নিজেদের আত্মতৃপ্তির জন্য আমরা ভালো থাকতে পারিনাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

divorce-908743_1280.png
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন আমাদের ভালো না থাকা মূলত আমাদের নিজেদের ওপর নিজেরা খুশি না হওয়াতে হওয়ার কারন। আমরা নিজেরা কেউই নিজেকে নিয়ে ভাল থাকতে পারিনা সন্তুষ্ট হতে পারি না। যার জন্য আমরা হতাশায় ভুগি। আমার এটা নাই আমার ওটা নেই এইসব ভাবতে ভাবতে আমাদের জীবন অসুখী হয়ে যায়।

আমাদের মানুষের একটি অভ্যাস হলো পারফেকশনের পিছনে ছোটা। আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক ভালো হবে সে আমাদের জন্য পারফেক্ট হবে। এটা করতে গিয়ে আমরা নিজেকে নিজের থেকে আলাদা একটা রূপে উপস্থাপন করি। যা আমাদের জন্য খুবই সুখকর হয় না। পারফেক্ট হতে গিয়ে ও পারফেক্ট খুঁজতে গিয়ে আমাদের জীবনটাই এলোমেলো হয়ে যায়।

আমরা সত্যিকার অর্থে পারফেকশন বলতে যেটা বুঝি সেটা হলো নিখুঁততা। একটা মানুষের পক্ষে নিখুঁত হওয়া কখনোই সম্ভব নয়। এটা মোটেও পারফেকশন নয়। পারফেকশন তো সেটা যেটা ব্যক্তি নিজে খুশি থাকতে পারে। যেমন আছে সেটা নিয়ে খুশি থাকা সেটাই আসল পারফেকশন । কারণ এই পারফেকশন আপনাকে খুশি রাখতে সাহায্য করে।

বর্তমানে আমাদের মধ্যে আত্মতৃপ্তির অভাব। আমরা যেমন আছি সেটা নিয়ে খুশি থাকতে পারি না। আমার কাছে মনে হয় আমার থেকে আরেকজন অনেক ভালো আছে, সে আমার থেকে বেশি খুশি, সে আমার থেকে ভালো অবস্থায় আছে। আপনাকে অসুখী করতে এই চিন্তা ভাবনাটিই যথেষ্ট।

তাই বলব আপনার যা আছে তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। আত্ম তৃপ্তি ভরে নিজের জীবনকে উপভোগ করুন। পারফেকশনের পিছনে না ছুটে নিজেকে নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেটা নিয়ে চিন্তা করুন।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97542.75
ETH 3458.83
USDT 1.00
SBD 3.15