সময়ের মূল্যায়ন

in আমার বাংলা ব্লগ7 days ago

woman-491623_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সময়ের অবচে এত পরিমাণ খারাপ ভাবে হয় যে মনে হয় যে সময় সবচাইতে মূল্যহীন। কিন্তু একজন মানুষের জন্য সময় সবচাইতে মূল্যবান। সময়ের গুরুত্ব যে ব্যক্তি দিতে পেরেছে এই আজকে সফল হয়েছে। কিন্তু বর্তমানে আমরা কি আসলেই সময়ের মূল্যায়ন করতে পারছি?

আমরা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষেরই সময় নির্ধারিত। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমরা চাইলেও এই পৃথিবীতে বাঁচতে পারব না। সময়কে আমরা অত বেশি লাগাতে পারবো জীবন হবে সুন্দর এবং সুশৃংখল । আর সময়ের ব্যবহার করলে আপনার জীবন হবে উশৃংখল আর অসুন্দর। সময়কে মূল্যায়ন করা আমাদের জন্য অতীব জরুরী।

কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষ এত পরিমাণ এডিক্টেড হয়ে গিয়েছে যার কারণে সময় প্রকৃত মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে তার মূল্যবান সময় গুলো নষ্ট করছে। মানুষ এখন সারাদিন মানুষের পোস্টে কমেন্ট করতে আর লাইক দিতেই শেষ করে ফেলছে। তারা তাদের মূল্যবান সময়কে এই সোশ্যাল মিডিয়াতেই শেষ করছে। সময়ের মূল্য তাদের কাছে সোশ্যাল মিডিয়ার পর্যন্তই।

তাই আমাদের প্রত্যেকের উচিত জীবনে সময়ের মূল্যায়ন করা। আপনি যদি জীবনে সময়ের মূল্যায়ন করতে না পারেন কখনো আপনি সফল হতে পারবেন না। সফল হওয়ার আরেক নাম হচ্ছে সময়ের সঠিক মূল্যায়ন করা। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন ততটুকই যতটুক না করলেই নয়। আপনার সব গুরুত্বপূর্ণ কাজগুলো করার পর যদি অবসর সময় পেয়ে থাকেন তখন আপনি সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন। এটাই হবে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 5 days ago 

আমরা অনেক সময় নিজের মূল্যবান সময় গুলো হেলায় হারিয়ে ফেলি। কিন্তু সেই সময়ের মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের মূল্যায়নের ব্যাপারে সবাইকে সচেতন হওয়া উচিত। আপনার পোস্ট সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 63491.17
ETH 2618.75
USDT 1.00
SBD 2.79