ভালবাসার আর এক নাম "আমার বাংলা ব্লগ"
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি।
২০২১ সালের অক্টোবর মাসের এক রাতে আমার এক ছোট ভাই সজীবকে দেখি ফোনের স্পিকার অন করে নানান ধরনের কথা শুনছে। সেখানে গান কৌতুক সব হচ্ছে। বেশ মজা করে আবার চ্যাটিং ও করছে। আমি কৌতূহল বসত সজীবকে জিজ্ঞেস করলে আমাকে পুরো ব্যাপারটা খুলে বললো ঐদিন সে। ভীষণ মজা পেয়ে যাই সেদিনই। আর ঐ দিন থেকেই ইচ্ছে ছিল যে আমিও এভাবে ব্লগিং করা শুরু করবো।
২০২১ সালের অক্টোবর মাসে একাউন্ট খুলে ফেলি কিন্তু সময়ের অভাবে কাজ শুরু করতে করতে প্রায় ১ বছর লেগে গেলো। ২০২২ সালের অক্টোবরের দিকে আমার পরিচয় মূলক পোস্ট দেই। আর এভাবেই শুরু হয় আমার জার্নি আমার বাংলা ব্লগের সঙ্গে।
লেভেল ১ থেকে শুরু করে লেভেল ৫ পর্যন্ত প্রত্যেকটা লেভেল অনেক গুরুত্বপূর্ণ। নতুন নতুন অনেক কিছু শিখেছি এই লেভেলগুলো থেকে এবং অনেকের সঙ্গে পরিচিত হয়েছি। এবিবি স্কুল এর এই লেভেল গুলো আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
সবগুলো লেভেল এ উত্তীর্ণ হয়ে আমি ভেরিফাইড মেম্বারের ট্যাগ পাই। এই ট্যাগ পাওয়া যে কতটা আনন্দের তা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না।
এই অল্প কিছুদিন এ আমার বাংলা ব্লগ যে আমার মন জয় করে নিয়েছে। আমার বাংলা ব্লগ এর সকল সদস্য মডারেটরগণ, এডমিন এবং প্রতিষ্ঠাতা সকলেই অনেক ভালো মনের মানুষ। এত সুন্দর মায়ার বাধনে বদ্ধ আমরা সকলেই। এই বাধন যাবে না ভোলা।
সারাদিন অফিস করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসি আমি রবিবার এর আড্ডা এবং বৃহস্পতিবার এর হ্যাং আউট এ কানেক্ট থাকার জন্য। কিসের যেনো একটা মায়া কাজ করে। আসলে সকলের ভালবাসায় আমারা সকলে বদ্ধ পরিকর।
অনেক কিছু পেয়েছি এখান থেকে। আমরা সকলে একটা পরিবারের সদস্য নাম তার "আমার বাংলা ব্লগ" পরিবার।
১১ জুন, ২০২৩ ইং তারিখে ছিলো আমার বাংলা ব্লগ এর ২য় জন্মদিন। যে দিন টাকে ঘিড়ে আমাদের আমার বাংলা ব্লক কমিউনিটিতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
নানা ধরনের গান, কবিতা, কুইজ ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল ৩ দিন ব্যাপি ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান।
অনেক ভালো সময় কেটেছে আমাদের এই তিনদিন। প্রত্যেকটা সদস্যের পারফরম্যান্স ছিল অসাধারণ। আমি নিজেও গান গাওয়ার দুঃসাহস করেছিলাম।
সারাদিন পর যেমন আমরা আমাদের পরিবারের কাছে ফিরে খোঁজখবর নেই। ঠিক তেমনি প্রতিদিন আমি অফিস থেকে এসে যুক্ত হই।
সব কিছু মিলিয়ে আমার বাংলা ব্লগ পরিবারের সঙ্গে যুক্ত সকলেই অনেক ভালো।
অনেক ধন্যবাদ জানাই ছোট ভাই সজিব কে, সুন্দর একটা পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
বললে শেষ হবে না আমার বাংলা ব্লগ পরিবারের কথা।
বিশেষ করে আমার বাংলা ব্লগের ফাউন্ডার আর এম ই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকলের জন্য এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দেয়ার জন্য।
এবং ধন্যবাদ জানাই সকল এডমিন এবং মডারেটর ভাইদের যারা আমাকে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
আর এভাবেই "আমার বাংলা ব্লগ" সবার কাছে এতো পছন্দের হয়ে ওঠে।
সারাদিন অফিস করে বাসাই এসেই ঘুরে আসি আমার বাংলা ব্লগ এর ওয়াল থেকে।
