বর্তমানে চারপাশে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। এমন একটা যুগে আমরা বাস করছি যেখানে চারপাশে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। আর বিচ্ছেদের কারণগুলো খুবই অদ্ভুত। কারো হয়তো বিচ্ছেদ হচ্ছে তৃতীয় ব্যক্তির কারণে, কারো হয়তো পরকীয়ার জন্য, কারো হয়তো বাচ্চা হয় না, কারো হয়তো মেন্টালি ম্যাচ করছে না, কারো হয়তো কথার অমিলের কারণে, ছোটখাটো ব্যাপার নিয়েও বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আপনার চারপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন অহরহ বর্তমানে বিচ্ছেদ হচ্ছে খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।
বর্তমান জেনারেশনের যারা অবিবাহিত তাদের মনে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আদো কি ভালোবাসা বলতে কিছু আছে? যদি ভালোবাসা বলতে কিছু থাকতো তাহলে এত ডিভোর্স কেন হচ্ছে? এই প্রশ্নটির মাধ্যমে আসলে একটা ভয় ঢুকে গেছে তাদের মধ্যে, যে বিয়ে করার পর নানান সমস্যার সম্মুখীন হতে হবে এবং আমারও হয়তো ডিভোর্স হয়ে যাবে। এই নেগেটিভ চিন্তা ভাবনার কারণে অনেকেই বিবাহ করছেন না। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এবং মন থেকে এটা মানতে পারছে না যে একটা মানুষের সাথে সারা জীবন কিভাবে থাকতে পারব৷ আমি মনে করি এটি একটি সামাজিক অবক্ষয়ের লক্ষণ।
আসলে সত্যি বলতে এই চিন্তা-ভাবনা অবান্তর নয় বা তারা যেটা ভাবছি সেটাও ফেলে দেওয়ার মত নয়। কারণ এমন সব ব্যাপার নিয়ে বর্তমানে ডিভোর্স হচ্ছে মানুষের মধ্যে যেটা আসলেই খুবই নগণ্য এবং তুচ্ছ ব্যাপার। যার কারণে মানুষের মধ্যে অনেক ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
এমতাবস্থায় আমি কিছু কথা বলব। পৃথিবীতে সব মানুষ সমান নয়। এমনও অনেক মানুষ আছে যে অনেক সমস্যা থাকার পরেও সারা জীবন একসাথে থাকছেন। দুজন মানুষ লড়াই করে বেঁচে আছেন। তারপরও তাদের বিচ্ছেদ হচ্ছে না। হাজারো বিচ্ছেদের ভিড়ে এই সকল উদাহরণ হয়ে আছে। তাই সবসময় আমরা নেতিবাচক চিন্তা না করে ইতিবাচকও চিন্তা করতে পারি। তাহলে আমাদের চিন্তাধারা পরিবর্তন হবে এবং এই সমস্যা থেকে সমাধান হয়তো কিছুটা করতে পারব। সবার সুন্দর জীবনের জন্য প্রার্থনা করি জেনো সবার জীবনে অনেক সুখী ও সুন্দর হয়।
ধন্যবাদ।
আমি আপনার পোস্ট টি বসে বসে পড়ার সময়ও একজনের বিচ্ছেদের গল্প শুনলাম।আসলে ঠিক বলেছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যাচ্ছে। অবিবাহিত রা এসব দেখে ভয় পাচ্ছে এটা খুব দুঃখজনক ঘটনা।পোস্ট টি পড়ে বেশ ভালোই লাগলো।ধন্যবাদ