ধর্ম বিভিন্ন হওয়ার কারণে কখনোই কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না

in আমার বাংলা ব্লগ14 days ago

man-486634_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের এই বাংলাদেশটি হচ্ছে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ একটি দেশ। আমাদেরই বাংলাদেশের সব ধর্মের মানুষের বসবাস। আমাদের দেশের প্রতিটা ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষদেরকে সম্মান এবং শ্রদ্ধা করে। প্রতিটা ধর্মের মানুষকে সম্মান করার মাধ্যমে সবার সাথে সবাই মিলেমিশে বসবাস করে। অন্য ধর্ম হওয়ার কারণে কোন মানুষই কোন মানুষকে অসম্মান করে না আমাদের এই সুন্দর বাংলাদেশে।

আমাদের একটাই পরিচয় সেটা হচ্ছে আমরা বাংলাদেশী। ধর্ম যার যার বিশ্বাস কে বহন করে। একজন মানুষ অন্য ধর্মের অনুসারী হতেই পারে এটা তার ব্যক্তি স্বাধীনতা। কোন মানুষের ধর্মীয় পরিচয় এর মাধ্যমে কখনোই সে মানুষটিকে ছোট করা উচিত না। রাজনৈতিক কোনো কারণ ছাড়া কখনোই কোনো সাধারণ মানুষ অন্য ধর্মের মানুষের উপর হামলা চালায় না আমাদের এই দেশে।

আমি যখন ছাত্র ছিলাম তখন আমার অন্য ধর্মের বন্ধুদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। কখনোই অন্য ধর্ম হওয়ার কারণে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করিনি। আমরা কখনোই এটা মনে করতাম না যে আমারই বন্ধুটির অন্য ধর্ম যার কারণে তার সাথে আমরা মিশবো না। আমরা সব সময় আমার অন্য ধর্মের বন্ধুকে সম্মান করেছি এবং এখনো তাদের সাথে খুব ভালো সুসম্পর্ক রয়েছে।

তাই কখনোই কোন মানুষকে ধর্ম ভিন্ন হওয়ার কারণে তাকে ছোট পড়া বা হেও প্রতি পূর্ণ করা উচিত নয়। ধর্ম যার যার বিশ্বাস। আর আমাদের ইসলাম ধর্মেতে বলা আছে যে যে যার ধর্ম পালন করার অধিকার আছে। কাউকে কখনোই জোর করে ধর্ম পালনের বাধ্য করা যাবে না। তাই এটাই সব সময় মনে রাখবো আমরা বাংলাদেশী এটিই আমাদের পরিচয়। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64261.31
ETH 2787.80
USDT 1.00
SBD 2.66