বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলন

in আমার বাংলা ব্লগ2 days ago

certificate-8696601_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে বাংলাদেশের ছাত্রদের একটি আন্দোলন চলছে আর সেটা হচ্ছে কোটা সংশোধন করার জন্য আন্দোলন করছে সবাই। বাংলাদেশের লক্ষ লক্ষ মেধাব ছাত্র আছে যারা সবাই চায় যে বর্তমান কোটা সংশোধন করা হোক। কারণ হচ্ছে ১০০% এর মধ্যে ৫৫% ই হলো কোটাদারিরা চাকরি বা অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছে। তার মধ্যে মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা বা বা নাতি নাতিরা ১০০% এর মধ্যে ৩৫ পার্সেন্ট চাকরির সুবিধা এবং অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। যা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিস্ফোরার মত।

আমার কাছে এই আন্দোলন খুবই যৌক্তিক এবং প্রয়োজনীয় মনে হয়। কারণ হচ্ছে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার এবং মেধাবীর ছাত্রছাত্রীরা যেখানে তাদের যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছে না আর সেই জায়গাতে মুক্তিযোদ্ধা নাতি-নাতিরাও মেধাবী না হয়েও কোটার কারণে চাকরি পেয়ে যাচ্ছে। ২০১৮ সালে একই ধরনের আন্দোলন করা হয় যার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার বলেছিল যে তোমরা বাসায় ফিরে যাও কোটা পদ্ধতি উঠানো হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি খোভ বিরাজ করছে এই ব্যাপারটি নিয়ে। এবারের আন্দোলনটি তারা খুব শক্ত অবস্থান নিয়েছে যেন তাদের এই দাবিটি মানা হয়।

তাই আমাদের প্রত্যেকটা মানুষকে এই আন্দোলনের সাথে একাত্ম হতে হবে। যে যার অবস্থান থেকে তাদেরই আন্দোলন কে সফল হওয়ার জন্য সহায়তা করতে হবে। আমরা যারা অনলাইনে আছি তাদেরকে অনলাইনে লেখালেখির মাধ্যমে এই দাবিকে আরো বেশি জোরালো করে সবাকে ঐক্যবদ্ধ করতে হবে। আর ছাত্র-ছাত্রীদের মনোবল বৃদ্ধির জন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। যেন এই কোটা সংশোধন বা কোটা বিরোধী আন্দোলনটি সফল করতে পারে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

ধন্যবাদ।

Sort:  
 yesterday 

কথাগুলো ভালো লেগেছে পোষ্টের কথাগুলোর সাথে আমিও সহমত প্রকাশ করছি। সত্যি বলতে আমিও মন থেকে চাচ্ছি কোটা বিরোধী আন্দোলনটি সফল হোক। মেধাবী ছাত্রদের মেধার প্রাধান্য দেওয়া হোক।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63186.04
ETH 3392.68
USDT 1.00
SBD 2.50