মানুষের সমালোচনাকে বড় করে দেখে নিজের জীবনের সমস্যা করবেন না

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

youtube-background-7515934_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। মানুষ সামাজিক জীব। সামাজিকতার সাথে সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। আমরা মানুষদের একটি স্বভাবগত অভ্যাস হচ্ছে কেউ যদি আমাদের নিয়ে প্রশংসা করে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, আবার কেউ যদি আমাদের নিয়ে কোন সমালোচনা করে সেটাতে অনেক বেশি ভেঙে পরি বা কষ্ট পাই। যখন কোন মানুষ আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে সমালোচনা করবে তখন সেটা খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত ভেঙে পরা সেটা আপনার জন্য মোটেও সুখকর নয়।

আমাদের এটা অবশ্যই মেনে নিতে হবে সামাজিকভাবে থাকতে গেলে সব মানুষ আপনাকে পছন্দ করবে না। আবার সব মানুষ আপনাকে ঘৃণাও করবে না। এক একটা মানুষ একেক রকম হয়ে থাকে। যার কারণে তাদের আপনার প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হয়ে থাকে। এটাকে অনেক বড় করে দেখা মোটেও উচিত নয়। এটাকে যদি অনেক বড় করে দেখেন তাহলে জীবন থমকে যাবে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না।

আপনাকে অবশ্যই প্রতিটা মানুষের সমালোচনা কেউ নেতিবাচক ভাবে নিতে হবে বা সহজ ভাবে নিতে হবে। যখন আপনাকে নিয়ে কোন মানুষ খারাপ ভাবে সমালোচনা করবে আপনাকে অনেক সময় সেটার প্রতিবাদ করে আবার অনেক সময় চুপ থেকে সেটার মোকাবেলা করতে হবে। অনেক বেশি মানুষের কথায় কান দিয়ে নিজের জীবনের সমস্যা ডেকে আনবেন না।

প্রত্যেকটা মানুষেরই উচিত সমালোচনাকে সাদরে গ্রহণ করা। কেউ যদি আপনাকে নিয়ে কটু কথা বলে তাকে আপনি যদি সম্ভব হয় সুন্দর করে বুঝিয়ে দিবেন যে সেটা আপনি করেন নি বা আপনাকে নিয়ে সে ভুল ভাবছে। মোটকথা হলো কেউ আপনাকে নিয়ে পজেটিভ কথা বললেও অনেক বেশি খুশি হয়ে যাবেন না, আবার কেউ আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলল সেটাকে বেশি একটা পাত্তা দিবেন না। তাহলেই জীবনে অনেক সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 6 months ago 

আমাদের সমাজে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষের অবস্থান স্বাভাবিক। তাই একটা মানুষকে নিয়ে সবাই যে ভালো মন্তব্য করবে এটা ভাবাটা বোকামি। তাই বলে অন্যের সমালোচনা শুনে নিজেকে সংযত করে গুটিয়ে নেওয়াটাও বোকামি। অন্যের সমালোচনাকে সাদরে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সমালোচনা সাপেক্ষ সুন্দর একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আপনি ধন্যবাদ।

 6 months ago 

সমালোচনা বিষয়টা সত্যি অনেক খারাপ একটি বিষয়। আসলে কারো পেছনে সমালোচনা করলে বিষয়টা কখনোই ভালো দিক নয়। আমাদের নিজেদের নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে দেখা যায় খুবই খারাপ লাগে। তেমনি আমি মনে করি অন্যকে নিয়েও আমরা কখনো সমালোচনা করার কথা চিন্তা মাথায় না আনলেই ভালো। আজকের বিষয়টা পড়ে খুবই ভালো লেগেছে। সত্যি এটা একটা শিক্ষনীয় দিক।

 6 months ago 

মানুষের কাজই হল সমালোচনা করা ভাই। তাই তাদের কথা মাথায় নিয়ে ভেঙে পড়া মোটেও ঠিক কাজ নয়। সমাজের সব মানুষ আমাকে পছন্দ করবে না কিংবা সব মানুষ আমাকে ঘৃণাও করবে না, এটা মেনে নিয়েই আসলে আমাদের সমাজে চলা উচিত। আপনার মত আমারও এটাই মনে হয় যে, প্রত্যেকটা মানুষেরই উচিত সমালোচনাকে সাদরে গ্রহণ করা। তাহলে আর কোন সমস্যা হবে না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 89752.15
ETH 3297.99
USDT 1.00
SBD 3.02