সন্তানকে আদর্শবান করে গড়ে তুলতে হলে তার সাথে বন্ধুসুলভ আচরণ করুন

in আমার বাংলা ব্লগ2 months ago

father-and-son-2258681_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান যেন বড় হয়ে অনেক ভালো মানুষ হয় এবং আদর্শবান হয়। প্রতিটা পিতামাতাই চায় যে তাদের সন্তান বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। একজন আদর্শবান সন্তান গড়তে হলে সবচাইতে বেশি তার পিতামাতাকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছোট থেকেই তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য গাইডলাইন দিয়ে বড় করতে হবে।

বর্তমান পিতা-মাতারা সবাই চায় তাদের সন্তান ভালো হোক। কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ গাইডলাইনের অভাবে এখন সন্তানরা বিপথে চলে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে অল্প বয়সে তার হাতে মোবাইল তুলে দেওয়া। প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগেই পিতা-মাতা তার সন্তানকে মোবাইল কিনে দিচ্ছে যার ফলে সে এমন সব কার্যকলাপে জড়িয়ে পড়ছে যেগুলো এই বয়সে তার মাথায় আসার কথা ছিল না। আর পিতা মাতার ও মনে করে যে সবাই এখন মোবাইল ব্যবহার করে আমার সন্তানকে মোবাইল কিনে দিলেও এটাতে কোন দোষের কিছু নেই।

যদিও মোবাইল কিনে দিতে হয় তারপরও সন্তানরা কি করছে মোবাইলে কিভাবে ব্যবহার করছে সেটা অবশ্যই আমাদের তদারকি করতে হবে। কখনোই আদর্শ সন্তান আপনি এমনি এমনি গড়ে তুলতে পারবেন না তাকে সুন্দর একটি গাইডলাইন এর মাধ্যমে বড় করতে হবে। তার প্রতি আপনার অনেক বেশি মনোযোগী হতে হবে যেন তার দ্বারা কোন ভুল কিছু না হয়ে যায়। তাছাড়াও অনেক পিতা-মাতা অনেক বেশি রাগ সন্তানের প্রতি দেখায়, যেটা মোটেও ঠিক নয়। যার ফলে ছেলেমেয়েরা এখন গোপনে খারাপ কাজ করে পিতা মাতার ভয়ে যেটা কেউই জানতে পারে না।

সন্তানের প্রতি পিতা-মাতা কে অবশ্যই বন্ধুসুলভ আচরণ করতে হবে। তাদের দ্বারা যদি কোন ভুল হয়েও যায় তারপরও তাদেরকে বাজেভাবে শাসন না করে বন্ধুসুলভ আচরণ করে তাদেরকে তাদের ভুলটা বুঝিয়ে দিতে হবে। তাদের সাথে যদি আপনি বন্ধুসুলভ আচরণ করতে পারেন তাহলে সে আপনার সাথে ভালো মন্দ অবশ্যই শেয়ার করবে। যখন ভালো-মন্দ শেয়ার করবে তখন আপনি তাকে বুঝাতে পারবেন এটা ভালো নয়। এটা তার জন্য ভালো হবে না। তাহলে আপনি আপনার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারবেন। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

আমাদের সমাজের বেশিরভাগ ছেলেমেয়েরাই বাবা-মায়ের শাসনে বড় হয়ে ওঠে কিন্তু বাবা-মা কখনোই তাদের মনের কথাগুলো জানতে চেষ্টা করে না। বাবা মায়ের উচিত বন্ধুর মত তাদের সাথে মিশে তাদের মনের কথাগুলো জানার চেষ্টা করা।

 2 months ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে চমৎকার পোস্ট লিখেছেন আপনি। আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে সন্তানকে আদর্শবান করে তুলতে হলে অবশ্যই তার সাথে উত্তম আচরণ করতে হবে। তাহলে সেই সন্তান ধীরে ধীরে ভদ্র হয়ে উঠবে এবং সে উত্তম আচরণ গুলোই শিখবে। পরবর্তীতে সেই সন্তান নিঃসন্দেহে একজন আদর্শবান মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64097.37
ETH 3476.43
USDT 1.00
SBD 2.53