বেকারত্ব আর অলসতা এক জিনিস নাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

dream-big-work-hard-5556539_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের সমাজে হয়তো সবাই একটা বিষয় ভাবে বেকারত্ব আর অলসতা এক জিনিস। যে বেকার সেই মনে হয় অলস। কিন্তু বেকারত্ব আর অলসতা এক জিনিস না। পরিশ্রমী পুরুষ মানুষ দীর্ঘদিন বেকার থাকে না। তারা কোন না কোন কাজ অবশ্যই করবে। যেহেতু যা তার কাজ করার ইচ্ছা আছে। আর অলস ব্যক্তির কাজ করার ইচ্ছাই নেই। সেই যতই কাজ করার সুযোগ পাক না কেন কাজ করার ইচ্ছা তার মধ্যে থাকে না।

আমি মেয়েদেরকে বলব পরিশ্রমী পুরুষ ছাড়া কোনদিন বিয়ে করবেন না। অলসপুরুষ মানুষ কোনদিন আপনাকে সুখ এনে দিতে পারবে না। সুখী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর সেই পরিশ্রমকে করার জন্য আপনাকে একজন পরিশ্রমী পুরুষ বাছাই করতে হবে।

আর পুরুষদেরকে বলবো যদি পরিশ্রম করতে না পারেন, নিজের দায়িত্ব নিজে না পারেন তাহলে বিয়ে করবেন না। কারন আপনি যেহেতু আপনার নিজের দায়িত্বেই পালন করতে পারেন না তাহলে অন্য আরেকটি মানুষের দায়িত্ব কিভাবে পালন করবেন। আগে পরিশ্রমই হন, নিজের প্রতি সেলফ কনফিডেন্স বাড়ান তারপর বিয়ে করুন।

আমাদের সমাজে অনেক পুরুষ আছে যারা শুয়ে বসে থেকে আর বলে যে আমি কোন কাজ পাচ্ছি না করার। আমি কাজ করতে চাই কিন্তু ভালো কোন কাজ পাচ্ছি না। আসলে তাদের মধ্যে কোন চেষ্টাই নাই কাজ করার। তারা চেষ্টা ছাড়াই ঘরে শুয়ে বসে বলে যে আমি কাজ পাচ্ছি না। আবার অনেকেই চাই প্রথম থেকেই অনেক বেশি টাকার স্যালারির বেতন এর চাকরি করতে। যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব নয়। তাই আমাদের উচিত ছোট কাজ দিয়ে শুরু করে নিজেকে বড় করা। পরিশ্রম করলে ছোট থেকেই মানুষ বড় হয়।

আর পরিশেষে একটি কথাই বলব আমাদের উচিত কোন কাজ কি ছোট মনে না করা। সব কাজই আমাদের কাছে সমান মনে করা উচিত তাহলেই আমরা একদিন বড় হতে পারব। কাজকে যারা ছোট মনে করে অবজ্ঞা করে তারা কখনোই বড় হতে পারে না ও সফল হতে পারেনা।

ধন্যবাদ।

Sort:  
 last year 

আমাদের দেশে প্রচুর পরিমাণ মানুষ বেকার। তাদের বেকার হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তবে এর মধ্যে অন্যতম কারণ হতে পারে অলসতা। অনেক সময় ভালো সুযোগ না পাওয়ার কারণেও অনেকে বেকার হয়ে থাকে। যাইহোক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67971.67
ETH 2643.41
USDT 1.00
SBD 2.67