কারো সমালোচনায় নিজেকে গুটিয়ে নিবেন নাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

girl-6059889_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনি যখন কোন ভাল কাজ করবেন বা কোন কাজ শুরু করবেন সে কাজটি সম্পর্কে যদি আগে থেকে কোন মানুষের সাথে শেয়ার করেন নানান মানুষ নানান রিয়েকশন দিবে। কেউ প্রশংসা করবে, কেউ কেউ নিন্দা করবে, কেউ খুশি হবে, কেউ অখুসি হবে, কেউ ভালো পরামর্শ, দিব কেউ বাজে টিটকারি করবে।

আপনি একজন মানুষ। আপনার নিজের পরামর্শে কোন একটি ভালো কাজ শুরু করতে চাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনার এই কাজ সম্পর্কে কোন মানুষ খারাপ পরামর্শ অথবা নিন্দা করে তাহলে আপনি কাজ করার পূর্বেই মোটিভেশন হারাতে পারেন। ভবিষ্যতে কাজটি করার আগ্রহী আপনার হারিয়ে যেতে পারে।

আপনি চাইলেই সব মানুষের পরামর্শ নিয়ে বা সব মানুষকে খুশি করে কোন একটি কাজ সম্পাদন করতে পারবেন না। আপনার সুচিন্তা অন্য কোন মানুষের সাথে নাও মিলতে পারে ও সবার জাজমেন্ট এর উপর নির্ভর করে লাইফে চলতেও পারবেন না। সব কাজ করতেও পারবেন না। তাই অবশ্যই নিজের মতামতে অনুযায়ী চলাই ভালো। মানুষের রিএকশন কি হবে সেটার উপর নির্ভর করে কোন ডিসিশন নেওয়া উচিত নয়।

আপনাকে কোন কাজ করার আগেই সেই ব্যাপারটি নিয়ে কারো সাথে শেয়ার করা উচিত নয়। তাহলে সেই কাজটি সম্পর্কে কটুক্তি বা সমালোচনা করলে সেটা আপনি আর আঘাতে পারবেন না। হয়তো আপনার মন থেকে সে কাজটি আর গ্রহণ করবে না বা আপনি সে কাজটির করতে চাইবেন না।

পরিশেষে একটি কথাই বলবো, আপনাকে আপনার মত করে এগিয়ে যেতে হবে। নানানবাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। মানুষের সমালোচনা অথবা রিএকশন এর উপর ভিত্তি করে আপনাকে কোন প্রকার ডিসিশন নিয়ে প্রবাবিত হওয়া উচিত নয়। দিন শেষে আপনি আপনার ও আপনার কাজগুলো আপনাকে করতে হবে।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76335.49
ETH 3087.08
USDT 1.00
SBD 2.61