আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু ক্রটি যা সংশোধন করা জরুরী

in আমার বাংলা ব্লগ8 days ago

old-books-436498_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। গতকাল আমি আপনাদের সাথে আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে কিছু কথা লিখেছিলাম। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার কিছু ক্রটি আপনাদের সাথে লিখেছিলাম যা আমার কাছে মনে হয়েছে। তাছাড়ো আরো অনেক কিছু রুটি আমার কাছে মনে হয় যা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন দরকার।

তার মধ্যে অন্যতম হলো ইংরেজি বুঝা এবং বলার উপর গুরুত্ব দেওয়া। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ইংরেজির ওপর খুবই গুরুত্ব দেয়া হয় কারণ ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বর্তমানে ইংরেজি জানা ছাড়া কখনোই কোন বড় কাজে সফল হওয়া যাবে না। দুঃখের ব্যাপার হলো আমাদের দেশে যেভাবে পাঠ্যপস্থতে ইংরেজি শিখানো হয় তার মাধ্যমে কখনোই কোন শিক্ষার্থী ইংরেজি ভালোভাবে বুঝতে পারবে না বলতেও পারবে না। অনেকে দেখা যায় মাস্টার্স কমপ্লিট করার পরও ইংরেজিতে কথা বলতে পারে না তার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ক্রুটির কারণে।

আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আরেকটি ত্রুটি হচ্ছে আমার কাছে যা মনে হয় ভুল ইতিহাস ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অহেতুক ইতিহাস পড়ানো যা কোন ছাত্র ছাত্রী জীবনে কাজে লাগে না। আমাদের ইতিহাস জানা অবশ্যই জরুরী কিন্তু হয়তো কোন ইতিহাস আমাদের পাঠ্যপুস্তুতে না থাকলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাসগুলো জানার এবং বুঝার ক্ষমতা বাড়বে। আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা পাঠ্যপুস্তক গুলোতে এত পরিমাণ অহেতুক ইতিহাস বর্ণনা করা আছে যা আমাদের জীবনে কোন কাজে আসে না। তাই এগুলোকে সংশোধন করা উচিত।

একটি সুন্দর এবং সুশৃংখল জাতি তখনই আপনি আশা করতে পারেন যখন শিক্ষাব্যবস্থা সুন্দর হবে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা উচিত। যার মাধ্যমে আমরা যেন সারা বিশ্বের মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারি এবং তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারি। এটা যত দ্রুত করা সম্ভব করা উচিত তাহলেই আমরা উন্নত জাতি হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারব।

Sort:  
 8 days ago 

এই বিষয়ে আমিও আপনার সাথে একমত, ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা সেহেতু আমাদের দেশের স্টুডেন্টদের ইংরেজি বুঝা এবং বলার প্রতি গুরুত্ব দিতে হবে। এমন নয় লেখাপড়া শিখে ঘরে বসে থাকতে হয় পৃথিবীর অন্যান্য মানুষের সাথে নিজেদেরকে উপস্থাপন করতে হলেও ইংরেজি জানতে হবে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64261.31
ETH 2787.80
USDT 1.00
SBD 2.66