সোশ্যাল মিডিয়াতে ভাইরালের চক্কর

in আমার বাংলা ব্লগlast month

facebook-2651261_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া গুলোতে অনেক বেশি বাজে কোন একটা ব্যাপার সেটা ভাইরাল হচ্ছে। যা আমাদের নীতি-নৈতিকতাকে নষ্ট করে দিচ্ছে। যেমন কোন একটা মেয়ের অশ্লীল ভিডিও বের হয়েছে তা সোশ্যাল মিডিয়া গুলোতে এত পরিমাণ ভাইরাল হয়েছে বিদ্যুতের গতিতে সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটি আমাদের নিতি নৈতিকতার অবক্ষয়ের একটি লক্ষণ।

অশ্লীলতা এত দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে যা আমাদের যুব সমাজের ধ্বংসের জন্য দায়ী। বর্তমানে ১৫ থেকে ৩০ বছরের যুবকরা এই সকল বাজে কাজের সাথে জড়িত। তাদের জীবনের লক্ষ্য বলতে তেমন কিছুই নেই তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া গুলোতে পড়ে থাকবে এবং কখন কোন খারাপ কিছু ভাইরাল হলো সেটা নিয়ে তারা মাতামাতি করবে। তাদের জীবনের লক্ষ্যই যেন এই সকল কাজ করা।

সোশ্যাল মিডিয়া গুলোতে কোন একটা খারাপ কিছু আপলোড হলে সেটা একজন থেকে আরেকজনের মাধ্যমে এমন করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে সে ভিডিওটি পৌঁছে যায়। এমনও হয় যে কোন একজন মানুষের পার্সোনাল একটি ভিডিও সেটা হয়তো কোন কারণে ভুলবশত সোশ্যাল মিডিয়া গুলোতে আপলোড করা হয়েছে সেটি নিয়ে মানুষ এত পরিমান ওই মানুষটাকে অপদস্ত করে একটা সময় সে মানুষটি আত্মহরন মতো ঘটনা বেছে নাই।

তাই আমাদের যথাসম্ভব এই সকল বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখা উচিত। কখনো সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা জেনে না জেনে আজেবাজে ভিডিও শেয়ার করব না। ভালো ভিডিও গুলো আমরা অবশ্যই শেয়ার করব যার মাধ্যমে উপকৃত হয়। আর খারাপ কোন ভিডিও শেয়ার করার পূর্বে অবশ্যই ভেবে দেখবো এই ভিডিওটি আমাদের পরিবারের মানুষও দেখতে পারে তাই ভেবে চিন্তে ভিডিওটি শেয়ার করা উচিত। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last month 

সব কিছুরই একটা নেগেটিভ দিক থাকে যেমন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে অনেকেই বিপদে পড়ে। তবে এই বিষয়ের সাথে নারীরা বেশি যুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই এই সমস্যার সম্মুখীন হয়।

 last month 

আপনি আজকে বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করেছেন ভাই। আসলে বর্তমান যুবসমাজ সোশ্যাল মিডিয়ার প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে পড়েছে যে, তারা কি শেয়ার করছে সেটা বুঝতেই পারছে না। এর ফলে যে মানুষটার খারাপ ভিডিও শেয়ার করা হচ্ছে তার জীবনে চলে আসছে নরক যন্ত্রণা। কিন্তু সবাই সেই জিনিসটা বোঝার পরিবর্তে এগুলো দেখে মজা নিচ্ছে। আমাদের আসলে এগুলো থেকে অবশ্যই বিরত থাকা উচিত, সেটা না হলে সুদূর ভবিষ্যতে অবস্থা আরো খারাপ হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52