তাতে পোকাগুলো কে দেখতে বেশ দারুন লাগছে। খুবই বিরক্তিকর পোকার সুন্দর ফটোগ্রাফি এবং সেইসাথে সুন্দর বর্ণনা পড়ে বেশ ভালই লাগলো। ভাই লিচু গাছের গান্ধী পোকার ম্যাক্রোফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার ম্যাক্রো গান্ধী পোকার ফটোগ্রাফি গুলো দেখার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাইয়া আপনি খুব সুন্দর করে লিচু গাছের গান্ধী পোকার ফটোগ্রাফি করেছেন। ম্যাক্রোফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। গান্ধী পোকা টাকে দেখে খুব ভয় ভয় লাগছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ম্যাক্রোফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। লিচুর সিজেন আসলি আমাদের বাড়িতে গান্ধী পোকার খবর আনাগোনা শুরু হয়। আপনাকে ম্যাক্রোফটোগ্রাফি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি আজকে আমাদের সাথে চমৎকার কিছু লিচু গাছের গান্ধি পোকা এর ম্যাক্রো ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে কিন্তু অনেক ভালো লাগলো, চমৎকার ভাবে আপনি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পেরেছেন। আপনি তো ভালোই ফটোগ্রাফি করতে পারেন, যেগুলো আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যায়। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ম্যাক্রোফটোগ্রাফি দেখার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
গান্ধী পোকার অনেক সুন্দর মাইক্রো ফটোগ্রাফি করেছেন। তবে লিচু গাছে বলেন, আর ধানের ক্ষেত বলেন, আর যেকোনো গাছ বলেন, এই গান্ধী পোকার বসবাস গাছে, গাসে, ধানে। তবে এটি যেমন যন্ত্রণাদায়ক দুর্গন্ধযুক্ত তেমনি এতে রয়েছে প্রচুর বিষাক্ত এসিড যা মানুষকে মানুষের শরীরকে পুড়িয়ে দিতে পারে। আর এত সুন্দর মাইক্রো ফটোগ্রাফি গুলোর সাথে বিস্তারিত খুব সুন্দর করে লিখেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সেই সাথে মাইক ম্যাক্রো ফটোগ্রাফি গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
গত দিনে লিচু গাছে এ ধরনের পোকা দেখেছি কিন্তু অতটা মনোযোগ সহকারে দেখা হয়নি তবে আজকে আপনার ফটোগ্রাফি থেকে ভালো ভাবে দেখে নিলাম।
সুন্দরভাবে পোকাগুলোর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অসাধারণ মন্তব্য করার জন্য।
পোকার মাইক্রো ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার ফটোগ্রাফির দেখে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। আপনি যদি সমাজে ফটোগ্রাফি করেন তাহলে আরো ভালো কিছু ফটোগ্রাফি করতে পারবেন। খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য। এভাবে এগিয়ে যান
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এভাবেই যেন সব সময় পাশে পাই। ভালো থাকবেন সর্বদা।
আপনার শেয়ার করা লিচুগাছের এই গান্ধী পোকা গুলো দেখে আমার অনেক রাগ হচ্ছে ভাইয়া। আপনি হয়তো বা জানেন কিনা জানিনা এই পোকা গুলো যদি আমাদের শরীরে লাগে তাহলে সেই জায়গাটি পুড়ে যায়। কিছুদিন আগে এই পোকাটি আমার ঘাড়ে বসে ছিল আর সেই জায়গাটি পুড়ে গিয়েছে আমার।
যদিও পড়ায় স্থানটি আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে কিন্তু দাগ রয়ে গেছে আমার ঘরে এখন পর্যন্ত। তাই আমি মনে করি সবার উচিত এই প্রগতি থেকে একটু দূরে থাকা। প্রগতি খুবই মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটি আবার এ ধরনের ক্ষতিকর এটা আমার জানা ছিল না। ভালো থাকবেন সর্বদা।