সময়কে সঠিক ভাবে ব্যবহার করুন

in আমার বাংলা ব্লগ6 days ago

iphone-500291_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। পৃথিবীতে সবচাইতে মূল্যবান মানুষের জন্য হলো তার সময়। যে মানুষ জীবনে যত বেশি সময়ের মূল্যায়ন করতে পারবে বা যথাযথ কাজে লাগাতে পারবে সে তত জীবনের সফল হতে পারবে। কিন্তু বর্তমানে আমরা কি আসলেই সময়ের অযথা মূল্যায়ন করতে পারছি? নিজেকে এই প্রশ্নটি করে দেখুন হয়তো আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। কিন্তু আমার কাছে মনে হয় আমরা সঠিক যথার্থ নিজেদের মূল্যবান সময়ের ব্যবহার করতে পারছি না।

এর অন্যতম কারণ হচ্ছে বর্তমানে স্মার্টফোনের এবং সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ সারাদিন অযথা নিজের মূল্যবান সময়কে নষ্ট করছে। মানুষ এখন স্মার্টফোন তার জীবনের বেশিরভাগ সময়ই ব্যবহার করছে। স্মার্টফোন ব্যবহারের ফলে তার পরিবার এবং বন্ধুবান্ধব থেকেও এখন দূরে চলে যাচ্ছে। মনে হয় পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্মার্টফোন ব্যবহার করা। কিন্তু এই স্মার্টফোনের কারণে আমরা আমাদের মূল্যবান সময়কে সবচাইতে বেশি নষ্ট করছি।

তাছাড়াও মানুষ এখন সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের ফলেও তাদের মূল্যবান সময় নষ্ট করছে। সোশ্যাল মিডিয়াতে সারাদিন মোবাইল এর মাধ্যমে স্কুল ডাউন করতেই থাকে যেন কি যেন গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়াকে অযথা কাজে ব্যবহার করছে যার কোন বৃত্তি নেই।

তাই আমাদের অবশ্যই কি ব্যাপারটি মাথায় রাখা উচিত আমাদের এই মূল্যবান সময়টি আমরা কি কাজে ব্যবহার করছি কিভাবে নষ্ট করছি। জীবনে ভালো থাকার জন্য অন্যান্য মাধ্যমগুলো বেছে নেওয়া উচিত এই স্মার্টফোনকে এত বেশি সময়ে দিয়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করার কোন মানেই হয় না। তাই আজি চিন্তা করুন আজই ভাবুন সময়কে কিভাবে কাজে লাগালে আপনার জীবনে সফলতা পাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 5 days ago (edited)

হ্যাঁ বর্তমানে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় কাজ থাকুক বা না থাকুক সোশ্যাল মিডিয়া ছাড়া যেন একটি মুহূর্ত কাটতে চায় না এটা সবার ক্ষেত্রেই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মানুষের এ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হওয়া উচিত।

 5 days ago 

সময়ের সঠিক ব্যবহারে সব মানুষ করতে পারেনা। সময়ের মূল্য আমাদের সবার জীবনেই অপরিসীম। সময়ের সঠিকভাবে ব্যবহার করলে জীবনে সফলতা অবশ্যই আসবে। আমাদের জীবনে এক একটা মিনিট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সময়কে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে কেউই সফলতা আটকাতে পারবেনা। আমরা যদি ছোটবেলা থেকে সময়ের গুরুত্ব দিতে শিখি তাহলে বড় হলে আমাদের জীবনে ভালো কিছু হবে। আমরা যদি আজকের কাজ কালকে করবো বলে ফেলে রাখি, তাহলে আজকের সময়টা নষ্ট হয়ে যাবে। আমাদের উচিত কালকের কাজ আজকে করে রাখা তাহলেই ভালো হবে।

 5 days ago 

আমাদের সবার জীবনে সময় কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা তখনই বুঝতে পারি, যখন আমরা সফলতা আর অর্জন করতে পারি না। সময়ের গুরুত্ব খুব কম মানুষ দিয়ে থাকে। কিন্তু যারা সঠিকভাবে সময়ের গুরুত্ব দিতে জানে তারা ভালো কিছু অবশ্যই করতে পারে। বিশেষ করে তাদের জীবনে সফলতা টা অবশ্যই আসে। সময়ের সঠিক ব্যবহার জানাটা বেশি জরুরী। না হলে পরবর্তীতে আমাদেরই পস্তাতে হবে এটার জন্য। প্রতিনিয়ত সময়ের গুরুত্ব দিলে সফলতা নিশ্চিত।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67130.22
ETH 3466.74
USDT 1.00
SBD 2.73