"আমার বাংলা ব্লগ" আমার অনুভুতি, ভালবাসা সব। ২য় বর্ষপূর্তি উপলক্ষে থিম সং এ আমার দেয়া ছোট একটা ভিডিও আপলোড করা হয়। এটা এক ধরনের ইন্সপাইরেশন।
"আমার বাংলা ব্লগ" কে জানাই জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সত্যি বলতে যতই ব্যস্ততা থাকুক বাংলা ব্লগে সময় না দিলে মনে হয় যে নিজের ফ্যামিলিতে নিজের অবদানের কোন অংশ কম রয়ে গেল। খুব চমৎকার কিছু অনুভূতি তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন ভাই। আমার বাংলা ব্লগ এ সময় না দিতে পারলে মনে হয় কি যেন করা হয় নি। অপূর্ণ লাগে সব। ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলার জন্য।
আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি আপনার যে এত সুন্দর আন্তরিকতা আর ভালোবাসা তা দেখে আমি কি মুগ্ধ হয়েছি। আশা করি দীর্ঘদিন এভাবেই এই কমিউনিটির সাথে বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে সদস্য হয়ে সবার সাথে একসাথে পথ চলবেন।
জি ভাই। এখন আমরা সকলে এক পরিবারের সদস্য। ঠিক যেমন আমাদের বাবা, মা, ভাই, বোন নিয়ে একটা পরিবার ঠিক আমার বাংলা ব্লগ ও তাই।
আমার বাংলা ব্লগ আমাদের পরিবারের মত। এখানে সবাই আমরা একই পরিবার। একদিন এই প্লাটফর্মে কাজ না করলে মনে হয় কি যেন মিস করে ফেলেছি। ঠিক বলেছেন লেভেল ওয়ান থেকে লেভেল ফাইভ পর্যন্ত ক্লাসগুলো আমাদের জন্য অনেক গুরুত্ব ছিল। এখানে আমরা অনেক কিছু শিখতে পারলাম এবং অনেক কিছু বুঝতে পারলাম। তবে আপনি ঠিক বলেছেন ভালোবাসা আরেক নাম আমার বাংলা ব্লগ। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে অনুভূতি প্রকাশ করার জন্য।
জি আপু এই পরিবারের সংগে যুক্ত হওয়ার পর অনেক কিছু শিখেছি। বুঝেছি কিভাবে একে অপরের সংগে মিলেমিশে থাকতে হয়। আশা করি আমরা সকলেই এভাবে এক পরিবারের সদস্য হয়ে সারাজীবন থাকতে পারবো।
আমার বাংলা ব্লক আমার মনের সাথে মিশে আছে। এই প্লাটফর্মে যদি একটা দিন কাজ না করতে পারি তাহলে অনেক খারাপ লাগে আমার কাছে। এবং এখানে সদস্য এডমিন মনিটর সবাই একটি পরিবারের মত। আপনি এই প্লাটফর্ম নিয়ে খুব সুন্দর একটি অনুভূতি পোস্ট করলেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ জানাই জামাল ভাই। আমরা কখনই এই পরিবার থেকে আলাদা হবো না। এই জন্যেই বলেছি আমার বাংলা ব্লগ ভালবাসার আর এক নাম।
আমার বাংলা ব্লক আমার মনের সাথে মিশে আছে। এই প্লাটফর্মে যদি একটা দিন কাজ না করতে পারি তাহলে অনেক খারাপ লাগে আমার কাছে। এবং এখানে সদস্য এডমিন মনিটর সবাই একটি পরিবারের মত। আপনি এই প্লাটফর্ম নিয়ে খুব সুন্দর একটি অনুভূতি পোস্ট করলেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে ঠিকই বলেছেন, ভালোবাসার আরেক নাম হচ্ছে আমার বাংলা ব্লগ। আর এই বাংলা ব্লগকে নিয়ে লেখা এত সুন্দর একটা পোস্ট পড়ে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এটা কিন্তু সত্যি, লেভেল ওয়ান থেকে লেভেল ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। আর ভেরিফাইড মেম্বার হওয়ার পরের অনুভূতিটা একেবারে অন্যরকম ছিল, যা বলে বোঝানো যায় না। সজীব ভাইয়ার মাধ্যমে আপনি এখানে আসতে পেরেছেন এটা জেনে ভালো লাগলো।
হ্যা আপু সজীবের জন্যেই আমার এখানে আসতে পারা। লেভেল ১ থেকে ভ্যারিফাইড মেম্বার হওয়া পর্যন্ত সকল ধাপ ই ছিল অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপু অনেক সুন্দর মন্তব্য করার জন্য।