গালি দেওয়াকে এখন মানুষ স্মার্টনেস মনে করে

in আমার বাংলা ব্লগlast month

man-4393964_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে অল্প বয়সী ছেলে মেয়ে এবং যুবকদের মধ্যে একটা খারাপ ব্যাপার লক্ষণীয় সেটা হচ্ছে মানুষদেরকে খুব সহজেই গালি দিয়ে ফেলা বা নিজের বন্ধুদেরকেও অনেক সময় খুবই বাজে ভাষায় গালিগালাজ করা। এটাকে তারা কোন খারাপ কিছু মনে করে না। তারা এটাকে স্মার্টনেস বলে প্রকাশ করে। বলে যে এখন মানুষ তো গালি দেয় এটা স্মার্টনেসের একটা ব্যাপার। গালি কি কখনোই স্মার্টনেস হতে পারে?

আমার কাছে এই ব্যাপারটি খুবই খারাপ লাগে যে অনেক সময় তার বন্ধুদেরকে এমন বাজে ভাষায় গালিগালাজ করে যেটা অন্যকেউ শুনলেও খুবই বিরক্তিকর। কিন্তু তাদের কাছে এই ব্যাপারটি তেমন কোন কিছুই বহন করে না। এক বন্ধু আরেক বন্ধুকে গালি দিচ্ছে এবং প্রতি উত্তরে সেও তাকে গালি দিচ্ছে। এমনকি বাবা-মা নিয়েও বাজে ভাষায় গালিগালাজ করছে যেটা তাদের কাছে তেমন কিছু খারাপ ফিল হয় না।

এই গালি দেওয়ার ব্যাপারটি গত পাঁচ থেকে দশ বছর যাবত অনেক বেশি প্রচলিত হচ্ছে। একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিচ্ছে যেটা তারা খারাপ মনে করছে না। কিন্তু একজন নৈতিকবান ভাল মানুষ কখনোই আরেকজনকে গালি দিতে পারেনা। কোন মানুষের যদি কোন ভুল থাকে তাহলে সেটা তাকে বলা উচিত। তাই বলে রেগে গিয়ে বাজে গালিগালাজ করা উচিত নয়। এটি খুবই বাজে একটি কাজ আমার কাছে মনে হয়।

তাই আমি বলব যে আমাদের সামনে যদি কেউ বা আমাদের ছোট ভাই অথবা আমাদের পরিচিত কেউ বাজে ভাষায় কাউকে গালি দেয় তাহলে তাদেরকে বাধা দেওয়া এবং তাদের বুঝানো যে এটি খুবই খারাপ একটি কাজ। আমরা যদি সচেতন হই তাহলে এই ধরনের কাজগুলো সমাজ থেকে খুব সহজেই প্রতিরোধ করতে পারবো। নিজে ভাল থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। তাহলেই সবাই একসাথে ভালো থাকতে পারবো।

ধন্যবাদ।

Sort:  
 last month 

আসলে যার মন মানসিকতা যেরকম। একজন নৈতিকহীন মানুষ গালি দেওয়াটাকে স্বাভাবিকভাবে নিলেও একজন ভদ্র মানুষ অবশ্যই সেটাকে নেগেটিভ ভাবে নিবে। আর বর্তমান সমাজে নীতিবান মানুষ খুব কমই আছে এজন্য গালি দেওয়াটা স্বাভাবিক হয়ে গিয়েছে।

 last month 

একজন নৈতিকবান ভাল মানুষ কখনোই আরেকজনকে গালি দিতে পারেনা। একদমই ঠিক বলেছেন। আসলে ডিজিটালের ছোঁয়ায় সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। এসব গালিগালাজ গুলো বন্ধুদের মধ্যে বেশি চলে। তবুও মনে করে যে ওরা মজা করছে। এধরনের ভাষা গুলো সত্যি জঘন্য।

 last month 

গালি দেওয়াকে স্মার্টনেস কে মনে করে...? হা হা হা... আসলে গালি দেওয়াকে স্মার্টনেস যারা মনে করে, তারা আদেও কতটা স্মার্ট, সেটা তো আমরা সকলেই জানি। তবে বন্ধুবান্ধবকে যারা গালি দেয় টুকটাক, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু বাবা মাকে যারা গালি দেয়, সেটা কোন প্রকারেই মেনে নেওয়া যায় না। আসলে যারা এরকম গালি দেয় তাদের আপনি বোঝাতেও পারবেন না, দেখবেন বোঝাতে গেলে আপনাকেও গালি দিয়ে দিচ্ছে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.029
BTC 69379.42
ETH 3686.72
USDT 1.00
SBD 3.29