গোপনে দান এবং মানুষকে সাহায্য করা সবচাইতে উত্তম কাজ

in আমার বাংলা ব্লগ20 days ago

hand-1331323_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে মানুষ মানুষকে সাহায্য করে সেটা সবার সাথে বলে বেড়ায়। দেখা যায় কোন একটি মানুষকে সাহায্য করেছে আর সেটা নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন। যার ফলে যে ব্যক্তিকে সাহায্য করা হয়েছে তার সম্মানহানি হচ্ছে এবং যে ব্যক্তি সাহায্য করেছেন সে নিজেকে বড় প্রমাণ করার জন্য ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে শেয়ার করছেন। যা ছোট মন-মানসিকতার মানুষ তারাই এই কাজ করা হয়।

মানুষকে সাহায্য করা পৃথিবীর সবচাইতে মহৎ কাজ। মানুষকে জন্যই সবচাইতে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। একে অপরের পাশে থাকবে একে অপরকে সাহায্য করবে এটাই মানুষের আসল বৈশিষ্ট্য। কিন্তু যখন কোন একজন মানুষকে সাহায্য করার পর সেটা আপনি অন্য মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করবেন তখন আর সেটি ভালো কাজ এর মধ্যে পড়ে না সেটা নিজের জন্য করা হয়।

দান করা বা মানুষকে সাহায্য করা খুবই ভালো যদি সেটা করা হয় গোপনে। আমাদের ইসলাম ধর্মেও সেটা উল্লেখ করা আছে যে কোন একজন মানুষকে সাহায্য করে সেটা গোপন রাখা অন্য মানুষের কাছে সেটা প্রকাশ না করা। যদি দান করার পর নিজেকে বড় প্রমাণ করার জন্য প্রকাশ করা হয় দান কবুল হবে না। পাশাপাশি তাকে পরকালের শাস্তির বিধান রয়েছে। তাই গোপনে দান করার মতো ভালো কাজ কোন কিছু হতে পারে না।

যখনই কোন মানুষকে সাহায্য করবেন চেষ্টা করবেন সেটা গোপনে করার জন্য। সাহায্য করার পর মানুষের সাথে সেটা না বলাই ভালো। গোপন সাহায্য গুলো মানুষকে মানসিক শান্তি প্রদান করে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 19 days ago 

আসলে দান করার একটাই লক্ষ্য থাকতে হবে। আপনি যাকে দান করছেন তার অভাব-অনটন দূর করার জন্য দান করছেন। অনেকেই মানুষের মাঝে নিজেকে বড় প্রকাশ করার জন্য দান করার পরে সেটা বলে বেড়ায়। আসলে ডান হাত দিয়ে দান করলে বাম হাত ঠিক পাবে না বিষয়টা এরকম হওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57483.55
ETH 3066.62
USDT 1.00
SBD 2.29