আমাদের জীবনের সবথেকে মূল্যবান হলো 'সময়'steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

people-5614708_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন সেটা হলো সময়। আমাদের জীবন এর একটি নির্দিষ্ট সময় থাকে এই নির্দিষ্ট সময়ের পর আমাদের সবাইকে মারা যেতে হয়। কেউ হয়তো ৬০ বছর বাঁচে, কেউ তো ৭০ বছর বাঁচে, কেউ আবার আরো অল্প বয়সে মারা যায়। তার জন্য এই সময়টি খুবই মূল্যবান যে সময়টি সে বেঁচে ছিল। আমি আর আপনি সময়ের গুরুত্ব কি সেটা বুঝতে পারছি?

আপনি পৃথিবীর সবকিছু টাকা দিয়ে কিনতে পারবেন। কিন্তু সময় চাইলেও কিনতে পারবেন না। সময় আপনার জন্য থেমে থাকবে না। আপনার জীবন খারাপ অবস্থায় যাক আর ভালো অবস্থায় যাক না কেন সময় তার গতিতে চলবে। আপনার জন্য সময় অপেক্ষা করবে না। কিন্তু আমাদের এই ছোট্ট জীবনে সময়কে আমরা কতটা গুরুত্ব দেই?

বর্তমান জেনারেশনের মধ্যে সময়ের গুরুত্ব খুবই কম। তারা তাদের গুরুত্বপূর্ণ সময়টুকু অবহেলায় নষ্ট করছে। তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ সময়টুকু অবহেলায় নষ্ট করছে। যে সময় তারা চাইলেই অনেক বড় হতে পারতো। কিন্তু এই অপ্রয়োজনীয় কাজগুলো করে তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। এটা নিয়ে অবশ্য তাদের মধ্যে কোন ধরনের খারাপ লাগা নেই। কারণ তারা জানেই না তাদের এই সময় তাদের জীবনে কতটুকু মূল্যবান।

আমাদের মধ্যে যারা গ্রেট মানুষ আছে বা যারা অনেক মহান মানুষ তারা তাদের সময়টিকে অতি মূল্যবান কাজে ব্যবহার করে আজকে এই পর্যায়ে এসেছেন। তারা যদি আজকে আমাদের যুবকদের মতো সময়কে ফেইসবুক নষ্ট করতো অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা শেষ করতো কখনোই গ্রেট হতে পারতেন না। তারা আজ শুধু মাত্র তাদের পরিশ্রম এবং সময়ের মূল্য দেওয়ার কারণে আজকে সবার কাছে অনুকরণীয়।

তাই আমাদের উচিত প্রতিটা সময়কে অতি মূল্যবান মনে করে কাজে লাগানো এবং কোন সময়কে অযথা নষ্ট না করা। কারন আমাদের জীবনের সবকিছু আমরা ফিরে পেতে পারে পারি কিন্তু আমাদের সময় চলে গেলে সেটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনার পোস্ট সম্পূর্ণ পড়ে সত্যি খুব ভালো লাগলো । আপনি হ্যাঁ ঠিকই বলেছেন এ পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে সময় যা টাকা দিয়ে কখনোই কেনা যায় না। পোস্টটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

বলা হয়ে থাকে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। জীবনে সফলতা অর্জন করার জন্য সময়মতো কাজ করা খুবই প্রয়োজন। সময়ের কাজ সময়ে না করলে কখনো সফলতা অর্জন করা যায় না। বলা যায় যে সময় আমাদেরকে সব সময় নিয়ন্ত্রণ করে। কারণ সময় অনুযায়ী আমাদেরকে সকল কাজকর্ম সম্পন্ন করতে হয়। যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। বেশ সুন্দর বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন । এত দুর্দান্ত বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63678.85
ETH 2623.01
USDT 1.00
SBD 2.85