বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন
নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি
গতকাল ছিলো আমাদের হিন্দু ধর্মালম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা। পুরো পূর্ণিমা তিথীতেই এই পূজা হয়।
আজ আমি আমাদের বাড়ির পূজা নিয়ে লিখতে যাচ্ছি।
খুব অল্প সময়ের মধ্যে আমরা এই পূজার আয়োজন করে ফেলি। আসলে দুইজনই অফিস করে বাসাই ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়।
প্রিয়ার অফিস বাসার কাছাকাছি হওয়াই দুপুরে অফিস থেকে নেমে পূজার কিছু সামগ্রী কিনে ফেলে যেমন পান, সুপারি, ফল, ইত্যাদি।
তারপর আমি অফিস থেকে এসে ফুল নিয়ে বাসাই আসি। বাসাই আসার পর দুজনে স্নান সেরে নিয়ে পূজার কাজ করতে শুরু করি।
প্রিয়া ঘরে আলপনা দিতে থাকে। আর আমি ফুলের মালা গাথি। এভাবে একে একে দুজনে সব কাজ করে ফেলি খুব দ্রুত।
ফল, নারু দিয়ে প্রসাদের থালা সাজিয়ে রাখি। তারপর কোজাগরী লক্ষ্মী পূজার ঘট বসানো হয়। একে একে ঘটে পান পাতা, সুপারি, কলা আরও অনেক সামগ্রী দিয়ে ঘট বসানো হয়।
তারপর একে একে সব প্রতিমাকে ফুলের মালা পরিয়ে দেয়া হয়। এর পর প্রদীপ আর ধুপ জালিয়ে নেই।
সব কিছু গুছানো হয়ে গেলে প্রিয়া পূজা শুরু করে। পূজা শেষে দুজনে প্রণাম করে প্রসাদ গ্রহণ করি।
বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজনের কিছু স্থির চিত্র
আসলে ধর্ম পালন করা অনেক শান্তির একটা বিষয়। আমরা যে ধর্মেরই অধিকারী হই না কেন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে নিজ নিজ ধর্ম একটা স্পর্শকাতর স্থান। ধর্ম পালন করাটা যে আসলে কতটা শান্তির তা আমরা সবাই বুঝি। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সকল ধর্মকে শ্রদ্ধা করি। আর এটাই হবে আমাদের সার্থকতা।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
বিষয় | বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন |
---|---|
ফটো ক্রেডিট | @amitroy |
ডিভাইস | রেডমি নোট ৮প্রো |
লোকেশন | মিরপুর ১২, ঢাকা |