মানুষকে উপকার করার সুযোগ থাকলে স্বার্থ ছাড়া উপকার করুনsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

men-3610255_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবেয়

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা যদি মানুষকে উপকার করার সুযোগ পাই তাহলে স্বার্থ ছাড়া উপকার করা চেষ্টা করতে হবে। উপকার করা কি দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে সেটা অনেক সম্মানের। কিন্তু দায়িত্ব অনেক কঠিন কাজ। আপনাকে দায়িত্ব পালন করতে হলে সেটাকে নিখুঁতভাবে করতে হবে এবং গ্রহণযোগ্য তো থাকতে হবে। আপনাকে কেউ বিশ্বাস করছে আর সেটার মর্যাদা দিতে হবে।

আপনার মধ্যে যদি বিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। যার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে এবং মানুষকে সাহায্য করার মন-মানসিকতা আছে এমন মানুষকে নিয়ে মানুষ নেতিবাচক মন্তব্য করলে সে কখনোই বিচলিত হবে না এবং সমরিচিত হওয়ায় আক্ষেপ করবে না।

আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষের সাহায্য করতে চায় কিন্তু মানুষের সমালোচনার ভয়ে সেটি করতে পারেনা। আমাদের একটি কথা মনে রাখতে হবে ভালো কাজে বাধা আসবেই আপনাকে এগুলো অতিক্রম করে ভালো কাজ করতে হবে।

আর আমাদের উচিত কোন মানুষকে সাহায্য করার সুযোগ থাকলে সেটা স্বার্থ ছাড়া করা যেন মানুষ এই সাহায্য করা কি নিয়ে আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে। স্বার্থ ছাড়া উপকার করার পরেও যদি আপনি সমালোচিত হন তাহলে আপনি বিচলিত হবেন না একদিন না একদিন এটার রিওয়ার্ড আপনি পাবেন। আর সেরিয়ড হবে অনেক সম্মানের এবং মর্যাদার।

নিজে স্বার্থ ছাড়া ভালো কাজ করুন এবং যারা স্বার্থ ছাড়া ভালো কাজ করছে তাদেরকে সাহায্য করুন। যদি সাহায্য নাও করতে পারেন তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন না তাদের ব্যাপারে নেগেটিভিটি ছড়াবেন না।

ধন্যবাদ

Sort:  
 last year 

ভাইয়া আপনি দারুন একটা পোস্ট আছে শেয়ার করেছেন আপনার পোস্টটি সম্পন্ন পড়ে খুবই ভালো লাগলো। আসলে ভাইয়া এমন মোটিভেশনাল পোস্ট পড়লে যে কোন মানুষেরই ভালো লাগবে। আরে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মানুষকে বিনা স্বার্থে উপকার করাই শ্রেয়। কারণ মানুষ মানুষের জন্য ।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনি ঠিকই বলেছেন, মানুষকে কোন উপকার করতে পারলে তা স্বার্থ ছাড়া করাটাই উত্তম। উপকার করে তার থেকে কোন কিছু চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করাটাই বোকামি। নিঃস্বার্থভাবে কাউকে উপকার করতে পারলে তবে হৃদয়ের মাঝে প্রশান্তি কাজ করে। বেশ সুন্দর বিষয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.041
BTC 98218.24
ETH 3592.97
SBD 2.34